Connect with us
ক্রিকেট

যে তালিকায় রাবাদা ও সিরাজদের ছাড়িয়ে সবার শীর্ষে তাসকিন

Taskin is on the top of the list beyond Rabada and Siraj
তাসকিন আহমেদ। ছবি- সংগৃহীত

গত কয়েক বছর ধরে বাংলাদেশের পেস বিভাগের অন্যতম প্রধান চালিকাশক্তি তাসকিন আহমেদ। বোলিংয়ে তার দুর্দান্ত গতি ও সুইং বুঝতে গিয়ে বড় বিপদে পড়তে হয় প্রতিপক্ষদের। দুর্দান্ত বোলিংয়ে প্রায় প্রতিটি ম্যাচেই সাফল্যের দেখা পান তিনি। একইসঙ্গে তার বোলিং ইকোনমিও বেশ সন্তোষজনক।

সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে দীর্ঘদিন পর মাঠে ফিরেছেন তাসকিন আহমেদ। ফিরতি ম্যাচেই তুলে নিয়েছিলেন ৪ উইকেট। এরপর দ্বিতীয় ম্যাচে বিশ্রামে ছিলেন এই পেসার। আজ (মঙ্গলবার) সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে আবার একাদশে ফিরেছেন তিনি। আর এ ম্যাচেই বোলিং ইকোনমি নিয়ে সামনে এসেছে এক পরিসংখ্যান, যেখানে বিশ্বের সব পেসারদের চেয়ে শীর্ষে তাসকিন।

ওয়ানডেতে ২০২৩ সালের পহেলা জানুয়ারি থেকে এখন পর্যন্ত অন্তত ১৫০ ওভার বোলিং করেছেন এমন পেসারদের মধ্যে সেরা ইকোনমি তাসকিন আহমেদের। এ সময়ে ২৭ ইনিংসে ৪৬টি উইকেট শিকার করেছেন তিনি। যেখানে তার ইকোনমি ছিল ৪ দশমিক ৮৭।

আরও পড়ুন:

» আম্পায়ার বিসমিল্লাহ জান শিনওয়ারি আর নেই

» মেন্ডিসের হাফ সেঞ্চুরিতে চাপে বাংলাদেশ 

এই তালিকায় তিনি পেছনে ফেলেছে বিশ্বের বেশ কয়েকজন তারকা পেসারদের। তালিকার দুইয়ে আছে নিউজিল্যান্ডের ম্যাট হেনরি। ২৬ ইনিংসে ৪৯টি উইকেট শিকার করেছেন এই কিউই পেসার। তার বোলিং ইকোনমি ছিল ৫.১৫। তিনে আছেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা। ১৯ ইনিংসে ৩৩ উইকেট শিকার করেছেন তিনি। এই প্রোটিয়া তারকা ইকোনমি ছিল ৫.৩২।

তালিকার চারে আছেন অস্ট্রেলিয়ার তারকা পেসার জশ হ্যাজেলউড। ২২ ইনিংসে তার শিকার ৩০ উইকেট। এই অজি তারকার বোলিং ইকোনমি ৫.৩৮। পাঁচে আছেন ভারতের পেসার মোহাম্মদ সিরাজ। ২৭ ইনিংসে ৫.৪১ ইকোনমিতে ৪৭ উইকেট শিকার করেছেন এই তারকা।

ক্রিফোস্পোর্টস/৮জুলাই২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট