
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে আজ মাঠে নেমেছে বাংলাদেশ। পাল্লেকেলেতে টস জিতে আগে ব্যাট করতে নেমে টাইগারদের বড় লক্ষ্য দিয়েছে স্বাগতিকরা। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮৫ রান তুলেছে লঙ্কানরা।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়েছে বাংলাদেশ। দলীয় ২০ রানেই ২ উইকেট হারিয়েছে তারা। পরপর দুই ওভারে ফিরে গেছেন তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত।
এদিন রানতাড়ায় নেমে দারুণ শুরুর আভাস দিয়েছিলেন তানজিদ। তবে ইনিংস বড় করার আগেই আসিথা ফার্নান্দোর বলে বোল্ড হয়ে ফিরে গেছেন তানজিদ। ১৩ বলে ৩ চারের মারে ১৭ রান করে ফিরেছেন তিনি।
আরও পড়ুন:
» জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশের যুবারা
» অলিখিত ফাইনালে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল শ্রীলঙ্কা
তানজিদ ফেরার পর মাঠে আসেন নাজমুল হোসেন শান্ত। তবে আরেক ওপেনার পারভেজ হোসেনকে সঙ্গ দিতে ব্যর্থ হন দলটির সাবেক অধিনায়ক। দুশমন্ত চামিরার বলে বোল্ড হয়ে ফেরেন তিনি। তবে ৩ বল খেলেও রানের খাতা খুলতে ব্যর্থ হন এই বাঁহাতি ব্যাটার।
বর্তমানে মাঠে উপস্থিত আছেন পারভেজ হোসেন ইমন ও তাওহীদ হৃদয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৫৫ রান। পারভেজ ৩৩ বলে ২৬ এবং হৃদয় ১১ বলে ৭ রানে খেলছেন। এখনও জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৪০ ওভার বা ২৪০ বলে ২৩১ রান।
এর আগে ব্যাটিংয়ে নেমে কুশল মেন্ডিসের সেঞ্চুরিতে ভর করে ২৮৫ রানের পুঁজি পায় শ্রীলঙ্কা। ১১৪ বলে ১৮ চারের মারে ১২৪ রান করেন কুশল। দ্বিতীয় সর্বোচ্চ ৫৮ রান করেন অধিনায়ক চারিথ আসালাঙ্কা। এছাড়া পাথুম নিশাঙ্কা ৩৫, কামিন্দু মেন্ডিস ১৬ এবং ওয়ানিন্দু হাসারাঙ্গা ১৮ রান করেন।
বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট শিকার করেন তাসকিন আহমেদ ও মেহেদি হাসান মিরাজ। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম ও শামীম হোসেন।
ক্রিফোস্পোর্টস/৮জুলাই২৫/বিটি
