 
																												
														
														
													ঢাকা প্রিমিয়ার লিগের একটি ম্যাচে সাভারের বিকেএসপির চার নাম্বার মাঠে আজ ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে মাঠে নামে তামিম ইকবালের প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। তবে রাস্তায় জ্যামে আটকে থাকার কারণে মাঠে যথা সময়ে উপস্থিত হতে পারেননি তামিম৷
এদিন টস হেরে শুরুতে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় প্রাইম ব্যাংক। ফলে ব্যাটিংয়ে ওপেনিংয়েও দেখা মিললো না তামিমের। ইনিংস উদ্বোধন করতে নামেন শাহাদাত হোসেন দীপু এবং পারভেজ হোসেন ইমন। শেষমেশ তামিম যতক্ষণে মাঠে পৌঁছান ততক্ষণে ইনিংসের ২০ ওভারের বেশি সময় পেরিয়ে যায়। তবে প্রাইম ব্যাংক অধিনায়কের জন্য স্বস্তির বিষয় হচ্ছে, দুই উদ্বোধনী ব্যাটার তখনো ক্রিজে অপরাজিত ছিলেন।
জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া এই দুই ব্যাটারের ওপেনিং জুটি থেকে আসে ২৪৬ রান। ১০ চার ও ৪ ছক্কার মারে ১১১ বলে ১১৯ রান করেছেন দিপু। এ ছাড়া পারভেজ ইমন করেন ১২৯ বলে ১৫১ রান। তার দেড়শ রানের ইনিংসটি সাজানো ছিল ৯ চার ও ৮ ছক্কার মারে।
এরপর দিপুর বিদায়ের পর তিন নাম্বারে ব্যাট করতে নামেন তামিম৷ কিন্তু ওপেনিংয়ের মতো ইনিংস বড় করতে পারেননি তিনি৷ দলীয় ৪১ তম ওভারে ১৫ বলে ১৬ রান করে সালাউদ্দিন শাকিলের বলে মিডঅফে ধরা পড়েন৷ তামিম আউট হলেও প্রাইম ব্যাংকের দুই ওপেনারের দুর্দান্ত ইনিংসে ভর করে ৩৮০ রানের বড় সংগ্রহ দাঁড় করায় প্রাইম ব্যাংক৷
আরও পড়ুন: মাহমুদউল্লাহর অ্যাপ্রোচ নিয়ে প্রশংসা করলেন ব্যাটিং কোচ
ক্রিফোস্পোর্টস/১৪মার্চ২৪/টিএইচ/এমটি
 
												
																					 
   
										 
									         
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																							 
																							 
																							 
																							 
																							 
			 
									 
									 
									 
									 
									 
																	 
									 
																	 
									 
																	 
									 
																	 
									 
																	