
ক্রিস্টিয়ানো রোনালদোর জন্ম ১৯৮৫ সালের ৫ ফেব্রুয়ারি। সেই হিসেবে ২০২৫ সালে তার বয়স দাড়ায় ৪০ বছর। অঙ্কের হিসেবে এটি নিঃসন্দেহে নির্ভুল। তবে এই তথ্যের মধ্যেই যেন লুকিয়ে আছে এক ধাঁধা-কারণ মাঠে তার পারফরম্যান্স দেখে বয়স অনুমান করা একেবারেই কঠিন।
দুর্দান্ত ফিটনেসে বলীয়ান রোনালদো এখনও নব্বই মিনিট অনায়াসে দৌড়াতে পারেন, গোল করতেও পিছিয়ে নেই। আর সেই কারণেই বয়সের অঙ্ককে চ্যালেঞ্জ জানিয়ে ‘বায়োলজিক্যাল এজ’ বা জৈবিক বয়স নিয়ে প্রকাশ্যে মজা করলেন তিনি নিজেই।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ‘Whoop’-এর এক পডকাস্টে অংশ নেন পর্তুগিজ সুপারস্টার। এই প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তিনি। সেই সূত্রেই তারা তার জৈবিক বয়স নিরূপণ করে।
আরও পড়ুন
» হায়দরাবাদ বনাম বেঙ্গালুরু : ভাঙল ১৮ বছরের রেকর্ড
» আইপিএলে দিল্লির ম্যাচসহ আজকের খেলা (২৪ মে ২৫)
রিপোর্টে দেখা যায়, রোনালদোর জৈবিক বয়স ২৮.৯ বছর-প্রায় ১১ বছর কম!
এই তথ্য সামনে আসার পর রোনালদো হেসে বলেন, ‘বিশ্বাসই হচ্ছে না, আমার বয়স ২৮.৯! মানে আমি আরও ১০ বছর খেলতে পারি!’
তার এই মন্তব্যে ফুটবলবিশ্বে জল্পনা শুরু হয়েছে-তবে কি হাজার গোলের মাইলফলকের দিকে এগোচ্ছেন রোনালদো? বর্তমানে তার গোলসংখ্যা ৯৩৪। তাই ৬৬ গোলের লক্ষ্য পূরণে হয়তো আরও কয়েক বছর মাঠে থাকার পরিকল্পনা তার।
View this post on Instagram
বিশেষজ্ঞদের মতে, রোনালদোর পারফরম্যান্স এখনো ২৯ বছর বয়সী ফুটবলারের মতোই। তাই ১০ বছর নয়, অন্তত আরও ২-৩ বছর শীর্ষ পর্যায়ের ফুটবলে তাকে দেখা যেতেই পারে।
ক্রিফোস্পোর্টস/২৪মে২৫/এসএ
