Connect with us
ক্রিকেট

বিসিবি নির্বাচনে অংশ নিচ্ছেন তামিম ইকবাল

Tamim Iqbal
তামিম ইকবাল। ছবি- সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের দীর্ঘদিন ধরেই বোর্ডে আসা নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল, এবার প্রথমবারের মতো তিনি বিষয়টি খোলাসা করেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

দেশের প্রথমসারির এক পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে তামিম জানিয়েছেন, প্রথম ধাপে তিনি পরিচালক পদে নির্বাচন করবেন। এরপর পরিস্থিতি অনুকূলে থাকলে সভাপতি পদেও প্রার্থী হওয়ার কথা বিবেচনা করবেন।

তামিম বলেন, বিসিবিতে সরাসরি সভাপতি হওয়া যায় না। প্রথমে পরিচালক হতে হয়। এবার আমি পরিচালক পদে নির্বাচন করছি। বাংলাদেশ ক্রিকেটের জন্য কিছু করতে চাইলে সবচেয়ে গুরুত্বপূর্ণ আসনে বসতে হবে। যদি দেখি পর্যাপ্ত সমর্থন আছে, তখন সভাপতি পদে লড়ার সিদ্ধান্ত নেব।



বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, ২৫ সদস্যের বোর্ডে পরিচালকরা তিন ক্যাটাগরিতে নির্বাচিত হন। ক্লাবভিত্তিক কাউন্সিলরদের ভোটে ১২ জন, জেলা ও আঞ্চলিক প্রতিনিধিদের ভোটে ১০ জন এবং অন্যান্য প্রতিনিধি থেকে ১ জন নির্বাচিত হন। এ ছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত করে ২ পরিচালক। পরবর্তীতে নির্বাচিত পরিচালকরা ভোট দিয়ে সভাপতি নির্ধারণ করেন।

বোর্ডে যোগ দিতে তামিম আগেই প্রস্তুতি শুরু করেছেন। দুটি ক্লাবে সংগঠক হিসেবে বিনিয়োগ করেছেন তিনি। ফলে যে কোনো একটির কাউন্সিলর হিসেবেই নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ রয়েছে তার।

তামিম মনে করেন, ক্রিকেটের জন্য যোগ্য প্রার্থীকে সামনে আনার সময় এসেছে।

তার ভাষায়, সবাই বলে ক্রিকেটে রাজনীতি থাকা উচিত নয়। অথচ হচ্ছে উল্টোটা। গুজব, আক্রমণ, পাল্টা আক্রমণ- এসব চলছে। কিন্তু আসল আলোচনাই হচ্ছে না, কে ক্রিকেটের জন্য যোগ্য।

উল্লেখ্য, বিসিবির সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০২১ সালের ৬ অক্টোবর। গঠনতন্ত্র অনুযায়ী, আগামী ৭ অক্টোবরের মধ্যে নতুন নির্বাচন সম্পন্ন করতে হবে। এর অন্তত ৩০ দিন আগে নির্বাচন কমিশন গঠনের আনুষ্ঠানিকতাও সম্পন্ন করবে বোর্ড।

ক্রিফোস্পোর্টস/৩১আগস্ট২৫/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট