Connect with us
ক্রিকেট

আইপিএল নিলামে অবিক্রিত তাসকিন-রিশাদরা

Taskin and Rishad go unsold at the IPL auction.
তাসকিন আহমেদ ও রিশাদ হোসেন। ছবি- সংগৃহীত

শেষ হলো আইপিএলের ১৯তম আসরের মিনি নিলাম। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে নিলাম অনুষ্ঠিত হয়েছে। নিলামে বাংলাদেশিদের মধ্যে রেকর্ডমূল্যে বিক্রি হয়েছেন মুস্তাফিজুর রহমান। তবে অবিক্রিত থেকে গেছেন তাসকিন-রিশাদরা।

আইপিএলের মিনি নিলামে ৩৬৯ জন ক্রিকেটারকে নিলামে তোলা হয়। ১০ ফ্রাঞ্চাইজির ৭৭টি জায়গা পূরণের সুযোগ ছিল। মিনি নিলামে ২১৫.৪৫ কোটি রুপি খরচ করে ৭৭জন ক্রিকেটারকে দলে নিয়েছে ফ্রাঞ্চাজিগুলো। তাদের মধ্যে ২৯ জন্য বিদেশি, বাকিরা স্থানীয়।

এবারের নিলামে বাংলাদেশ থেকে নাম দিয়েছিলেন অনেকেই। তবে নিলামের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছিলেন কেবল ৭ ক্রিকেটার। সর্বোচ্চ ২ কোটি ভিত্তিমূল্যে নিলামের তালিকায় ছিলেন মুস্তাফিজ। তাকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স।



নিলামে মুস্তাফিজের পরেই ডাকা হয় তাসকিনের নাম। তার ভিত্তিমূল্য ছিল ৭৫ লাখ রুপি। কিন্তু এই গতি তারকাকে দলে ভেড়াতে আগ্রহ দেখায়নি কোনো ফ্রাঞ্চাইজি। ৭৫ লাখ রুপি ভিত্তিমূল্যে তাসকিন ছাড়াও নাম ছিল তানজিম হাসান সাকিব, নাহিদ রানা, শরিফুল ইসলাম ও রিশাদ হোসানের। তবে তাদের নাম ডাকা হয়নি।

এছাড়া ৩০ লাখের ভিত্তিমূল্যে নিলামের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছিলেন বাংলাদেশ জাতীয় দলে এখন পর্যন্ত অভিষেক না হওয়া তরুণ বোলার রাকিবুল হাসান। তার নামও ডাকা হয়নি নিলামে। ফলে মুস্তাফিজ বিক্রিত হলেও বাকি ৬ ক্রিকেটারই থেকে গেছেন অবিক্রিত।

এবারের নিলামে সবচেয়ে অবাক করা বিষয় ছিল সাকিব আল হাসানের না থাকা। মিনি নিলামে নাম দিয়েছিলেন এই তারকা অলরাউন্ডার। তবে সংক্ষিপ্ত তালিকায় ছিল না তার নাম। সবশেষ ২০২১ সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে খেলেছিলেন এই তারকা।

ক্রিফোস্পোর্টস/১৬ডিসেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট