Connect with us
ক্রিকেট

মাইলস্টোনের শিক্ষার্থীদের জন্য মন কাঁদছে তামিম-মাশরাফিদের

Tamim and Mashrafe's hearts are crying for the students of Milestone
মাইলস্টোনের ঘটনায় শিক্ষার্থীদের জন্য দোয়া চেয়েছেন তামিম-মাশরাফিরা। ছবি- সংগৃহীত

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে আজ (২১ জুলাই) বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহত এবং অসংখ্য শিক্ষার্থী আগুনে দগ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। এই মর্মান্তিক দুর্ঘটনার পর সারা দেশেই শোকের পরিবেশ বিরাজ করছে।

এ দুর্ঘটনায় মাইলস্টোনের শিক্ষার্থীদের জন্য মন কাঁদছে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের। সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় শিক্ষার্থীদের জন্য দোয়া চেয়েছেন জাতীয় দলের সাবেক এই ওপেনার।

তামিম নিজের অফিশিয়াল ফেসবুক পেজে এক বার্তায় লিখেছেন, ‘যা হয়েছে ও হচ্ছে, সবকিছুই প্রচণ্ড বেদনাদায়ক। আমাদের হৃদয় ভেঙে যাচ্ছে, আমরা বিধ্বস্ত।’

‘আপাতত সংবাদকর্মীদের প্রতি অনুরোধ, বিশেষ করে টিভি ও ডিজিটাল মিডিয়ার কাছে অনুরোধ, আক্রান্ত বাচ্চাদের রক্তাক্ত ও আহত অবস্থার এসব ছবি-ভিডিও লাইভ দেখাবেন না। দেখালেও অন্তত ঝাপসা করে দেবেন দয়া করে। ওরা আমাদের বাচ্চা। ওদের জন্য আমাদের সবটুকু প্রার্থনা।’

আরও পড়ুন:

» বিএনপি এলে সাকিব কি দলে ফিরবেন? উত্তর দিলেন ফখরুল

» বাংলাদেশের বিপক্ষে হেরে উইকেট নিয়ে যা বললেন পাকিস্তানের কোচ 

এদিকে জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা সকলের দ্রুত সুস্থতা কামনা করে লিখেছেন, ‘উত্তরায় প্রশিক্ষন বিমান বিধ্বস্ত ও মাইলস্টোন স্কুল-কলেজে ঘটে যাওয়া ভয়াবহ এই দুর্ঘটনা আমাদের সকলকে গভীরভাবে নাড়া দিয়েছে। যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি গভীর শোক, সহানুভূতি জানানোর ভাষা নেই। আহত সকলের দ্রুত সুস্থতা কামনা করছি।’

সকলের জন্য দোয়া চেয়ে তিনি আরও লিখেছেন, ‘এই কঠিন সময়ে আসুন আমরা সবাই একসঙ্গে প্রার্থনায় শামিল হই— হে আল্লাহ, সকলকে হেফাজতে রাখুন এবং এ ধরনের দু র্ঘ টনা থেকে আমাদের রক্ষা করুন। আমিন।’

প্রসঙ্গত, আজ (সোমবার) দুপুর ১টার দিকে বাংলাদেশ বিমানবাহিনীর ‘এফ-৭ বিজিআই’ মডেলের একটি প্রশিক্ষণ বিমান উড্ডয়নের কিছুক্ষণ পরেই মাইলস্টোন স্কুল এন্ড কলেজের মাঠের পাশে একটি ভবনে বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়ার পরেই সেখানে আগুন লেগে যায়। ওই সময় স্কুলের শিক্ষার্থীদের ক্লাস চলছিল, যে কারণে ক্লাসে থাকা অনেক শিক্ষার্থী এই ঘটনায় দগ্ধ হয়েছেন এবং এখন পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন।

ক্রিফোস্পোর্টস/২১জুলাই২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট