Connect with us
ক্রিকেট

ঈদের শুভেচ্ছা জানিয়ে, আনন্দ ভাগাভাগি করলেন তাসকিন-মুস্তাফিজরা

Mustafiz, Mushfiqur Rahim and taskin Eid FEstival
ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তাসকিন-মুশফিক-মুস্তাফিজরা। ছবি- সংগৃহীত

দেশে আজ (৭ জুন) উদ্‌যাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। এবারের ঈদের ছুটিতে নিজ শহর কিংবা পরিবারের কাছে রয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা।

ক্রিকেটার মুশফিকুর রহিম অবস্থান করছেন নিজ শহর বগুড়ায়। সেখান থেকে তিনি একটি ঈদের ছবি শেয়ার করেছেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। ছবিতে তার ছেলে মায়ানকেও দেখা যায়। ছবির ক্যাপশনে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন অভিজ্ঞ এই ক্রিকেটার।

এদিকে তাসকিন আহমেদ ঈদ উদ্‌যাপন করছেন রাজধানী ঢাকাতেই। তিনি ফেসবুকে পরিবারের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন, যেখানে দেখা যায় তার বাবা, দুই কন্যা এবং বড় ছেলে তাসফিনকে। তাসকিনও ক্যাপশনে শুভেচ্ছা জানিয়েছেন ভক্ত-সমর্থকদের।


আরও পড়ুন

» ফুটবল দলের জার্সিতে ফিরছে সমর্থকদের আগ্রহ

» আমি আপনাদের সঙ্গে কখনো হাত মেলাব না : তামিম ইকবাল


ঈদ উদ্‌যাপন করতে সাতক্ষীরায় গেছেন পেসার মুস্তাফিজুর রহমান। সেখান থেকে স্ত্রীকে সঙ্গে নিয়ে একটি ছবি শেয়ার করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। ক্যাপশনে জানিয়েছেন ঈদের শুভেচ্ছা। তবে ছবিতে তার বাঁ হাতের আঙুলে দেখা গেছে ব্যান্ডেজ জাতীয় একটি উপকরণ।

Mushfiqur Rahim and taskin Eid FEstival

মুশফিক ও তাসকিনের ঈদ শুভেচ্ছা। ছবি- সংগৃহীত

এ বিষয়ে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, মুস্তাফিজের হাতে ‘স্প্লিন্ট’ দেওয়া হয়েছে। যা আঙুল সোজা রাখতে এবং ব্যথা কমাতে সহায়তা করে।

Mustafizur rahman Eid FEstival

মুস্তাফিজের ঈদ শুভেচ্ছা। ছবি- সংগৃহীত

তবে ঈদের ছুটি খুব বেশি দীর্ঘ নয় টাইগারদের জন্য। আগামী ১৩ জুন শ্রীলঙ্কা সফরে রওনা দেবে বাংলাদেশ দল। তার আগে কয়েকদিনের অনুশীলন ক্যাম্প করবে বাংলাদেশ। ৯ জুন থেকে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রস্তুতি ক্যাম্প, যেখানে প্রথম দিন থেকেই কোচিং স্টাফরা উপস্থিত থাকবেন।

ক্রিফোস্পোর্টস/০৭জুন২৫/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট