পাকিস্তানের টেস্ট অধিনায়ক শান মাসুদ নতুন দায়িত্ব পেয়েছেন। তাঁকে ‘আন্তর্জাতিক ক্রিকেট ও প্লেয়ার অ্যাফেয়ার্স’ এর পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই পদ ভবিষ্যতে পিসিবির আন্তর্জাতিক ক্রিকেট পরিচালকের স্থায়ী পদেও রূপ নিতে পারে।
পিসিবি জানিয়েছে, আপাতত মাসুদ সাময়িকভাবে এই দায়িত্ব পালন করবেন। আন্তর্জাতিক ক্রিকেট পরিচালক পদে আনুষ্ঠানিকভাবে আবেদন নেওয়া হচ্ছে ২ নভেম্বর পর্যন্ত। আবেদন শেষ হলে বোর্ড সিদ্ধান্ত নেবে, শান মাসুদ স্থায়ীভাবে দায়িত্বে থাকবেন কি না।
তবে বোর্ড এখনো স্পষ্ট করেনি মাসুদ টেস্ট অধিনায়কত্ব চালিয়ে যাবেন, নাকি প্রশাসনিক কাজে পুরো সময় দেবেন। তবে ইএসপিএনক্রিকইনফোর খবর অনুযায়ী, শান মাসুদ আপাতত এই দায়িত্ব সাময়িকভাবে পালন করবেন এবং পরে স্থায়ীভাবে ওই পদে যোগ দিতে পারেন।
এর আগে এই পদে ছিলেন উসমান ওয়াহলা, যিনি ২০২৩ সালের মে মাসে দায়িত্ব নিয়েছিলেন। এ বছরের সেপ্টেম্বরে তাঁকে সরিয়ে দেওয়া হয়, যদিও পিসিবি তখন বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি।
পাকিস্তান সফরের সময় দক্ষিণ আফ্রিকা দলকে প্রধানমন্ত্রী আয়োজিত এক নৈশভোজে শান মাসুদকে তাঁর নতুন দায়িত্বের কথা জানানো হয়। সেখানে উপস্থিত ছিলেন জাতীয় দলের অন্যান্য ক্রিকেটারও।
পিসিবির বিবৃতিতে মাসুদের দায়িত্বের মেয়াদ বা অধিনায়কত্ব নিয়ে কিছু বলা হয়নি। ঘোষণাটি এসেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ শেষ হওয়ার একদিন পর। সিরিজটি ১-১ এ ড্র হয়, আর মাসুদ ছিলেন পাকিস্তানের যৌথ সর্বোচ্চ রান সংগ্রাহক।
শান মাসুদ ২০২২ সালে টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব পান। তাঁর নেতৃত্বে পাকিস্তান এখন পর্যন্ত ১৪ টেস্টে খেলেছে জিতেছে ৪টি, হেরেছে ১০টি। আগের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে দল ছিল তালিকার নিচের দিকে।
নতুন পদ পাওয়ার পর এখন প্রশ্ন উঠেছে শান মাসুদ কি খেলোয়াড় হিসেবেই মাঠে থাকবেন, নাকি প্রশাসনিক ভূমিকায় বেশি মনোযোগ দেবেন? পাশাপাশি, তিনি যদি বোর্ডের সিদ্ধান্তে যুক্ত থাকেন, তাহলে স্বার্থের সংঘাতের সম্ভাবনাও থাকছে।
আগামী বছর বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাকিস্তানের টেস্ট সিরিজ রয়েছে। এরপর ২০২৬ সালের আগস্টে তারা ইংল্যান্ড সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। তার আগে বোর্ড ও মাসুদের ভূমিকা নিয়ে স্পষ্ট সিদ্ধান্ত আসবে বলে আশা করা হচ্ছে।
ক্রিফোস্পোর্টস/২৫অক্টোবর২৫/টিএ