Connect with us
ক্রিকেট

বাংলাদেশের হয়ে দ্রুততম ১ হাজার রানের কীর্তি গড়লেন তানজিদ

Tanzid set the record for the fastest 1,000 runs for Bangladesh.
জাতীয় দলের হয়ে দ্রুততম ১ হাজার রানের কীর্তি গড়লেন তানজিদ তামিম। ছবি- গেটি

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে দ্রুততম ১ হাজার রানের কীর্তি গড়লেন তানজিদ তামিম। শুক্রবার (৩১ অক্টোবর) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে এই মাইলফলক স্পর্শ করেন এই মারকুটে ওপেনার।

এই ম্যাচে মাঠে নামার আগে তানজিদের রান ছিল ৯৬৭। চট্টগ্রামে আগে ব্যাট করতে নেমে ইনিংসের দশম ওভারে খ্যারি পিয়েরের করা চতুর্থ বলে চার মেরে এক হাজার রানের মাইলফলকে পৌঁছান তিনি। এই মাইলফলকে পৌঁছাতে ৪২ ইনিংস লেগেছে তানজিদের, যা বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে কম।

এতদিন দ্রুততম এক হাজার রানের রেকর্ডটি তাওহীদ হৃদয়ের দখলে ছিল। ৪৫ ইনিংস খেলে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেছিলেন এই মিডলঅর্ডার ব্যাটার। তার চেয়ে ৩ ইনিংস কম খেলেই এই মাইলফলক স্পর্শ করলেন তানজিদ।



বাংলাদেশের নবম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক হাজারি ক্লাবে প্রবেশ করেছেন তানজিদ। এর আগে হৃদয় ছাড়াও এই কীর্তি গড়েছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সৌম্য সরকার ও আফিফ হোসেন।

এদিন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা দ্বিতীয় ফিফটি তুলে নেন তানজিদ। তবে ফিফটি করেই থামেননি এই ওপেনার। দারুণ ব্যাটিংয়ে ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি সেঞ্চুরির পথেই ছিলেন তিনি। তবে সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত সেঞ্চুরি করতে পারেননি এই ওপেনার। ৮৯ রান করে আউট হয়ে যান তিনি। ৬২ বলে ৯ চার আর ৪ ছক্কায় ইনিংসটি সাজান এই ব্যাটার।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তানজিদের ক্যারিয়ারসেরা ইনিংস এটাই৷ এর আগে এক ইনিংসে তার সর্বোচ্চ রান ছিল ৭৩। চলতি বছরের জুলাইয়ে কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে ইনিংসটি খেলেন তিনি। এবার আগের রেকর্ড ভেঙে ঘরের মাটিতে খেললেন ক্যারিয়ারসেরা ইনিংস।

ক্রিফোস্পোর্টস/৩১অক্টোবর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট