Connect with us
ক্রিকেট

শারজাহর জয়ের দিনে তাসকিনের ২ উইকেট

Taskin Ahmed
২ উইকেট পেলেন তাসকিন। ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল টি–টোয়েন্টি লিগে বল হাতে ধারাবাহিকতা ধরে রেখেছেন তাসকিন আহমেদ। সেই সাথে হারের বৃত্ত থেকে ঘুরে দাড়িয়েছে তাসকিনের দল। আবুধাবিতে সোমবার রাতে আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষে ২ উইকেট নেওয়ার দিনে চার উইকেটের জয় পেয়েছে শারজা ওয়ারিয়ার্স।

এই ম্যাচে চার ওভারে ৪১ রান দিয়ে ২ উইকেট নেন তাসকিন। ৪১ রান দিলেও শুরুটা ছিল দুর্দান্ত। ইনিংসের প্রথম ওভারেই ইংলিশ ওপেনার ফিল সল্টকে ফেরান বাংলাদেশের এই পেসার। সেই ধারাবাহিকতা ধরে রাখেন পরের ওভারেও। নিজের পরের ওভারেই তিনি শিকার করেন আরেক ইংলিশ ব্যাটার অ্যালেক্স হেলসকে।

পাওয়ার প্লের মধ্যেই তাসকিনকে তিন ওভার করান শারজাহ অধিনায়ক সিকান্দার রাজা। প্রথম তিন ওভারে তিনি রান দেন মাত্র ১৬, তুলে নেন ২টি গুরুত্বপূর্ণ উইকেট। নাইট রাইডার্সের ইনিংসে এই সময়টাই ছিল তাসকিনের সবচেয়ে কার্যকর স্পেল।



তবে শেষটা ছিল কিছুটা খরুচে। ম্যাচের ১৯তম ওভারে নিজের কোটার শেষ ওভারে ২৫ রান দেন তাসকিন। সেই ওভারে আন্দ্রে রাসেল ও জেসন হোল্ডার দুটি করে মোট চারটি ছক্কা মারেন। যার ফলে প্রথম তিন ওভার দুর্দান্ত করা তাসকিন শেষ ওভারে অতিরিক্ত রান দিয়ে বসেন।

যদিও নাইট রাইডার্স নির্ধারিত ২০ ওভারে তোলে ১৩৪ রানের বেশি তুলতে পারেনি। ১৩৫ রানের লক্ষ্যে নেমে শারজাহ ওয়ারিয়ার্স ম্যাচ জিতে নেয় শেষ বলে। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ১২ রান। আন্দ্রে রাসেলের করা সেই ওভারে ক্রিজে থাকা ইংলিশ ব্যাটার জেমস রিউ ও আদিল রশিদ দুজনে মিলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

এই জয়ে ৮ ম্যাচে এটি শারজাহর তৃতীয় জয়। দলের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন স্পিনার আদিল রশিদ। ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে নেন মাত্র ৩ উইকেট। দুর্দান্ত বোলিং পারফরম্যান্সেই ম্যাচসেরার পুরস্কার ওঠে আদিল রশিদের হাতে।

এদিকে ব্যক্তিগত পারফরম্যান্সেও ভালো ছন্দে আছেন তাসকিন। ইন্টারন্যাশনাল টি–টোয়েন্টি লিগে সর্বশেষ তিন ম্যাচে তিনি নিয়েছেন ৭ উইকেট। সব মিলিয়ে পাঁচ ম্যাচে তাঁর উইকেট সংখ্যা এখন ৮।

ক্রিফোস্পোর্টস/২৩ডিসেম্বর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট