Connect with us
ক্রিকেট

এক বছরে সর্বোচ্চ ছক্কায়

গেইলের রেকর্ড ভাঙলেন তামিম

Tanjid Tamim
তানজিদ হাসান তামিম। ছবি: সংগৃহীত

নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে জয় শুধু রাজশাহী ওয়ারিয়র্সের পয়েন্ট টেবিলে জায়গা শক্ত করেনি, পাশাপাশি এই জয়ে ব্যক্তিগত মাইলফলকও স্পর্শ করেছেন তানজিদ হাসান তামিম। ব্যাট হাতে দলের জয়ে ভূমিকা রেখে এক বছরে বাংলাদেশের মাঠে স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ছক্কার নতুন রেকর্ড গড়েছেন তানজিদ হাসান তামিম।

গতকাল নোয়াখালীর করা ১২৪ রানের লক্ষ্য ৬ উইকেট হারিয়ে সহজেই টপকে যায় রাজশাহী। জয়ের পথে দলের পক্ষে সর্বোচ্চ ২৯ রান করেন তামিম। ছোট এই ইনিংসেই ছিল চারটি বাউন্ডারি ও একটি ছক্কা। সেই ছক্কাটিই ইতিহাসের পাতায় তুলে দিয়েছে তার নাম।

এই একটি ছক্কার মাধ্যমে চলতি বছরে বাংলাদেশের মাঠে টি-টোয়েন্টিতে তামিমের ছক্কার সংখ্যা দাঁড়িয়েছে ৪৮-এ। এত দিন এই রেকর্ডটি ছিল ক্যারিবীয় তারকা ক্রিস গেইলের দখলে। ২০১৭ সালে রংপুর রাইডার্সের হয়ে খেলতে এসে গেইল বাংলাদেশের মাঠে এক বছরে ৪৭টি ছক্কা হাঁকিয়েছিলেন।



গেইলের সেই কীর্তি এসেছিল মাত্র ১১ ইনিংসে, যা এখনও বিপিএলের এক মৌসুমে সর্বোচ্চ ছক্কার রেকর্ড। তামিমকে অবশ্য সেখানে পৌঁছাতে খেলতে হয়েছে বেশি ম্যাচ। ২৪ ইনিংস শেষে এসে তিনি গেইলকে ছাড়িয়ে গেলেন মোট ছক্কা।

রাজশাহীর এই বাঁহাতি ওপেনারের জন্য রেকর্ডটি যেমন ব্যক্তিগত অর্জন, তেমনি দেশের মাঠে ব্যাটসম্যানদের ক্রমবর্ধমান আগ্রাসী মানসিকতারও একটি স্পষ্ট প্রতিফলন। বিপিএলের বাকি ম্যাচগুলোতে এই সংখ্যা আরও বাড়ে কি না, সেটাই এখন দেখার বিষয়।

এদিকে, হারের বৃত্ত থেকে বেরই হতে পারছে না নোয়াখালী এক্সপ্রেস। টানা তিন ম্যাচে হার দেখল সুজনের নেতৃত্বাধীন বিপিএলের নতুন দল। অন্যদিকে ঢাকার বিপক্ষে হেরে যাওয়া রাজশাহী ঘুরে দাড়িয়েছে এই ম্যাচে। নোয়াখালীর দেওয়া ১২৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তামিম, শান্ত ও মুশফিকের কল্যাণে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় রাজশাহী।

এই জয়ের মধ্য দিয়ে ৩ ম্যাচে ২ জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে রাজশাহী। অন্যদিকে টানা তিন হারে পয়েন্ট টেবিলের তলানিতে আছে সুজনের নেতৃত্বাধীন নোয়াখালী এক্সপ্রেস।

ক্রিফোস্পোর্টস/৩০ডিসেম্বর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট