Connect with us
অন্যান্য

‘তামিম ভাই বিসিবি সভাপতি হলে ক্রিকেটারদের জন্য ভালো’

"Tamim bhai becoming BCB president would be good for the cricketers."
তামিমকে সভাপতি হিসেবে দেখতে চান ইয়াসির। ছবি- সংগৃহীত

আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন। আসন্ন বিসিবি নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশ সাবেক দুই অধিনায়ক তামিম ইকবাল ও আমিনুল ইসলাম বুলবুল। তবে বিসিবি সভাপতি হিসেবে অনেক ক্রিকেটারদের পছন্দের তালিকায় আছেন তামিম।

তামিম পরবর্তী বিসিবি সভাপতি হিসেবে নির্বাচিত হলে ক্রিকেটারদের জন্য ভালো হবে বলে মনে করেন ইয়াসির আলী রাব্বি। দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন এই ব্যাটার।

তামিমের সঙ্গে একসঙ্গে ড্রেসিরুম শেয়ার করেছেন ইয়াসির। জাতীয় দলের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটে একসঙ্গে এবং প্রতিপক্ষ হিসেবেও খেলেছেন তারা। তাই পরবর্তী বিসিবি সভাপতি হিসেবে বড় ভাইয়ের মতো এমন একজনকেই পছন্দ ইয়াসিরের।



তিনি বলেন, ‘বিসিবি নির্বাচনে এমন একজন সভাপতি পদের জন্য লড়বেন, যার সঙ্গে আমি ক্রিকেট খেলেছি। জাতীয় দলের পাশাপাশি ঘরোয়া ক্রিকেট, বিপিএলে খেলেছি। এটা খুবই রোমাঞ্চকর ব্যাপার যা আগে অনুভব করিনি। তামিম ভাই সভাপতি হলে ক্রিকেটারদের জন্য ভালো হবে।’

‘খুব বেশিদিন হয়নি উনি খেলা ছেড়েছেন। একজন খেলোয়াড়ের কী লাগবে না লাগবে উনি ভালো করেই বুঝেন। তিনি ক্রিকেট বোর্ডে পরিবর্তন আনার সক্ষমতা রাখেন।’—ইয়াসির যোগ করেন।

অবশ্য আমিনুল ইসলাম বুলবুল সভাপতি হলেও খুশি হবে ইয়াসির। এটাকে দুইদিক থেকেই জয় হিসেবে হিসেবে দেখছেন তিনি, ‘বুলবুল স্যার সভাপতি হলেও ভালো হবে। উনিও আগে ক্রিকেট খেলেছেন। ক্রিকেট সম্পর্কে উনারও খুব ভালো ধারণা আছে। এটা আসলে দুইদিক থেকেই একটা উইন-উইন সিচুয়েশন।’

ক্রিফোস্পোর্টস/১৪সেপ্টেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in অন্যান্য