Connect with us
ক্রিকেট

খেলার মতো অবস্থায় নেই তাসকিন

Taskin
ইনজুরিতে তাসকিন। ছবি: সংগৃহীত

নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ঢাকা ক্যাপিটালসের একাদশ ঘোষণার পরই প্রশ্ন উঠেছিল তাসকিন আহমেদ কোথায়? দলের প্রধান পেসারকে ছাড়াই মাঠে নামে ঢাকা, যা স্বাভাবিকভাবেই আলোচনার জন্ম দেয়। ম্যাচ শেষে সেই কৌতূহলের ব্যাখ্যা দিয়েছেন ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন। তার কথায় ইনজুরির কারণেই একাদশে রাখা হয়নি তাসকিনকে।

২০২৬ বিপিএলে ঢাকা ক্যাপিটালসের সাথে সরাসরি চুক্তিবদ্ধ হন তাসকিন আহমেদ। প্রথম দুই ম্যাচে একাদশে না থাকলেও তৃতীয় ম্যাচ থেকে নিয়মিত ছিলেন একাদশে। ঢাকার হয়ে খেলতে গিয়েই চোট পান তাসকিন। আপাতত তিনি খেলার মতো অবস্থায় নেই। সে কারণেই নোয়াখালীর বিপক্ষে একাদশে রাখা হয়নি এই ডানহাতি পেসারকে। মিঠুন জানান, চোটের অবস্থা যাচাই করতে তাসকিনকে সিলেট থেকে ঢাকায় পাঠানো হয়েছে। সেখানে তাঁর হাঁটুর স্ক্যান করানো হবে।

এদিকে সিলেট পর্ব শেষ হচ্ছে আজ। এরপর দুই দিনের বিরতি দিয়ে ১৫ জানুয়ারি শুরু হবে ঢাকা পর্ব। মিরপুরে ঢাকার প্রথম ম্যাচ ১৬ জানুয়ারি, প্রতিপক্ষ রংপুর রাইডার্স। মিঠুনের কথা অনুযায়ী, বড় কোনো জটিলতা না থাকলে ঢাকা পর্বেই তাসকিনের ফেরার সম্ভাবনা রয়েছে।



তাসকিনের অবস্থা নিয়ে মিঠুন বলেন, ‘এটা মূলত ফিজিও ভালো বলতে পারবে। তাসকিন এখন খেলার মতো অবস্থায় নেই। ওর একটু বিরতি দরকার। হাঁটুতে সমস্যা হচ্ছে, তাই স্ক্যানের জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আনঅফিসিয়ালি যতটা জানি, যদি বড় কিছু না হয়ে থাকে, তাহলে ঢাকা পর্ব থেকে ও খেলতে পারে।’

চলতি বিপিএলেও তাসকিনের পারফরম্যান্সও খুব একটা ভালো নয়। পাঁচ ম্যাচে মাত্র তিনটি উইকেট পেয়েছেন তিনি। ওভারপ্রতি রান দিয়েছেন প্রায় ৯.৮। টি–টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে এই ফর্ম ও চোট দুটোই বাংলাদেশ দল ও ফ্র্যাঞ্চাইজি ম্যানেজমেন্টের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

এখন আপাতত স্ক্যান রিপোর্টের দিকেই তাকিয়ে থাকতে হবে। ঢাকা পর্বের আগে তাসকিন কতটা ফিট হয়ে ওঠেন, সেটির ওপরই নির্ভর করছে তাঁর বিপিএলের বাকি অংশ।

এদিকে বিপিএলের পয়েন্ট টেবিলেও ঢাকার অবস্থান খুব একটা ভালো না। ৭ ম্যাচ খেলে মাত্র দুটি জয় পেয়েছেন বাকি পাঁচ ম্যাচেই হেরেছে ঢাকা। কোয়ালিফাই নিশ্চিত করার জন্য বাকি ম্যাচগুলোতে জয়ের বিকল্প নেই।

ক্রিফোস্পোর্টস/১২জানুয়ারি২৬/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট