Connect with us
ক্রিকেট

এসএ টি-টোয়েন্টি লিগে প্রথম বাংলাদেশি হিসেবে খেলবেন তাইজুল

তাইজুল ইসলাম। ছবি- সংগৃহীত

চমক দেখিয়ে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ এসএ টোয়েন্টিতে দলে জায়গা করে নিলেন বাংলাদেশের স্পিনার তাইজুল ইসলাম। নিলামে তাকে ৫ লাখ দক্ষিণ আফ্রিকান রেন্ডে (বাংলাদেশি টাকায় প্রায় ৩৫ লাখ) দলে ভিড়িয়েছে ডারবানস সুপার জায়ান্টস।

গতকাল (সোমবার) জোহানেসবার্গে অনুষ্ঠিত হয় এসএ টোয়েন্টির চতুর্থ আসরের নিলাম। এ আসরে অংশ নেন বাংলাদেশের মোট ১৪ জন ক্রিকেটার। তবে হতাশাজনকভাবে নাম উঠলেও কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানের প্রতি। একইভাবে অবিক্রিত থেকে যান সাকিব আল হাসান, লিটন দাসসহ আরও ১২ জন।

এর মধ্যে ব্যতিক্রম ঘটান তাইজুল। তাকে দলে ভিড়িয়ে ডারবানস সুপার জায়ান্টসে গড়ে উঠছে তারকাখচিত স্কোয়াড। এই দলে আছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার সুনীল নারিন, ইংল্যান্ডের উইকেটকিপার-ব্যাটার জস বাটলার, দক্ষিণ আফ্রিকার ব্যাটার এডেন মার্করামসহ আরও অনেক তারকা।



টেস্টে নিয়মিত হলেও টি-টোয়েন্টিতে সুযোগ খুব একটা পাননি তাইজুল। বাংলাদেশের হয়ে তিনি এখন পর্যন্ত মাত্র দুটি টি-টোয়েন্টি খেলেছেন। তবে ক্যারিয়ারে ১০৫টি ম্যাচে ৮৮টি উইকেট নিয়েছেন এই বাঁহাতি স্পিনার।

নিলামে সর্বোচ্চ দামে বিক্রি হয়েছেন দক্ষিণ আফ্রিকার তরুণ সেনসেশন ডেভাল্ড ব্রেভিস। তাকে ১৬.৫ মিলিয়ন রেন্ডে দলে নিয়েছে প্রিটোরিয়া ক্যাপিটালস।

আগামী ডিসেম্বর মাসে মাঠে গড়াবে এসএ টোয়েন্টির নতুন আসর।

ক্রিফোস্পোর্টস/১০সেপ্টেম্বর২৫/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট