
ভারত ও পাকিস্তানের মধ্যকার অস্থিরতার জেরে স্থগিত হয়েছিল আইপিএল। দেশটিতে যুদ্ধবস্থার কারণে নিজেদের জীবনের নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনা করে টুর্নামেন্টে খেলা অসংখ্য বিদেশি ক্রিকেটার ভারত ছেড়ে গিয়েছেন। তবে পুনরায় আইপিএলের বাকি অংশ শুরু হওয়ায় নতুন নিয়ম ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
কেননা আইপিএল স্থগিতে অসংখ্য বিদেশি ক্রিকেটার চলে যাওয়ায় খেলোয়াড় সঙ্কটে পড়েছিল দলগুলো। এতে নতুন করে বদলি ক্রিকেটার কেনার সুযোগ দেয়া হয় ফ্র্যাঞ্চাইজি গুলোকে। তবে নিয়ম অনুযায়ী সেই ক্রিকেটারদের পরবর্তী আসরে রিটেইন করার সুযোগ পাবে না দলগুলো।
এতে বিড়ম্বনায় পড়েছে সকল দল। কেননা কোটি কোটি টাকা খরচ করে নতুন করে ক্রিকেটার দলে নিতে হচ্ছে তাদের। তবে মাত্র আইপিএলের বাকি অংশেই তাদের খেলাতে পারবে ফ্র্যাঞ্চাইজি। যেখানে দলগুলোর লিগ পর্বে বাকি মাত্র তিনটি করে ম্যাচ। এর জন্য বাড়তি কোটি টাকা খরচ করতে হবে তাদের।
আরও পড়ুন:
» বড় দুঃসংবাদ পেলেন সাদ উদ্দিন, খেলতে পারবেন জাতীয় দলে?
» আনচেলত্তিকে আনার পর এবার পদচ্যুত হলেন ব্রাজিল ফুটবল প্রধান
আর বদলি ক্রিকেটার হিসেবে বাংলাদেশ থেকে দিল্লি ক্যাপিটালসে খেলার সুযোগ পেয়েছেন মুস্তাফিজুর রহমান। ৬ কোটি ভারতীয় রুপিতে তাকে নেয়া হয় দলে। যদিও পরবর্তী আসরে চাইলেও তাকে আর নিজেদের হিসেবে ধরে রাখতে পারবে না দলটি। এতে আর্থিক ক্ষতির মুখেই পড়তে হচ্ছে ফ্র্যাঞ্চাইজি গুলোকে।
এর কারণে আইপিএল কর্তৃপক্ষের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন অংশ নেয়া প্রতিটি দল। তাদের দাবি শেষ দিকে কিছু ম্যাচ খেলানোর জন্য তাদের ক্ষতি হচ্ছে কয়েক কোটি টাকা। তবে সেই হিসেবে ক্রিকেটারদের সার্ভিস পাবে না দলগুলো। আগামীকাল থেকে শুরু হবে আইপিএলে স্থগিত হওয়া বাকি অংশ।
ক্রিফোস্পোর্টস/১৬মে২৫/এফএএস
