
চলতি মাসে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। ইতোমধ্যে এই সিরিজের লক্ষ্যে আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন ক্রিকেটারদের এক অংশ। প্রথম বহরে সকালে রওনা হয়েছেন তামিম-রিশাদরা।
আজ বুধবার সকাল দশটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমিরাতের ফ্লাইট ধরেছেন জাতীয় দলের ১০ ক্রিকেটার ও ৭ জন কর্মকর্তা। স্কোয়াডে থাকা বাকি সদস্যরা যাবেন বিকাল পাঁচটার ফ্লাইটে।
চলতি মাসে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। তার আগে সংযুক্ত আরব আমিরাত সফরে আগামী ১৭ এবং ১৯ মে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ রয়েছে টাইগারদের। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ৯ টায়।
আরও পড়ুন:
» বাংলাদেশ দলের নতুন পেস বোলিং কোচ কে এই শন টেইট?
» প্রিমিয়ার লিগে জায়গা পেতে আর এক ধাপ দূরে হামজার দল
প্রথমবারের মতো দীর্ঘমেয়াদি পরিকল্পনায় বাংলাদেশ দলের অধিনায়ক হয়েছেন লিটন দাস। তার প্রথম অ্যাসাইনমেন্ট এই আমিরাত সিরিজ। এর আগে নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছিল তখনকার ভারপ্রাপ্ত অধিনায়ক লিটনের নেতৃত্বাধীন দল।
সংযুক্ত আরব আমিরাত সিরিজ শেষে সেখান থেকে সরাসরি পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ দল।
আরব আমিরাত ও পাকিস্তান সিরিজে বাংলাদেশের স্কোয়াড—
লিটন দাস (অধিনায়ক), শেখ মেহেদি হাসান, নাজমুল হোসেন শান্ত, তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তানজিম সাকিব, তানভীর ইসলাম, নাহিদ রানা, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।
ক্রিফোস্পোর্টস/১৪মে২৫/এফএএস
