 
																												
														
														
													ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টিতে প্রথম দুই ম্যাচ হেরে আগেই সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ। আজ (শুক্রবার) হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে তৃতীয় ম্যাচ খেলতে নেমে বড় পুঁজি গড়তে ব্যর্থ হয়েছে টাইগাররা। চট্টগ্রামে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৫০ রান সংগ্রহ করেছে লাল-সবুজের দল।
বাংলাদেশের হয়ে আজও দুর্দান্ত ব্যাটিং করেছেন তানজিদ হাসান তামিম। তবে সেঞ্চুরির আক্ষেপ রয়ে গেছে এই ওপেনারের। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ৮৯ রানে আউট হয়েছেন এই ব্যাটার। ৬২ বলে ৯ চার আর ৪ ছক্কায় ইনিংসটি সাজান তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটাই তার ক্যারিয়ারসেরা ইনিংস।
সবশেষ ম্যাচের একাদশ থেকে আজ দলে চার পরিবর্তন নিয়ে খেলতে নেমেছে বাংলাদেশ। ওপেনিংয়ে সুযোগ পান পারভেজ হোসেন ইমন। তবে সুযোগ কাজে লাগাতে পারেননি এই ওপেনার। ১০ বলে ৯ রান করে ফিরে যান তিনি। ব্যর্থ হয়েছেন লিটন দাসও। তিনে নেমে ৯ বলে ৬ রান করে ফিরে যান টাইগার দলপতি।
আগের দুই ম্যাচে ওপেনিংয়ে খেলা সাইফ হাসান আজ চারে ব্যাট করতে নামেন। তবে ব্যাট হাতে রাঙাতে পারেননি এই ইনফর্ম ব্যাটার। ২২ বলে ২ ছক্কায় ২৩ রান করে ফেরেন তিনি। এর বাইরে বাকিরা দুই অঙ্কের ঘরও ছুঁতে পারেননি। রিশাদ আজ পাঁচে নেমে ৩ রান করে ফেরেন। এক ম্যাচ পর ফের দলে ফেরা নুরুল হাসান সোহানের ব্যাটে আসে ১ রান। এছাড়া জাকের আলী ৫, নাসুম আহমেদ ১ এবং শেষদিকে তাসকিন ৪ বলে ৯ রান করেন।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে বল হাতে হ্যাটট্রিক করেছেন রোমারিও শেফার্ড। নিজের তৃতীয় ওভারের শেষ বলে নুরুল এবং পরের ওভারের প্রথম দুই বলে তানজিদ ও শরিফুলকে ফিরিয়ে হ্যাটট্রিক তুলে নেন এই পেসার। এছাড়া জেসন হোল্ডার ও খ্যারি পিয়ের ২টি করে এবং রস্টোন চেজ ও আকিল হোসেন একটি করে উইকেট নেন।
ক্রিফোস্পোর্টস/৩১অক্টোবর২৫/বিটি
 
												
																					 
   
										 
									         
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																							 
																							 
																							 
																							 
																							 
			 
									 
									 
									 
									 
									 
																	 
									 
																	 
									 
																	 
									 
																	