বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও তারকা ক্রিকেটার তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিরুদ্ধে ক্রিকেটারদের সঙ্গে আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
রোববার (১৪ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ প্রতিবাদ জানান।
স্ট্যাটাসে তামিম উল্লেখ করেন, বিসিবির সবচেয়ে বড় স্টেকহোল্ডার হচ্ছে ক্রিকেটাররাই। অথচ শনিবার অনেক ক্রিকেটারকে মাঠে প্রবেশ করতে দেওয়া হয়নি। বিভিন্ন ডিভিশনের একাধিক ক্রিকেটার তাদের ন্যায্য দাবি ও অধিকার জানাতে বিসিবিতে গিয়েছিলেন, যার পেছনে যৌক্তিক কারণও রয়েছে বলে তিনি মনে করেন।
তামিম ইকবাল বলেন, দাবি জানাতে যাওয়া ওই ক্রিকেটারদের গেটের বাইরে আটকে রাখা হয়। পরে যদিও একটি প্রতিনিধি দলকে বিসিবির ভেতরে প্রবেশের সুযোগ দেওয়া হয়, তবে অনেক ক্রিকেটারের সঙ্গে যে আচরণ করা হয়েছে, তা দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি।
স্ট্যাটাসে একজন ক্রিকেটার হিসেবে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে রাখেন তামিম ইকবাল।
ক্রিফোস্পোর্টস/১৪ডিসেম্বর২৫/এসএ

