Connect with us
ক্রিকেট

র‍্যাঙ্কিংয়ে বড় লাফ তানজিদের, এগিয়েছেন মেহেদী ও সাকিবও

তানজিদ হাসান
তানজিদ হাসান তামিম। ছবি: সংগৃহীত

সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ দুই টি-টোয়েন্টিতে ফিফটি করে আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন ওপেনার তানজিদ হাসান। র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন শেখ মেহেদী ও তানজিম সাকিব।

আজ (বুধবার) আইসিসি কর্তৃক প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে টি-টোয়েন্টি ব্যাটারদের মধ্যে ২০ ধাপ এগিয়েছেন তানজিদ। এসেছেন ক্যারিয়ার সেরা ১৭তম স্থানে। র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে তিনিই এখন সবার ওপরে।

বোলারদের তালিকায় ৬ ধাপ এগিয়ে যৌথভাবে ১৭তম স্থানে আছেন শেখ মেহেদি। ৩ ধাপ এগিয়ে ৩৪তম স্থানে তানজিম সাকিব।



চট্টগ্রামে ক্যারিবিয়ানদের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪৮ বলে ৬১ রান করেন তানজিদ। শেষ ম্যাচে ৬২ বলে ক্যারিয়ার সেরা ৮৯ রানের ইনিংস খেলেন এই ওপেনার।

ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে পরিবর্তন হয়নি শীর্ষস্থানের। সবার ওপরে রয়েছেন ভারতীয় ওপেনার আভিষেক শর্মা। পরিবর্তন হয়নি বোলারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানেও। সবার উপরে রয়ে গেছেন ভারতীয় স্পিনার ভারুন চক্রবর্তী।

বাংলাদেশের বোলারদের মধ্যে র‍্যাঙ্কিংয়ে সবার উপরে রয়েছেন মুস্তাফিজুর রহমান, এক ধাপ পিছিয়ে গিয়ে তার অবস্থান ১২।

টি-টোয়েন্টি অলরাউন্ডারদের মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছেন সাইম আইয়ুব। ৩ ধাপ এগিয়ে দুইয়ে উঠে এসেছেন জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা।

ক্রিফোস্পোর্টস/৫নভেম্বর২৫/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট