
ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। সিলেটে প্রথম দুই ম্যাচে ডাচদের হারিয়ে সিরিজ জিতে নিয়েছে টাইগারররা। আজ তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। এরই মাঝে সুখবর পেলেন বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান তামিম। আইসিসি র্যাঙ্কিংয়ে টি–টোয়েন্টি ব্যাটারদের তালিকায় বড় উন্নতির মুখ দেখেছেন এই তরুণ ব্যাটার।
আজ বুধবার (৩ সেপ্টেম্বর) হালনাগাদ র্যাঙ্কিং প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় ৮ ধাপ এগিয়ে ৫৬২ রেটিং নিয়ে ৩৬ নম্বরে উঠে এসেছেন এই মারকুটে ওপেনার। বাংলাদেশিদের মধ্যে সেরা অবস্থানে আছেন তিনিই।
একধাপ উন্নতি করেছেন অধিনায়ক লিটন কুমার দাস। ৫৩৯ রেটিং নিয়ে ৪৭ নম্বরে অবস্থান করছেন এই ডানহাতি ব্যাটার। তবে পিছিয়েছেন তাওহিদ হৃদয়, জাকের আলি ও নাজমুল হোসেন শান্ত। হৃদয় ৬ ধাপ পিছিয়ে ৪৮ নম্বরে, জাকের ৪ ধাপ পিছিয়ে ৬৩ নম্বরে এবং শান্ত ৪ ধাপ পিছিয়ে ৭৮ নম্বরে অবস্থান করছেন।
টি–টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে উন্নতি করতে পারেননি বাংলাদেশের কেউই। তবে পিছিয়েছেন অনেকে। একধাপ পিছিয়ে ২১ নম্বরে রিশাদ হোসেন, ৬ ধাপ পিছিয়ে ৪৯ নম্বরে হাসান মাহমুদ, ৩ ধাপ পিছিয়ে ৫০ নম্বরে অবস্থান করছেন শরিফুল ইসলাম। এ ছাড়া মুস্তাফিজুর রহমান (১২), শেখ মেহেদি (১৭), তাসকিন আহমেদ (২৫), তানজিম হাসান সাকিবের (৩৯) অবস্থানে কোনো পরিবর্তন আসেনি।
তবে বোলারদের র্যাঙ্কিংয়ে বড় উন্নতি করেছেন আফগানরা। আফগান স্পিনার নুর আহমেদ লম্বা লাফ দিয়েছেন। ৪৯ ধাপ এগিয়ে ৭৩ নম্বরে উঠে এসেছেন এই তরুণ সেনসেশন। বড় উন্নতি করেছেন মোহাম্মদ নবিও। ২৬ ধাপ এগিয়ে ৫৪ নম্বরে উঠে এসেছেন এই তারকা।TI
এ ছাড়া পাকিস্তানের পেসার সুফিয়ান মুকিম ১১ ধাপ এগিয়ে ২২ নম্বরে, শাহীন আফ্রিদি ৮ ধাপ এগিয়ে ২৬ নম্বরে এবং মোহাম্মদ নাওয়াজ ১৫ ধাপ এগিয়ে ৪৩ নম্বরে অবস্থান করছেন।
ক্রিফোস্পোর্টস/৩সেপ্টেম্বর২৫/বিটি
