Connect with us
ফুটবল

বসুন্ধরা কিংস ছাড়ার পর ইউরোপিয়ান ক্লাবের নজরে তারিক

Bangladeshi defender Tariq Kazi
তারিক কাজী। ছবি- তারিক কাজী

কিছুদিন আগেই বসুন্ধরা কিংসের সঙ্গে দীর্ঘ পাঁচ বছরের সম্পর্ক ছিন্ন করেছিলেন বাংলাদেশ জাতীয় দলের তারকা ডিফেন্ডার তারিক কাজী। ক্লাবহীন এই ফুটবলারের পরবর্তী গন্তব্য কোথায় হবে, তাই নিয়ে ছিল নানা প্রশ্ন। এবার তারিকের প্রতি এক ইউরোপিয়ান ক্লাবের আগ্রহের বিষয় নিশ্চিত করেছে ট্রান্সফার মার্কেট।

রোমানিয়ান ক্লাব ডিনামো বুখারেস্টের নজর পড়েছে ফিনল্যান্ডে বেড়ে ওঠা এই বাংলাদেশি ডিফেন্ডারের দিকে। আসন্ন জানুয়ারির শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে তাকে দলে ভেড়াতে চায় ইউরোপের ক্লাবটি। এক প্রতিবেদনে এমন খবরই জানিয়েছে দলবদল বিষয়ক সংবাদমাধ্যম ট্রান্সফার মার্কেট।

এছাড়া ক্রীড়াভিত্তিক জনপ্রিয় সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোও ডিনামো বুখারেস্টের আগ্রহের বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে এরই মধ্যে তারিক কাজীর সঙ্গে যোগাযোগ করেছে ক্লাবটি। এদিকে বাংলাদেশে আসার আগে ফিনল্যান্ডের বয়স ভিত্তিক দলে খেলার অভিজ্ঞতা রয়েছে এই তারকা ডিফেন্ডারের।



এর আগে বাংলাদেশে পাড়ি জমানোর পর দীর্ঘ পাঁচ মৌসুম বসুন্ধরা কিংসে খেলেছেন তারিক। ক্লাবের সঙ্গে ভালো থাকলেও গত এক বছর পারিশ্রমিক পাওয়া নিয়ে টালবাহানার কারণেই কিংসের সঙ্গে চুক্তি বাতিল করেন তিনি। এ প্রসঙ্গে সামাজিক মাধ্যমে বিবৃতি দিয়ে তারিক লিখেন, ‘আমি বকেয়া বেতন পরিশোধ না হওয়ার কারণে আইনগতভাবে কিংসের সঙ্গে আমার চুক্তি বাতিল করেছি।’

তিনি আরও জানান, ‘এক বছরের বেশি সময় ধরে অনিয়মিত ও বিলম্বিত বেতন পরিশোধের মধ্য দিয়ে গিয়েছি। অনিশ্চয়তার এমন এক সময়, যা আমাকে শুধু পেশাদার হিসাবেই নয়, একজন মানুষ হিসাবেও পরীক্ষা নিয়েছে। এটি শুধু আর্থিক কষ্ট ছিল না, এটি ছিল একটি মানসিক চাপ, যা প্রকৃত পেশাদাররা নিঃশব্দে বহন করে।’

বাংলাদেশের ফুটবলে জামাল ভূঁইয়ার হাত ধরে বিদেশি লেগে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলাররা দেশে ফিরতে থাকেন। জামালের পরে দেশে আসা সবথেকে আলো ছড়ানো ফুটবলার হিসেবে এখনো বাংলাদেশের জাতীয় দলের রক্ষণভাগে টিকে আছেন ভরসার নাম হিসেবে। এবার তিনি হামজা-শমিত-ফাহমেদুলদের মতো যোগ দিতে পারেন বিদেশি লিগেও।

ক্রিফোস্পোর্টস/২০নভেম্বর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল