Connect with us
ক্রিকেট

বাংলাদেশের খেলা নিয়ে শঙ্কা

বিশ্বকাপের ভেন্যু নিয়ে চিন্তিত নন তামিম

TANZID TAMIM
তানজিদ হাসান তামিম। ছবি: সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে নাটকীয়তা চরমে। প্রতিদিনই আসছে নিত্যনতুন সংবাদ। তবে বিশ্বকাপের ভেন্যু নিয়ে চলমান অনিশ্চয়তা নিজের ওপর কোনো প্রভাব ফেলছে না বলে জানিয়েছেন বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে থাকা ওপেনার তানজিদ হাসান তামিম। 

আজ (বুধবার) মিরপুরে বিসিবির একাডেমি মাঠে রাজশাহী ওয়ারিয়র্সের অনুশীলনের আগে বিশ্বকাপের ভেন্যু নিয়ে চলমান অনিশ্চয়তা নিয়ে নিজের ভাবনা জানান তামিম।

বিসিবি ও আইসিসির উপর নিজের আস্থার কথা জানান দিয়ে এই তরুণ ওপেনার বলেন, ‘না, একদমই (প্রভাব ফেলে) না। আপনারা জানেন, এই বিষয়ে বিসিবি ও আইসিসি কথা বলছে, যেন আমরা নিরাপদ ও উপযুক্ত জায়গায় গিয়ে বিশ্বকাপ খেলতে পারি। আমি বিশ্বাস করি, তারা বিষয়টি ঠিকভাবেই দেখছে।’



বাংলাদেশ-ভারতের রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে বিসিসিআই কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল স্কোয়াড থেকে মুস্তাফিজুর রহমানকে ছাড়তে বলার পর থেকে তোলপাড় শুরু হয় দেশের ক্রিকেট নিয়ে। এরই জের ধরে বাংলাদেশে নিষিদ্ধ করা হয় আইপিএলের সম্প্রচার এবং নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বিসিবি ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় ভেন্যু স্থানান্তরের অনুরোধ জানায় বিসিবি। তবে এ বিষয়ে এখনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি আইসিসির পক্ষ থেকে। তাই বাংলাদেশের বিশ্বকাপে অংশগ্রহণ এখনও অনিশ্চিত।

পূর্বপ্রকাশিত বিশ্বকাপ সূচি অনুযায়ী গ্রুপ পর্বের বাংলাদেশের চারটি গ্রুপ ম্যাচের তিনটি কলকাতায় এবং একটি মুম্বাইয়ে হওয়ার কথা ছিল। অথচ বিশ্বকাপ শুরুর এক মাসেরও কম সময় বাকি থাকলেও বাংলাদেশের খেলা নিয়ে রয়েছে অনিশ্চিয়তা।

তবে এসব ঘটনা নিজেদের বিশ্বকাপের প্রস্তুতিতে প্রভাব ফেলছে না উল্লেখ করে তামিম বলেন, ‘(আয়ারল্যান্ডের বিপক্ষে) সিরিজের পর আমরা একটা ব্যাটিং ক্যাম্প করেছিলাম, যেটা ব্যাটসম্যানদের অনেক সাহায্য করেছে। বিপিএলের পর খুব বেশি সময় পাওয়া যাবে না, তাই যত প্রস্তুতি নেওয়ার, সেটা বিপিএলের মধ্যেই নিতে হবে।’

বিপিএলের অভিজ্ঞতা বিশ্বকাপেও কাজে লাগবে বলে মনে করেন তামিম, সেইসাথে বিপিএলকে নিজেদের ঘাটতি সম্পর্কে জানার সুযোগও মনে করেন এই বাঁহাতি ওপেনার। তিনি বলেন, ‘এখানে (বিপিএল) আমরা নানা ধরনের ম্যাচ পরিস্থিতির মুখোমুখি হচ্ছি, যেগুলো বিশ্বকাপে খুব কাজে আসবে। যেসব ম্যাচে আমি রান করতে পারিনি, সেগুলোতে কোথায় ভুল করেছি, কোথায় ঘাটতি ছিল-সেগুলো বোঝার চেষ্টা করেছি এবং সেগুলো নিয়ে কাজ করছি। এখন থেকে যদি ধারাবাহিকভাবে ভালো করতে পারি, তাহলে সেটা আমার এবং দলের জন্যই ভালো হবে।’

ক্রিফোস্পোর্টস/১৪জানুয়ারি২৬/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট