
২০২১ সালের সেপ্টেম্বরে হুট করেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ব্রেন্ডন টেলর। তবে অবসরের পরেই আইসিসির নিষেধাজ্ঞায় পড়েন তিনি। নিষেধাজ্ঞা কাটিয়ে গত আগস্টে জিম্বাবুয়ের হয়ে আন্তর্জাতিক টেস্টে ফেরেন টেলর। এরপর একে একে ওয়ানডে ও টি–টোয়েন্টি দলেও ফিরলেন এই উইকেটরক্ষক ব্যাটার।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে জিম্বাবুয়ে। স্বাগতিকদের এই স্কোয়াডে জায়গা করে নিয়েছেন অভিজ্ঞ ব্যাটার ব্রেন্ডন টেলরও।
২০২১ সালের সেপ্টেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর, ২০২২ সালের জানুয়ারিতে আইসিসির দুর্নীতিবিরোধী আইন ভঙ্গের দায়ে সব ধরনের ক্রিকেট থেকে সাড়ে তিন বছরের জন্য নিষিদ্ধ হন টেলর। নিষেধাজ্ঞা শেষে অবসর ভেঙ্গে গত আগস্টের শুরুতে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে ক্রিকেটে ফেরেন তিনি।
টেস্টের পর আগস্টের শেষের দিকে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে দীর্ঘদিন পর জিম্বাবুয়ের রঙিন পোশাক গায়ে চড়ান এই তারকা ব্যাটার। এবার ফিরলেন টি–টোয়েন্টিতেও। এই সিরিজে মধ্য দিয়ে প্রায় সাড়ে চার বছর পর জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে ফিরলেন তিনি। সবশেষ ২০২১ সালের এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে খেলেন এই অভিজ্ঞ ব্যাটার।
এদিকে শ্রীলঙ্কা সিরিজ দিয়ে এক বছরেরও বেশি সময় পর জিম্বাবুয়ের টি–টোয়েন্টি দলে ফিরলেন শন উইলিয়ামস। সবশেষ ২০২৪ সালের মে মাসে বাংলাদেশের বিপক্ষে খেলেছিলেন এই তারকা অলরাউন্ডার।
আগামীকাল (৩ সেপ্টেম্বর) মাঠে গড়াবে সিরিজের প্রথম টি–টোয়েন্টি। এরপর ৬ ও ৭ সেপ্টেম্বর সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে।
জিম্বাবুয়ে স্কোয়াড—
সিকান্দার রাজা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, ব্রেন্ডন টেইলর, শন উইলিয়ামস, রায়ান বার্ল, ব্র্যাড ইভান্স, ট্রেভর গুয়ানডু, ক্লাইভ ম্যান্ডান্ডে, টিনোটেন্ডা মাপোসা, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, টনি মুনিয়োঙ্গা, তাশিঙ্গা মুসেকিওয়া, ব্লেসিং মুজারাবানি, ডিওন মায়ার্স ও রিচার্ড এনগারাভা।
ক্রিফোস্পোর্টস/২সেপ্টেম্বর২৫/বিটি
