Connect with us
ক্রিকেট

বিসিবি পরিচালক হতে পারলে খেলা ছেড়ে দিতে চান তামিম

তামিম ইকবাল। ছবি- সংগৃহীত

বেশ লম্বা সময় যাবত আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে রয়েছেন তামিম ইকবাল খান। জাতীয় দলে না থাকলেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিতই খেলা চালিয়ে যাচ্ছেন তিনি। তবে সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক পর্ষদে নির্বাচনের ঘোষণা দিয়েছেন সাবেক এই টাইগার ক্রিকেটার। এবার তিনি জানালেন পরিচালক হতে পারলে ছেড়ে দেবেন সকল পর্যায়ের খেলা।

সম্প্রতি দেশের প্রথমসারির এক প্রত্রিকার সঙ্গে আলাপকালে ক্রিকেটের উন্নতিতে কাজ করার পুরোনো ইচ্ছাপ্রকাশ করেন তামিম। তবে ক্রিকেট বোর্ডে আসতে পারলে নিজের ক্রিকেট খেলা ছেড়ে দেওয়ার বিষয়ে জানিয়েছেন তিনি। যদিও গঠনতন্ত্রে তেমন স্পষ্ট উল্লেখ করা নেই কোন বোর্ড পরিচালক ঘরোয়া ক্রিকেট খেলতে পারবেন কিনা।

পরিচালক হওয়ার পর খেলার বিষয়ে তামিম বলেন, ‘যদি বোর্ড পরিচালক হয়ে যাই, যদিও এখানে কোনো কিছু এরকম উল্লেখ নেই যে আমি (পারব কিনা)। তবে আমার মনে হয় না আর খেলব। এটা ভালো দেখায় না। আমি বোর্ড নির্বাচন করব ইনশাআল্লাহ্‌। আর যদি আমি বোর্ড পরিচালক হতে পারি, আমার কাছে মনে হয় না যে আমার খেলা উচিত হবে। যদি আমি নির্বাচিত হই, তাহলে ক্রিকেটের ইতি টানতে হবে।’



তবে বিসিবিতে না এলে ঘরোয়া ক্রিকেট খেলে যাওয়ার পরিকল্পনা ছিল বলেও জানান তামিম, ‘নির্বাচন যদি না করতাম হয়তোবা বিপিএল খেলার চেষ্টা করতাম। সেভাবে তৈরি হচ্ছিলাম আমি। এরপর সুযোগ আসলো যখন আমি দেখলাম… অনেকের চেয়ে আপনি (প্রথম আলোর সাংবাদিক উৎপল শুভ্র) ভালো বলতে পারবেন, যে এটা আমার নতুন শখ না। বাংলাদেশ ক্রিকেটকে ভালো করার বা ক্রিকেটের জন্য আমি কীভাবে চিন্তা করি, এটা এরকম না যে ধরেন ক্রিকেট ছেড়ে দেওয়ার পর থেকে এই শখটা আমার আসছে।’

উল্লেখ্য, ইতোমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পর্ষদে নির্বাচনের ঘোষণা দিয়েছেন তামিম। আগামী ৪ অক্টোবর বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে ২০ সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এর মধ্য দিয়েই কার্যক্রম শুরু হবে বিসিবি নির্বাচনের।

ক্রিফোস্পোর্টস/১৮সেপ্টেম্বর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট