
আইসিসি থেকে দুঃসংবাদ পেলেন লিটন-সৌম্যসহ বাংলাদেশের একাধিক ক্রিকেটার। সদ্য প্রকাশিত আইসিসির ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে একাধিক ব্যাটারের। তবে বোলারদের র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন তাসকিন-মুস্তাফিজরা।
আজ বুধবার (২৭ আগস্ট) হালনাগাদ র্যাঙ্কিং প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে ওয়ানডে ব্যাটারদের তালিকায় অবনতি হয়েছে লিটন দাস, সৌম্য সরকার, মেহেদি হাসান মিরাজ ও তানজিদ হাসান তামিমের।
এই তালিকায় প্রত্যেকেই পিছিয়েছেন দুই ধাপ করে। দুই ধাপ পিছিয়ে ৭২ নম্বরে নেমে গেছেন মিরাজ। লিটন অবস্থান করছেন ৭৯তম স্থানে। এ ছাড়া সৌম্য ৮৭তম স্থানে এবং সমান রেটিং নিয়ে একই অবস্থানে আছেন তানজিদ হাসান তামিম।
ব্যাটারদের তালিকায় বাংলাদেশিদের মধ্যে সেরা অবস্থানে আছেন নাজমুল হোসেন শান্ত। ৫৭২ রেটিং নিয়ে ৩১ নম্বরে অবস্থান করছেন এই ব্যাটার। তার র্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তন আসেনি। এরপরে আছে তাওহীদ হৃদয়। ৫১৯ রেটিং নিয়ে ৫১ নম্বরে অবস্থান করছেন এই মিডল অর্ডার ব্যাটার। এ ছাড়া জাকের আলী আছেন ৫৯তম স্থানে। তাদের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি।
তবে বোলারদের র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। দুই ধাপ এগিয়ে ২৪ নম্বরে উঠেছে এসেছেন এই পেসার। তার রেটিং ৫৪৭। ৫৩৯ রেটিং নিয়ে ২৯ নম্বরে আছেন মিরাজ। তার অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। একধাপ উন্নতি করেছেন মুস্তাফিজুর রহমান। তার রেটিং ৪৮৮।
তবে অবনতি হয়েছে শরিফুল ইসলামের। একধাপ পিছিয়ে ৫৪ নম্বরে নেমে গেছেন এই পেসার। এ ছাড়া নাসুম আহমেদ ৮৪ এবং তানজিম হাসান সাকিব ৯৪তম স্থানে আছেন। তাদের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি।
ক্রিফোস্পোর্টস/২৭আগস্ট২৫/বিটি
