Connect with us
ক্রিকেট

৪ বছর পর জিম্বাবুয়ের ওয়ানডে দলে ফিরছেন টেলর

Taylor returns to Zimbabwe’s ODI squad after
ব্রেন্ডন টেলর। ছবি- সংগৃহীত

সাড়ে তিন বছরের নিষেধাজ্ঞা শেষে অবসর ভেঙ্গে সম্প্রতি ক্রিকেটে ফিরছেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ব্রেন্ডন টেলর। চলতি মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে বুলাওয়ে টেস্ট দিয়ে জিম্বাবুয়ের জার্সিতে প্রায় ৪ বছর পর মাঠে নামেন তিনি। এবার ওয়ানডেতেও প্রত্যাবর্তন করছেন এই তারকা ব্যাটার। 

চলতি মাসের শেষদিকে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে জিম্বাবুয়ে। আসন্ন এই সিরিজের জন্য সোমবার (২৫ আগস্ট) ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)। এই দলে জায়গা পেয়েছেন টেলর।

শ্রীলঙ্কা সিরিজ দিয়ে চার বছর পর জিম্বাবুয়ের রঙিন জার্সিতে দেখা যাবে টেলরকে। সবশেষ ওয়ানডে খেলেছেন ২০২১ সালের সেপ্টেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে। এরপর হুট করেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দেন টেলর। এর চার মাস পর আইসিসির দুর্নীতিবিরোধী আইন ভঙ্গের দায়ে সব ধরনের ক্রিকেট থেকে সাড়ে তিন বছরের জন্য নিষিদ্ধ হন।



দীর্ঘদিন পর এই অভিজ্ঞ তারকার প্রত্যাবর্তন নিয়ে জিম্বাবুয়ের নির্বাচকদের আহ্বায়ক ডেভিড মুতেন্ডেরা বলেছেন, ‘টেলরকে আবার দলে পেয়ে আমরা অনেক খুশি। তার অভিজ্ঞতা ও যোগ্যতা আমাদের কাজে আসবে, বিশেষ করে চাপ সামলে খেলতে স পরিস্থিতিতে। তার উপস্থিতি ড্রেসিং রুমকে আরো প্রাণবন্ত করে তুলবে।’

চলতি মাসের শেষদিকে দুটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে জিম্বাবুয়ে সফর করবে শ্রীলঙ্কা। আগামী ২৯ ও ৩১ মাঠে গড়াবে দুটি ওয়ানডে। এরপর ৩, ৬ ও ৭ সেপ্টেম্বর সিরিজের তিনটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সবগুলো হারারেতে অনুষ্ঠিত হবে।

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে জিম্বাবুয়ের দল- ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, জোনাথন ক্যাম্পবেল, বেন কারান, ব্রেন্ডন টেইলর, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, ব্র্যাড ইভান্স, ট্রেভর গন্ডু, ওয়েসলি মাধভেরে, ক্লাইভ মাদান্দে, আর্নেস্ট মাসুকু, টনি মুনিয়োঙ্গা, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, নিউম্যান নিয়ামুরি।

ক্রিফোস্পোর্টস/২৫আগস্ট২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট