আর মাত্র দু’দিন পর মাঠে গড়াচ্ছে আবুধাবি টি-টেন লিগের ২০২৫ আসর। টুর্নামেন্ট শুরুর আগ মুহূর্তে দল পেলেন টাইগার পেসার তাসকিন আহমেদ। আমিরাত ভিত্তিক এই টি-টেন লিগে তাকে দলে নিয়েছে নর্দার্ন ওয়ারিয়র্স। আজ (রোববার) তাসকিনকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ফ্রাঞ্চাইজিটি।
নর্দান ওয়ারির্স নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্ট দিয়ে তাসকিনকে দলে নেওয়ার কথা জানিয়েছে। ফেসবুকে তাসকিনের ছবি দিয়ে একটি ফটোকার্ড পোস্ট করে তার ক্যাপশনে লিখেছে, ‘উত্তাপ পেতে তৈরি থাকুন। ২০২৫ আবুধাবি টি-টেন লিগে নর্দার্ন ওয়ারিয়র্সে যোগ দিয়েছেন তাসকিন আহমেদ।’ পরবর্তীতে তাসকিন তার অফিশিয়াল ফেসবুক পেজে সেই পোস্টটি শেয়ার করে লিখেছেন, ‘হ্যালো নর্দার্ন ওয়ারিয়র্স।’
ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশ। তবে টেস্ট দলে নেই তাসকিন। টেস্ট সিরিজ শেষে ২৭ তারিখ থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। ওই দলে থাকার কথা রয়েছে তাসকিনের। অন্যদিকে আবুধাবি টি-টেন লিগ ১৮ তারিখ শুরু হয়ে ৩০ তারিখ পর্যন্ত চলবে। সেক্ষেত্রে তাসকিন পুরো টুর্নামেন্ট খেলার অনুমতি নাও পেতে পারেন।
টি-টেন লিগে বাংলাদেশ থেকে খেলতে যাবেন সাইফ হাসানও। তিনি পুরো টুর্নামেন্ট খেলার অনুমতি পাননি। তাকে ২৩ নভেম্বর পর্যন্ত ছাড়পত্র দিয়েছে বিসিসিবি। এই সময়ের মধ্যে ৪টি লিগ পর্বের ম্যাচে খেলার সুযোগ পাবেন সাইফ। তাসকিনের ক্ষেত্রেও একই পথ বেছে নিতে পারে বাংলাদেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
টি-টেন লিগের এবারের আসরে খেলবেন সাকিব আল হাসানও। ড্রাফফটের আগেই তাকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছিল রয়্যাল চ্যাম্পস। এই ফ্রাঞ্চাইজিটির নেতৃত্বে থাকবেন এই অলরাউন্ডার। বাংলাদেশ থেকে নাহিদ রানাও দল পেয়েছিলেন।তার খেলার কথা ছিল ভিস্তা রাইডার্সের হয়ে। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ থাকায় তাকে ছাড়পত্র দেয়নি বিসিবি।
এবারের আসরে মোট ৮টি দল অংশ নেবে। টুর্নামেন্টের ফাইনালসহ মোট ৩২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। উদ্বোধনী দিনেই খেলবে তাসকিনের দল।আগামী ১৮ নভেম্বর কোয়েটা কাভালরি-নর্দার্ন ওয়ারিয়র্স ম্যাচ দিয়ে পর্দা উঠবে ২০২৫ আবুধাবি টি-টেন লিগের।
ক্রিফোস্পোর্টস/১৬নভেম্বর২৫/বিটি