
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় তাসকিন আহমেদের বিরুদ্ধে তার বাল্যবন্ধুকে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে৷ এ ঘটনার তার ভুক্তভোগী বন্ধু সিফাতুর রহমান সৌরভ মিরপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাসকিনকে নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় বইছে।
তবে এ অভিযোগ অস্বীকার করেছেন তাসকিন। এ খবর ভিত্তিহীন বলে বিভিন্ন সংবাদমাধ্যমকে জানিয়েছেন তিনি। এছাড়া বিসিবিকেও জানিয়েছেন যে, তিনি এই ঘটনার সঙ্গে জড়িত নন।
এবার তাসকিন ভক্ত-সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় এ ঘটনাকে গুজব বলে দাবি করেছেন। একইসঙ্গে কাউকে গুজবে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছেন এই তারকা পেসার।
আরও পড়ুন:
» বন্ধুর অভিযোগ নিয়ে মুখ খুললেন তাসকিন, যা বলছে বিসিবি
» পাকিস্তানের বিপক্ষে খেলার পক্ষে সৌরভ
সোমবার (২৮ জুলাই) বিকেলে তাসকিন নিজের অফিশিয়াল ফেসবুক পেজে লিখেছেন, ‘সবাইকে অনুরোধ, গুজবে বিভ্রান্ত হবেন না। আমি আমার ছোটবেলার বন্ধুর গায়ে হাত তুলেছি এমন একটা ঘটনায় অনেক কিছুই ঘটে যাচ্ছে। আমার মনে হয় এমন গুজববে কান দিয়ে বিভ্রান্ত হবেন না এবং অন্য কেও বিভ্রান্ত করবেন না।’

তাসকিনের ফেসবুক পোস্ট। ছবি- ছবি- সংগৃহীত
তিনি আরও বলেন, ‘এটা আমার, আমার পরিবার ও আমার বন্ধুর জন্য সম্মানজনক না। যা ঘটেছে সেজন্য, বন্ধু ও আমার মধ্যে কথা হয়েছে। এটা যে পর্যায়ে গেছে কোন ভাবে এমনটা হওয়ার কথা নয় । শুধু একটা কথাই বলতে চাই বিষয়টা অন্য, বাস্তবতা ভিন্ন। (মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত)। আশা করি সত্য এর সাথেই থাকবেন সত্য কখনো মিথ্যা হয় না।’
এ ঘটনায় নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও। বিষয়টি পর্যবেক্ষণ করছে বোর্ড এবং ঘটনা কতটা সত্য, নাকি মিথ্যা সেটা বুঝে ব্যবস্থা নেবে বোর্ড।
প্রসঙ্গত, গতকাল রাতে মিরপুর মডেল থানায় তাসকিনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন তার বাল্যবন্ধু সিফাতুর রহমান সৌরভ। অভিযোগে বলা হয়, সৌরভকে ফোনে ডেকে নিয়ে যান তাসকিন। পরে কথা কাটাকাটির এক পর্যায়ে তাঁকে কিল-ঘুষি মেরে জখম করেন ও হুমকি দেন। তবে এবার তাসকিন বলছেন এই ঘটনা মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। তবে ঘটনার পুরোপুরি তদন্তের পর সত্যতা জানা যাবে।
ক্রিফোস্পোর্টস/২৮জুলাই২৫/বিটি
