Connect with us
ক্রিকেট

তামিম জানালেন, সাকিবের বিপদে অবশ্যই এগিয়ে যাবো

জাতীয় দল থেকে দূরে আছেন সাকিব-তামিম দুজনই। ছবি- সংগৃহীত

বন্ধু তুমি-শত্রু তুমি। এই কথার উৎকৃষ্ট উদাহরণ বাংলাদেশের ক্রিকেটের বড় দুই তারকা তামিম ইকবাল ও সাকিব আল হাসান। দীর্ঘদিন ধরে টাইগার ক্রিকেটের লাগাম ধরে রাখা এই দুই তারকার মধ্যেকার সম্পর্ক নিয়ে ভক্ত মহলে নিয়মিত চর্চা হয়। সেখানে নতুন তথ্য দিয়ে তামিম বললেন- সাকিবের বিপদে অবশ্যই এগিয়ে যাবো।

ক্যারিয়ারের শুরুর দিক থেকে সাকিব-তামিমের মধ্যে ছিল ঘনিষ্ঠ সম্পর্ক। কিন্তু সময় যত গড়িয়েছে, সম্পর্ক তত শীতল হয়েছে। তামিম-সাকিবের পুরোনো বন্ধুত্ব আর নেই। তবে আগের মতো ঘনিষ্ঠ না হলেও সম্পর্ক অতটাও খারাপ নয় বলে মন্তব্য করেছেন তামিম

সম্প্রতি একটি গণমাধ্যমের সঙ্গে আলাপাকালে তামিম জানান, সম্প্রতিই ফোনে কথা হয়েছে সাকিব আল হাসানের সঙ্গে। বাইরে থেকে মানুষজন তাদের সম্পর্ক যতটা খারাপ ভাবে, বাস্তবে সম্পর্ক অতটা খারাপ নয়।



দেশসেরা এই ওপেনার বলেন, আমার সাথে সাকিবের কথা হয়েছে। যখন কোয়াব রিফর্ম হচ্ছিল তখন কথা হয়েছে। বাইরে থেকে মনে হয় যে অমুকের সাথে তমুকের সম্পর্ক খুব খারাপ। বাস্তবে ওরকম কিছু না। এটা বলতে পারি, যত ক্লোজ আমরা ছিলাম ততটা নেই। তবে এরকম কোনো সম্পর্ক না, একজন আরেকজনকে দেখলে গুলি মেরে ফেলব, এ রকম না।

শুধু তামিম নয়, সাকিবের কথা হয়েছে তামিমের স্ত্রীরও। একই সঙ্গে বাঁহাতি ওপেনার এটিও জানিয়ে রাখলেন, সাকিবের বিপদে অবশ্যই তিনি এগিয়ে যাবেন। তামিম বলেন, ‘আমি যখন অসুস্থ ছিলাম তার পরিবার এসেছে আমাকে দেখতে। আমার স্ত্রীর সঙ্গে তার (সাকিবের) কথা হয়েছে।

সাকিবের পাশে থাকা নিয়ে তামিম বলেন, যদি এ রকম কোনো কিছু হয়, আমি চাই না হোক তবে যদি (বিপদ) হয় তাহলে আমি আগে যাবো। কোনো কাজে যদি আমার দরকার হয়, ওই সম্পর্কটা আছে যে ওর সঙ্গে যোগাযোগ করতে পারি।

তামিম অবসর নিলেও সাকিব এখনো অবসর নেননি দেশের ক্রিকেট থেকে। চব্বিশের ৫ আগস্ট সরকার পতনের পর থেকে সাকিব আর বাংলাদেশে আসতে পারেননি।

ক্রিফোস্পোর্টস/২০সেপ্টেম্বর২৫/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট