Connect with us
ক্রিকেট

ফর্মে থাকা লিটনের অভাব পূরণ করার সামর্থ্য ছিল না দলের : সিমন্স

Phil Simmons missed captain Litton Das
অধিনায়ক লিটন দাসকে মিস করলেন ফিল সিমন্স। ছবি- সংগৃহীত

এবারের এশিয়া কাপে ফাইনাল খেলার আশা দেখিয়েছিল বাংলাদেশ দল। যেখানে সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে এগিয়ে নেয়ার কাজটাই দারুণ ভাবে করছিলেন লিটন কুমার দাস। তবে ইনজুরির কারণে সর্বশেষ দুই ম্যাচে ভারত ও পাকিস্তানের কাছে দেখতে হয়েছে হার। আর এতেই ফাইনালের স্বপ্নভঙ্গ হয় টাইগারদের। ম্যাচ শেষে কোচ জানান, দলের গভীরতা না থাকায় লিটনের অভাব পূরণ করা যায়নি।

গতকাল আগে ব্যাট করতে নেমে ব্যাটিং ব্যর্থতায় পড়ে পাকিস্তান। তবে ইনিংসের দ্বিতীয় অংশে ঘুরে দাঁড়িয়ে ১৩৫ রানের লড়াই করার পুঁজি পায় দলটি। তুলনামূলক সহজ টার্গেটে ব্যাট করতে নেমেও সবকিছু যেন লেজেগোবরে করে দিয়েছে টাইগার ব্যাটাররা। শেষ পর্যন্ত ১১ রানে পরাজিত হয়েছে বাংলাদেশ। কেউ উইকেটে টিকতে পারেনি বেশিক্ষণ।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে নিজেদের অধিনায়ক লিটনকে মিস করার কথা জানিয়েছেন দলের প্রধান কোচ ফিল সিমন্স। তিনি বলেন, ‘আসলে আমরা এখনও এমন দল হইনি যেখানে অধিনায়ককে হারিয়ে সেই খালি জায়গা পূরণও করে ফেলব। আমরা এখনও সেখানে যেতে পারিনি। আমরা সেখানে যেতে চেষ্টা করছি। ভালো ফর্মে থাকা অধিনায়ককে হারিয়েছি আমরা। এই ব্যাপারটা আমাদের জন্য বড় ছিল।’



অন্য দলের মতো বাংলাদেশ টিমে গভীরতা না থাকার বিষয়টি শিকার করে নিয়েছেন সিমন্স। তিনি বলেন, ‘লিটন যে ফর্মে ছিল, আমাদের জন্য সে খুবই জরুরি ছিল। আমাদের সেই রকমের গভীরতা নেই অন্য দলের মত।’  

সর্বশেষ দুই ম্যাচে লিটনের অবর্তমানে দলের নেতৃত্বের দায়িত্ব ওঠে জাকের আলী অনিকের কাধে। তবে নিজেকে অধিনায়ক হিসেবে সেভাবে মেলে ধরতে পারেননি তিনি। এমনকি ব্যক্তিগত পারফরম্যান্সেও দলকে ভরসা দিতে পারেননি জাকের। সেই খেসারত দিয়ে এশিয়া কাপের ফাইনালে খেলার সুবর্ণ সুযোগ হাত ছাড়া করে বাড়ির পথে ফিরছে বাংলাদেশ দল।

ক্রিফোস্পোর্টস/২৬সেপ্টেম্বর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট