Connect with us
ক্রিকেট

তামিমের সেঞ্চুরিতে আফগানদের হারিয়ে সিরিজ ড্র করল বাংলাদেশ

Tamim’s century helps Bangladesh beat Afghanistan and draw the series.
তামিমের সেঞ্চুরিতে শেষ ওয়ানডেতে আফগানিস্তানকে হারিয়েছে বাংলাদেশ। ছবি- বিসিবি

অবশেষে ব্যাট হাতে জ্বলে উঠলেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম। আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের সিরিজ বাঁচানোর গুরুত্বপূর্ণ ম্যাচে সেঞ্চুরি করে দলকে জেতালেন এই অলরাউন্ডার। সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে থাকার পর সমতায় ফিরল স্বাগতিকরা।

আজ (রোববার) সিরিজের পঞ্চম ওয়ানডেতে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে ২ উইকেটে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তাতে পাঁচ ম্যাচের সিরিজ ২-২ সমতায় শেষ করল স্বাগতিকরা। বাকি একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে।

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০৮ রান সংগ্রহ করে আফগানিস্তান। জবাবে ব্যাট করতে নেমে ৪৫.৫ ওভারে ৮ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।



এদিন রানতাড়ায় নেমে পাওয়ার প্লেতেই দুটি উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ২০ রানে শাহরিয়ার আহমেদ (৩) এবং ৪১ রানের মাথায় কালাম সিদ্দিকি আলিন (১৫) ফিরে যান। এরপর রিজান হোসেন ২৭ রান করে বিদায় নেন। পাঁচে নেমে আব্দুল্লাহও সুবিধা করতে পারেননি। ১ রান করে বিদায় নেন এই ব্যাটার।

একপ্রান্তে বাংলাদেশ উইকেট হারাতে থাকলেও অপরপ্রান্ত আগলে খেলতে থাকেন আজিজুল। ছয়ে নেমে ফরিদ হোসেন ফয়সাল ২৩ রান যোগ করে বিদায় নেন। এরপর একে একে দেবাশীষ সরকার (৭) ও সামিউন বসির রাতুলও (১) বিদায় নেন। তাতে ১৬১ রানেই ৭ উইকেট হারায় বাংলাদেশ।

এরপর শাহরিয়ার আল আমিনকে নিয়ে অষ্টম উইকেটে ৩৫ বলে ৪৬ রান যোগ করে দলকে জয়ের কাছে নিয়ে যান আজিজুল। একইসঙ্গে সেঞ্চুরিও পেয়ে যান এই ওপেনার। দলের জয়ের জন্য যখন ২ রান দরকার, তখন আউট হয়ে যান আজিজুল। সাজঘরে ফেরার আগে ১১৮ বলে ৭ চার ও ৩ ছক্কায় ১০০ রানের জয়সূচক ইনিংস খেলেন যুব দলের এই অধিনায়ক।

এরপর আল আমিন ও স্বাধীন মিলে জয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। আল আমিন ২১ বলে ১৭ রান করে অপরাজিত ছিলেন। আফগানিস্তানের হয়ে ওয়াহিদউল্লাহ জাদরান ৪টি এবং আহমদজাই ও নিয়াজাই ২টি করে উইকেট নেন।

এর আগে আফগানিস্তানের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৬৮ রানের ইনিংস খেলেন ওসমান সাদাত। এছাড়া অধিনায়ক মাহবুব খান ৪০ এবং নিয়াজাই ৩২ রান করেন। বাংলাদেশের হয়ে রাতুল ২টি এবং রাজিন, আল আমিন ও শাহরিয়ার আহমেদ একটি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর :

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ : ২০৮/৮ (৫০ ওভার)

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ : ২১১/৮ (৪৫.৫ ওভার)

ফলাফল : বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ২ উইকেটে জয়ী

ক্রিফোস্পোর্টস/৯নভেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট