Connect with us
ফুটবল

চোখের জলে রোনালদোর সতীর্থ ও লিভারপুল তারকার শেষ বিদায়

Diego Jota last
চোখের জলে রোনালদোর সতীর্থ ও লিভারপুল তারকার শেষ বিদায়

অনন্তকালের অন্তিম যাত্রায় লিভারপুলের পর্তুগীজ তারকা দিয়েগো জোটা। কিছু চলে যাওয়া সহজে মেনে নেওয়া যায় না। দিয়োগো জোটা তেমনই এক নাম। তাকে শেষ বিদায় জানাতে এসে আবেগাপ্লুত হয়েছেন সতীর্থ ও ক্লাব কর্মকর্তারা।

মাত্র কদিন আগেই বিয়ে করেছেন দীর্ঘদিনের প্রেমিকাকে। ক্লাব ও দেশের হয়ে শিরোপা জিতে ছুটি কাটাচ্ছিলেন। সেই জোটা, স্পেনের রাস্তায় একটি দুর্ঘটনার শিকার হয়ে আজ শুধুই স্মৃতি।

গত ২ জুলাই রাতে স্পেনের জামোরায় ল্যাম্বরগিনি উরুস গাড়িতে ভাই আন্দ্রের সঙ্গে ভ্রমণ করছিলেন জোটা। ১২০ কিলোমিটারের গতিতে থাকা গাড়ির পেছনের চাকা বিস্ফোরণ, গাড়ি ছিটকে পড়ে আগুনে পুড়ে মৃত্যু দুই ভাইয়ের।


আরও পড়ুন:

» জোতার স্মরণে ২০ নম্বর জার্সি আজীবন তুলে রাখবে লিভারপুল

» বাংলাদেশের সিরিজ বাঁচানোর ম্যাচে সুখবর পেতে পারে পাকিস্তান


দিয়োগো জোটা- সহজাত গোলস্কোরার, পরিশ্রমী ছিলেন মাটির মানুষ। প্রিমিয়ার লিগে লিভারপুলের ২০তম শিরোপা জয়ে যার অবদান অবিস্মরণীয়। চোট পেয়ে ছিলেন মাঠের বাইরে। ফিরেই গোল করেছেন, ফরেস্টের বিপক্ষে, এভারটনের বিপক্ষে। দুটি টাচে গোল, নিখুঁত এক শট- সেটাই ছিল জোটার খেলা।

ক্লপ বলেছিলেন, জোটা শুধু খেলোয়াড় নন, দারুণ বন্ধু, স্বামী, বাবা। রোনালদোর কণ্ঠেও ঝরে পড়ে অবিশ্বাস, ‘তোমার না থাকার কথা ছিল না।’

দিয়োগো জোটা হয়তো আলোচনার কেন্দ্রে থাকতেন না। তবু প্রতিটি ম্যাচে নিখুঁত কাজ করে যেতেন। চুপচাপ, নির্ভরতার আরেক নাম ছিলেন তিনি।

পাসোস দে ফেরেইরা থেকে আতলেতিকো, সেখান থেকে উলভস হয়ে লিভারপুলের প্রাণ হয়ে ওঠা তরুণটির বয়স মাত্র ২৭। তার ক্যারিয়ারের সেরা সময়টাই যেন সামনে ছিল। তিন সন্তান, স্ত্রী- সবকিছু রেখে বিদায় নিলেন অনন্ত যাত্রায়।

২০২৪–২৫ মৌসুমে লিভারপুলের প্রিমিয়ার লিগ জয়ে অন্যতম ভূমিকা রেখেছিলেন জোটা। এবার সেই তারকা ফরওয়ার্ডের স্মৃতি সংরক্ষণ করে রাখতে তার ২০ নম্বর জার্সি ‘অমর’ করে রাখার ঘোষণা দিল ক্লাবটি। ফলে আজীবনের মত এই ২০ নম্বর জার্সি তুলে রাখবে লিভারপুল।

ক্রিফোস্পোর্টস/৪জুলাই২৫/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল