Connect with us
ক্রিকেট

৪ বছর পর মাঠে ফিরেই মুশফিককে পেছনে ফেললেন টেলর

Brendan Taylor returns in International Cricket
প্রায় ৪ বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন ব্রেন্ডন টেলর। ছবি- জিম্বাবুয়ে ক্রিকেট

অবশেষে খেলায় ফিরলেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ব্রেন্ডন টেলর। সাড়ে তিন বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে আবার ক্রিকেটে ফিরছেন এই ব্যাটার। আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) নিউজিল্যান্ডের বিপক্ষে বুলাওয়ে টেস্ট দিয়ে খেলায় ফিরেছেন তিনি। এতে ১৪২৪ দিন বা প্রায় চার বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নেমেছেন এই জিম্বাবুইয়ান তারকা।

দীর্ঘদিন পর মাঠে নেমেই দীর্ঘতম টেস্ট ক্যারিয়ারের রেকর্ডে বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমকে ছাড়িয়ে গেছেন টেলর। বর্তমানে খেলছেন এমন ক্রিকেটারদের সবচেয়ে দীর্ঘতম টেস্ট ক্যারিয়ার এখন এই জিম্বাবুইয়ান ব্যাটারের। ২০০৪ সালের ৬ মে টেস্ট অভিষেক হওয়া টেলরের ক্যারিয়ারের বয়স ২১ বছর ৯৩ দিন।

অন্যদিকে ২০০৫ সালে ২৬ মে টেস্ট অভিষেক হয় মুশফিকের। এখন তার টেস্ট ক্যারিয়ারের বয়স ২০ বছর ৩৩ দিন। গত বছরের ১২ জুলাই ইংল্যান্ডের তারকা পেসার জিমি অ্যান্ডারসনের অবসরের পর শীর্ষে উঠে এসেছিলেন মুশফিক। ২০০৩ সালের ২২ মে টেস্ট অভিষেক হওয়া অ্যান্ডারসনের ক্যারিয়ারের বয়স হয়েছিল ২১ বছর ৫১ দিন।



তবে সবচেয়ে দীর্ঘতম টেস্ট ক্যারিয়ারের সামগ্রিক তালিকায় টেলর আছেন ১২তম স্থানে। আর ১৭তম স্থানে থাকা মুশফিক একধাপ পিছিয়ে ১৮তম স্থানে নেমে গেছেন।

দীর্ঘতম টেস্ট ক্যারিয়ারের তালিকায় সবার শীর্ষে আছেন ইংল্যান্ডের উইলফ্রেড রোডস। ১৮৯৯ সালের ১ জুন অভিষিক্ত হওয়া এই ক্রিকেটার অবসর নেন ১৯৩০ সালের ১২ এপ্রিল। অবসরের সময় তার ক্যারিয়ারের বয়স হয়েছিল ৩০ বছর ৩১৫দিন। তবে প্রথম বিশ্বযুদ্ধের কারণে এত দীর্ঘ হয়েছিল তার টেস্ট ক্যারিয়ার।

দ্বিতীয় ও তৃতীয় স্থানেও আছেন আরো দুই ইংলিশ ক্রিকেটার ব্রায়ান ক্লোজ ও ফ্রাঙ্ক উলি। দুইয়ে থাকা ক্লোজের ক্যারিয়ারের বয়স হয়েছিল ২৬ বছর ৩৫৬ দিন এবং তিনে থাকা উলির ক্যারিয়ারের বয়স হয়েছিল ২৫ বছর ১৩ দিন।

দীর্ঘতম টেস্ট ক্যারিয়ারের তালিকায় শীর্ষ পাঁচে আছেন এশিয়ার কেবল এক ক্রিকেটার। তিনি হলেন ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার। ১৯৮৯ সালে ভারতের সাদা পোশাকে অভিষেকের পর ২০১৩ সালের ১৬ নভেম্বর লাল বলের ক্রিকেটকে বিদায় জানান তিনি। অবসরের সময় শচীনের টেস্ট ক্যারিয়ারের বয়স হয়েছিল ২৪ বছর ১দিন।

এদিকে দীর্ঘদিন পর খেলতে নেমেও রানের ছন্দে ছিলেন টেলর। সচরাচর মিডল অর্ডারে ব্যাট করলেও আজ ওপেনিংয়ে নেমে ১০৭ বলে ৬ চারের মারে ৪৪ রান করে আউট এই অভিজ্ঞ ব্যাটার। জিম্বাবুয়ের ইনিংসে এখন পর্যন্ত এটাই সর্বোচ্চ রানের ইনিংস।

ক্রিফোস্পোর্টস/৭আগস্ট২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট