Connect with us
ক্রিকেট

তামিম ভালো বন্ধু, রুবেল বেস্ট ফ্রেন্ড : সাকিব

Tamim is a good friend, Rubel is my best friend, said Shakib
তামিম ও রুবেলের সঙ্গে সাকিব। ছবি- সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম দুই বড় তারকা সাকিব আল হাসান ও তামিম ইকবাল। জাতীয় দলের হয়ে দীর্ঘদিন একসঙ্গে খেলেছেন তারা। তবে ক্যারিয়ারের শেষ সময়ে এসে তাদের সম্পর্কে ফাটল ধরে। যা নিয়েই প্রায়ই আলোচনা চলে ক্রিকেট পাড়ায়।

সাকিব ও তামিম ক্যারিয়ারের শুরুর দিক থেকে একসঙ্গে খেলছেন। অনূর্ধ্ব-১৯ পর্যায় থেকে তাদের সম্পর্ক ঘনিষ্ঠ হতে থাকে। এরপর জাতীয় দলের হয়ে তিন ফরম্যাটেই একসঙ্গে খেলেছেন তারা। দেশ ও দেশের বাইরে অসংখ্য জয় এনে দিয়েছেন দলকে।

তবে গত দুই-তিন বছরে তাদের সম্পর্কে অবনতি হতে শুরু করে। ধীরে ধীরে সেটা তলানীতে গিয়ে পৌঁছায়। তবে সম্প্রতি তাদের সম্পর্কে কিছুটা উন্নতি লক্ষ করা গেছে। বেশ কয়েকমাস আগে তামিম হৃদরোগে আক্রান্ত হলে তাকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন সাকিবের বাবা-মা। এমনকি সাকিবও তামিমের জন্য দোয়া চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন। যদিও আগের মতো সেই ঘনিষ্ঠতা হয়ত আর দেখা যাবে না।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে একটি অনুষ্ঠানে তামিমের সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলেন সাকিব। দীর্ঘদিনের সতীর্থকে নিজের সেরা বন্ধু না ভাবলেও, ভালো বন্ধু মনে করেন এই অলরাউন্ডার।

আরও পড়ুন:

» শুরুতেই ফিরলেন তানজিদ-শান্ত, ঘুরে দাঁড়ানোর চেষ্টায় বাংলাদেশ

» জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশের যুবারা 

সাকিব বলেন, ‘অনূর্ধ্ব-১৯ থেকে তামিম এবং মুশফিক ভাইয়ের সঙ্গেও খেলেছি আমি। আমরা ২০-২৫ বছর ক্রিকেট খেলেছি। আমরা ক্রিকেটে সবচেয়ে বেশি সময় একসঙ্গে কাটিয়েছি। তারা দুজনেই আমার ভালো বন্ধু।’

বেস্ট ফ্রেন্ড বিষয়ে প্রসঙ্গে তিনি বলেন, ‘কাউকে আপনার বেস্ট ফ্রেন্ড বানানো বেশ কঠিন। ক্রিকেটের বাইরে বেস্ট ফ্রেন্ড বানানো উচিত। ক্রিকেটে আমার অনেক ভালো বন্ধু আছে। কিন্তু ক্রিকেটের বাইরে আমার এমন বিশ্বস্ত বন্ধু কমই আছে যাদের আমি বিশ্বাস করতে পারি। এই বয়সে আমি একটা জিনিস বুঝতে পেরেছি, তা হচ্ছে বেস্ট ফ্রেন্ড বলে কিছু নেই। যে বন্ধুকে আপনি বিশ্বাস করতে পারেন সেই আপনার বেস্ট ফ্রেন্ড।’

যদি কারো নাম বলতে হয়, তাহলে আমি সম্ভবত রুবেল হোসেনের নাম বলব। আমাদের একসঙ্গে দারুণ সময় কেটেছে। ক্রিকেটের বাইরে আমি, রুবেল, তাসকিন- আমরা অনেক মজার সময় পার করেছি। আমি রুবেলের কথা বলব, তাসকিনের নামও বলা যায়।’— সাকিব যোগ করেন।

বর্তমানে জাতীয় দলের বাইরে আছেন সাকিব। সবশেষ ভারত সিরিজের পর আর জাতীয় দলে খেলা হয়নি তার। তবে বিভিন্ন ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে খেলা চালিয়ে যাচ্ছেন সাবেক টাইগার অধিনায়ক।

ক্রিফোস্পোর্টস/৮জুলাই২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট