এক অনন্য মাইলফলকের সামনে দাড়িয়ে মুশফিকুর রহিম। মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে মাঠে নামলেই বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে তিনি ছুঁয়ে ফেলবেন ১০০ টেস্টের ক্লাব। এই অর্জনের আগে সাবেক সতীর্থ তামিম ইকবাল জানালেন নিজের আবেগঘন কথা।
আজ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তামিম লিখেছেন, মুশফিকই সবচেয়ে বেশি প্রাপ্য এই মাইলফলকের। বয়সভিত্তিক ক্রিকেট থেকে শুরু করে জাতীয় দলে দীর্ঘদিন একসঙ্গে খেলার অভিজ্ঞতা টেনে এনে তিনি জানান, কাছ থেকে দেখেছেন মুশফিকের পরিশ্রম, মানসিকতা আর লড়াই। তামিম মনে করেন, বাংলাদেশের হয়ে ১০০ টেস্ট খেলার যোগ্যতা প্রথমে যদি কারও থাকে, সেটা মুশফিকেরই।
তামিম আরও জানান, অনেক কথা পরে বলা যাবে অন্য কোনো সময়ে, কিন্তু এখন শুধু একটি কথা বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলার সম্মানটা মুশফিকেরই প্রাপ্য। তিনি আশা করেন, ভবিষ্যতে আরও অনেকে এই তালিকায় নাম তুলবে, কিন্তু যে শুরুটা মুশফিক করছে, সেটা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে আলাদা করে লেখা থাকবে।
এদিকে মুশফিক–তামিম জুটি বাংলাদেশের ক্রিকেটে পরিসংখ্যানেও শীর্ষে। তিন সংস্করণ মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান দুইজনেরই। দীর্ঘ ক্যারিয়ারে ৫৩১ ইনিংসে ১৫ হাজারের বেশি রান করে মুশফিক আছেন এক নম্বরে, কাছাকাছি তামিমও। টেস্টে-ওয়ানডেতেও দুজনের আধিপত্য রয়েছে সমানে সমান।
গেল মার্চে মুশফিক ওয়ানডে থেকে অবসর নেওয়ার সময়ও তামিম এক ভিডিও বার্তায় আশা করেছিলেন, মুশফিক যেন ১০০ টেস্ট খেলতে পারেন। আজ সেই স্বপ্ন বাস্তবের খুব কাছে দাঁড়িয়ে।
এদিকে মুশফিকের ১০০ টেস্ট খেলাকে কেন্দ্র করে শুভেচ্ছা জানাতে ভুলেননি বাংলাদেশ দলের সাবেক অ্যানালিস্ট শ্রীনিবাস চন্দ্রশেখরনও। নিজের ফেসবুকে তিনি লিখেছেন, ১০০ টেস্ট এক অবিশ্বাস্য মাইলফলক, আর দেশের প্রথম ক্রিকেটার হিসেবে এই অর্জন মুশফিককে আরও বিশেষ করে তুলেছে। কঠোর পরিশ্রম, শৃঙ্খলা আর ধারাবাহিকতায় মুশফিক যে অনুপ্রেরণা হয়ে আছেন, সেটিই তুলে ধরেছেন তিনি।
মিরপুরে আগামীকাল আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামলেই শততম টেস্ট খেলা ক্রিকেটারদের ক্লাবে নাম লেখাবেন মুশফিকুর রহিম। বাংলাদেশ সময় সকাল ৯.৩০ টায় দ্বিতীয় টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে।
ক্রিফোস্পোর্টস/১৮নভেম্বর২৫/টিএ