Connect with us
ক্রিকেট

বিসিবি নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ, মুখ খুললেন তামিম

Tamim BCB
সংবাদ সম্মেলনে কথা বলছেন তামিম। জানিয়েছেন নানা অভিযোগ। ছবি- ভিডিও থেকে সংগৃহীত

ঘনিয়ে আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির নির্বাচনের দিনক্ষণ। এরই মধ্যে কাউন্সিলর মনোনয়নের তারিখ দু’দফায় পরিবর্তন করা হয়েছে। অভিযোগ উঠেছে এই নির্বাচনে সরকারি হস্তক্ষেপ করা হচ্ছে। এসব নিয়ে মুখ খুলেছেন সাবেক ক্রিকেটার ও পরিচালক পদপ্রার্থী তামিম ইকবাল।

রবিবার (২১ সেপ্টেম্বর) আসন্ন ক্রিকেট বোর্ড নির্বাচনে কাউন্সিলর প্রেরণে সরকারি হস্তক্ষেপ ও সভাপতির নির্বাহী ক্ষমতার অপপ্রয়োগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করে অনেক বিষয় তুলে ধরেছেন তামিম। বিসিবির আসন্ন নির্বাচনে পরিচালক হিসেবে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছেন তামিম। ইতিমধ্যে ওল্ড ডিওএইচ ক্লাব থেকে কাউন্সিলর হয়েছেন বলে জানা গেছে।

গত ১৪ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে ১৭ সেপ্টেম্বরের পরিবর্তে ১৯ সেপ্টেম্বরের মধ্যে কাউন্সিলর প্রেরণের সময়সীমা বর্ধিত করে সমালোচনার পর দ্বিতীয় দফায় কাউন্সিলর মনোনয়নের সর্বশেষ সময়সীমা ৩ দিন পিছিয়ে দিয়েছে। গত বৃহস্পতিবার রাতে বিসিবির এক বিজ্ঞপ্তিতে আগামী ২২ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত কাউন্সিলরের নাম প্রেরণের সর্বশেষ সময় নির্ধারণ করেছে।



এসবের প্রতিবাদে তামিম জানিয়েছেন দ্বিতীয়বার সময় বাড়ানোয় কারো মতামত নেয়া হয়নি। এগুলো বিসিবির গঠনতন্ত্রের পরিপন্থী। তিনি বিসিবি ডিরেক্টর গ্রুপের আলাপও তুলে ধরেন।

তামিম বলেন, সরকার থেকে মাত্রাছাড়া হস্তক্ষেপ করা হচ্ছে। যাকে খুশি সরিয়ে দিয়ে ইলেকশন করতে চাইলে সেটা ইলেকশন নয়, সিলেকশন হয়ে যাচ্ছে। তিনি প্রশ্ন করেন, স্পোর্টস অ্যাডভইসারের কেন পক্ষ থাকবে?

স্পোর্টস অ্যাডভাইসারের অফিস থেকে চিঠি দেওয়া অভাবনীয়। রিফর্ম করা দায়িত্ব ছিলো বলেও মন্তব্য করেন দেশসেরা সাবেক এই ওপেনার।

বিসিবির বর্তমান পরিচালক আমিনুল ইসলাম বুলবুল নিজে সাইন করে নতুন অ্যাডহক কমিটি গঠনের দাবি জানিয়েছেন, এটা কতটা যৌক্তিক বলে প্রশ্ন রাখেন তামিম। সরকারের পক্ষপাতিত্ব ও হস্তক্ষেপ থাকবে না বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ক্রিফোস্পোর্টস/২১সেপ্টেম্বর২৫/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট