Connect with us
ক্রিকেট

স্ত্রীর জন্মদিনে কৃতজ্ঞতা ও ভালোবাসা জানিয়ে তাসকিনের বার্তা

তাসকিন আহমেদ ও তার স্ত্রী সৈয়দা রাবেয়া নাঈমা। ছবি- সংগৃহীত

বাংলাদেশ জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদের জন্য আজকের দিনটা বিশেষ। কেননা আজ তার স্ত্রী সৈয়দা রাবেয়া নাঈমার জন্মদিন। আর প্রিয়তমা স্ত্রীর জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়ে এক আবেগী বার্তা দিয়েছেন এই পেসার।

শুক্রবার (৮ আগস্ট) তাসকিন নিজের অফিশিয়াল ফেসবুক পেজে স্ত্রীকে নিয়ে একটি ছবি শেয়ার করেন। যার ক্যাপশনে তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার অর্ধাঙ্গিনী। তোমার ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ। আল্লাহ তোমাকে সুস্থ ও সুন্দর রাখুন।’

Taskin wishes his wife on her birthday

স্ত্রীকে নিয়ে তাসকিনের পোস্ট। ছবি- সংগৃহীত 

২০১৭ সালের ৩১ অক্টোবর দীর্ঘদিনের প্রেমিকা রাবেয়া নাঈমাকে বিয়ে করে তাসকিন। ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর তাদের ঘর আলোকিত করে আসে তার প্রথম সন্তান তাশফিন আহমেদ রিহান। ২০২২ সালে দ্বিতীয়বারের মতো বাবা হন তিনি। এবার তাদের ঘর আলোকিত করে আসে একজন কন্যা সন্তান। এরপর ২০২৩ সালে তাদের ঘরে জন্ম নেয় আরেকজন কন্যা সন্তান। এখন তাদের সংসারে রয়েছে এক ছেলে এবং দুই মেয়ে।



কয়েক মাসের ইনজুরি কাটিয়ে গত শ্রীলঙ্কা সফরের সাদা বলের সিরিজ দিয়ে মাঠে ফেরেন তাসকিন। ওয়ানডেতে ২ ম্যাচ খেলে নিয়েছিলেন ৬ উইকেট। তবে টি-টোয়েন্টিতে এক ম্যাচ খেলেও কোনো উইকেটের দেখা পাননি তিনি। এরপর সবশেষ ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে দুটি ম্যাচ খেলেছিলেন তিনি। দুই ম্যাচে ৬ উইকেট শিকার করেছিলেন এই পেসার।

পাকিস্তান সিরিজ শেষে কিছুদিন বিশ্রামের সুযোগ পেয়েছে টাইগার ক্রিকেটাররা। এই ফাকে সৌদি আরবে পবিত্র উমরাহ হজ্ব পালন করেছেন তাসকিন। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্ট করে বিষটি জানান এই পেসার।

আগামী মাসের এশিয়া কাপের প্রস্তুতির জন্য চলতি মাসের শেষদিকে ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজ সামনে রেখে গত ৬ আগস্ট থেকে ফিটনেস ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ দল। মিরপুরে ক্যাম্প শেষে সিলেটে পাড়ি জমাবে টাইগাররা। সেখানেই অনুষ্ঠিত হবে নেদারল্যান্ডস সিরিজ। এরপর এশিয়া কাপ খেলতে আরব আমিরাতের উদ্দেশ্যে উড়াল দেবেন লিটন-তাসকিনরা।

ক্রিফোস্পোর্টস/৮আগস্ট২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট