
গত দুই সপ্তাহ ধরে অবসর সময় পার করছে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। ২৪ জুলাই পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ সমাপ্তির পর কোনো আন্তর্জাতিক ক্রিকেটে খেলেনি বাংলাদেশ। তবে মাঠের বাইরে থেকেও আইসিসি র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন বাংলাদেশের একাধিক ক্রিকেটার।
বুধবার (৬ আগস্ট) সাপ্তাহিক হালনাগাদ র্যাঙ্কিং প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে টি-টোয়েন্টি বোলারদের তালিকায় উন্নতি করেছেন তাসকিন আহমেদ ও রিশাদ হোসেন। এছাড়া টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন মেহেদি হাসান মিরাজ।
টি-টোয়েন্টি বোলারদের তালিকায় একধাপ এগিয়ে ১৯ নম্বরে উঠে এসেছেন রিশাদ হোসেন। এই লেগস্পিনারের রেটিং পয়েন্ট ৬১১। তবে শীর্ষ বিশ এর মধ্যে থাকা বাংলাদেশের আরো দুই বোলার মুস্তাফিজুর রহমান ও শেখ মেহেদি। ৬৪৬ রেটিং পয়েন্ট নিয়ে ১২ নম্বরে অবস্থান করছেন কাটার মাস্টার এবং ১৭ নম্বরে থাকা মেহেদির রেটিং পয়েন্ট ৬২৩।
রিশাদের মতোই একধাপ এগিয়ে ২৭ নম্বরে উঠে এসেছেন তাসকিন। তার রেটিং পয়েন্ট ৫৭২। তবে তাসকিন-রিশাদরা এগোলেও, পিছিয়েছেন একাধিক বোলার। পেসার তানজিম হাসান সাকিব ২ ধাপ পিছিয়ে ৪০ নম্বরে অবস্থান করছেন। এছাড়া সমান ৩ ধাপ করে পিছিয়ে পেসার হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম যথাক্রমে ৪৩ ও ৪৬ নম্বরে অবস্থান করছেন।
টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায়ও অবনতি হয়েছে বাংলাদেশের ব্যাটারদের। ২ ধাপ করে পিছিয়েছেন তাওহিদ হৃদয়, তানজিদ হাসান তামিম ও লিটন দাস। হৃদয় তালিকার ৪১ নম্বরে, তানজিদ ৪৫ নম্বরে এবং লিটন ৪৮ নম্বরে অবস্থান করছেন। এছাড়া একধাপ করে পিছিয়ে জাকের আলি ও পারভেজ হোসেন ইমন যথাক্রমে ৬০ ও ৬৮ নম্বরে অবস্থান করছেন।
এদিকে টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে একধাপ এগিয়ে ২৫ নম্বরে উঠে এসেছেন মেহেদি হাসান মিরাজ। বর্তমানে তার রেটিং পয়েন্ট ৬১০। এছাড়া আর উন্নতি করেননি কেউ। বাংলাদেশিদের মধ্যে সেরা অবস্থানে থাকা তাইজুল ইসলাম ৬৭১ রেটিং পয়েন্ট নিয়ে আগের মতোই ১৬ নম্বরে আছেন। এছাড়া নাঈম হাসান র্যাঙ্কিংয়ে ৪৩ নম্বরে, তাসকিন ৫৩ নম্বরে এবং হাসান মাহমদুল ৫৪ নম্বরে অবস্থান করছেন।
চলতি মাসের শেষদিকে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর সেপ্টেম্বরে এশিয়া কাপ খেলতে আরব আমিরাত সফর করবে লিটনরা। তার আগে আর কোনো আন্তর্জাতিক সূচি নেই টাইগারদের।
ক্রিফোস্পোর্টস/৬আগস্ট২৫/বিটি
