Connect with us
ক্রিকেট

অতীতের তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন তামিম ইকবাল

Tamim Ikbal
জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ফাইল ছবি

ঘনিয়ে আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। এই নির্বাচনে জয়লাভের পর নির্ধারণ হয় বিসিবির নেতৃত্ব। দেশের তৃণমূল অর্থাৎ জেলা ও বিভাগীয় ক্রিকেটের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারেন ওই বিজয়ীরা। এই নির্বাচন সামনে রেখে একটা তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন তামিম ইকবাল।

শনিবার (৩ মে) জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে তামিম তার অতীত অভিজ্ঞতা জানাতে গিয়ে বলেন, ‘অতীতে আমি অনেকবার দেখেছি কেউ যখন জেলা বা বিভাগ থেকে আসেন ক্রিকেট বোর্ডে। পরবর্তীতে ওনারা ক্রিকেট বোর্ডের ডিরেক্টর হয়ে যান, জেলা-বিভাগকে ভুলে যান। কিন্তু এটা কাম্য নয়।

নির্বাচন সামনে রেখে দেশের ক্রিকেট নিয়ে নিজের ভাবনা প্রকাশ তামিম জানান, এই নির্বাচনে যোগ্য ব্যক্তিরা নির্বাচিত হয়ে বিসিবির নেতৃত্বে আসুক। বিশেষ করে যারা তৃণমূল পর্যায়ে, অর্থাৎ জেলা ও বিভাগীয় ক্রিকেটের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারবেন, তাদেরকেই বোর্ডের দায়িত্বে দেখতে চান তামিম।


আরও পড়ুন:

» র‌্যাংকিংয়ে বাংলাদেশকে পেছনে ফেলল আয়ারল্যান্ড

» নারী ক্রিকেটে যুক্তরাষ্ট্রের জায়গা দখল করল আরব আমিরাত


তিনি বলেন, আমি ছোট হয়ে আপনাদের একটা জিনিস অনুরোধ করব, যারা ক্রিকেটকে প্রতিনিধিত্ব করার জন্য যোগ্য, জেলা থেকে হোক বা বিভাগ থেকে হোক, যাদের বেসিক ক্রিকেটিং আইডিয়া আছে, যাদের একটা স্বপ্ন আছে যে— আমি বাংলাদেশ ক্রিকেটকে এই জায়গায় নিয়ে যেতে চাই। আমি এটাই অনুরোধ করব যে তাদেরকেই সিলেক্ট করা হোক।

জেলা পর্যায়ের ক্রিকেটের করুণ দশার চিত্র তুলে ধরে বাংলাদেশের সাবেক এই অধিনায়ক বলেন, এমন অনেক জেলায় গিয়েছি আমি কয়েকদিন আগে, বরিশালেও গিয়েছি, এসব জায়গায় স্ট্যান্ডার্ড মানের একটা ক্রিকেট লিগও হয় না। অথচ ক্রিকেটকে আমরা বাংলাদেশের সবচেয়ে বড় খেলা মনে করি।

ক্রিকেট বোর্ডের দায়িত্ব নিতে ইচ্ছুক সংগঠকদের উদ্দেশ্যে তামিমের স্পষ্ট বার্তা,‘সবচেয়ে বড় খেলায় যদি এমনটা হয় কেউ যদি নিজের জেলা-বিভাগে ক্রিকেটে উন্নতি না করে তাহলে তার বোর্ডে আসার প্রয়োজন নেই।

ক্রিফোস্পোর্টস/০৩মে২৫/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট