
বড় কোনো আসরে খেলতে গেলেই যেন বাংলাদেশকে মেলাতে হয় নানা সমীকরণ, তাকিয়ে থাকতে হয় অন্য দলের জয়–পরাজয়ের দিকে। এবারের এশিয়া কাপেও তার ব্যতিক্রম হলো না। বাংলাদেশের সুপার ফোর নির্ভর করছে শ্রীলঙ্কা–আফগানিস্তান ম্যাচের ফলাফলের ওপর। আফগানিস্তানের বিপক্ষে জয়ের পর তানজিদ তামিমকে এমন প্রশ্নই করা হয়েছিল।
১৬ সেপ্টেম্বর আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে বিধ্বংসী ইনিংস খেলা তানজিদ তামিমকে জিজ্ঞেস করা হয়—বড় আসর মানেই কেন বাংলাদেশকে এমন সমীকরণের মুখোমুখি দাঁড়াতে হয়?
উত্তরে তানজিদ বলেন, ‘আমরা কখনো এভাবে দেখি না। প্রতিটা ম্যাচই খুব গুরুত্বপূর্ণ। আগের ম্যাচটা হেরে গিয়েছি, ওই ম্যাচ নিয়ে কিছু বলার নাই। কারণ, আমরা খুব বাজেভাবে হেরেছি। তবে মাঠে নামলেই আমরা ১০০ ভাগ দেওয়ার চেষ্টা করি।’
সুপার ফোরে যেতে হলে বাংলাদেশকে মেলাতে হবে একটি কঠিন সমীকরণ। আগামী বৃহস্পতিবার শ্রীলঙ্কা–আফগানিস্তান ম্যাচে শ্রীলঙ্কা জিতলে সহজেই সুপার ফোরে যাবে বাংলাদেশ। তবে আফগানরা জিতলে থাকতে হবে বড় ব্যবধান।
বাংলাদেশ হংকংয়ের বিপক্ষে জয়ের মাধ্যমে সফর শুরু করলেও জয়টা আশানুরূপ হয়নি। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে সুপার ফোরে যাওয়ার সমীকরণ কঠিন হয়ে যায়। যদিও আফগানিস্তানের বিপক্ষে জয় পেয়ে আশা টিকিয়ে রেখেছে লাল-সবুজরা, তবুও এখন সব নির্ভর করছে অন্য দলের ম্যাচের ওপর।
হংকংয়ের বিপক্ষে বড় ব্যবধানে জয় তুলে নিতে না পারা যেন টাইগারদের আক্ষেপ হয়ে আছে। এ বিষয়ে প্রশ্ন করা হলে তানজিদ বলেন, ‘এটা নিয়ে আফসোস করতে চাই না। যেটা অতীত, সেটা হয়ে গেছে। এখন আমাদের সামনে যে সমীকরণটা আছে, সেটার দিকেই তাকিয়ে থাকব।
ক্রিফোস্পোর্টস/১৭সেপ্টেম্বর২৫/এনজি
