লম্বা সময় ধরে বাংলাদেশ জাতীয় দলের বাইরে রয়েছেন সাকিব আল হাসান। তবে তার রেকর্ড যেন ছড়িয়ে আছে সবখানেই। দেশের ইতিহাসে সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারি ছিলেন এই তারকা অলরাউন্ডার। এবার সর্বোচ্চ উইকেটের রেকর্ডে সাকিবের পাশে নিজের নাম লেখালেন আরেক টাইগার স্পিনার তাইজুল ইসলাম।
আজ শুক্রবার আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে তৃতীয় দিনের খেলায় নতুন এই কীর্তি গড়েছেন তাইজুল। যেখানে আইরিশদের প্রথম ইনিংসে আজ ৪ উইকেট শিকার করেছেন তিনি। এতেই সাকিবের সমান টেস্টে সর্বোচ্চ ২৪৬ উইকেট শিকারি বনে গেছেন তাইজুল।
সাকিবের চেয়ে ১৪ ম্যাচ কম খেলেই তার সমান উইকেটের মালিক এখন তাইজুল। জাতীয় দলের হয়ে ৭১ টেস্ট খেলে ২৪৬ উইকেট পেয়েছিলেন সাকিব। যা মাত্র ৫৭ টেস্ট খেলে স্পর্শ করেছেন তাইজুল। এই দুজন ব্যতীত কেবল মেহেদী হাসান মিরাজ স্বীকার করেছেন দুইশর অধিক টেস্ট উইকেট। তৃতীয় স্থানে থাকা এই স্পিনারের নামের সঙ্গে আছে ২০৯ উইকেট।
প্রথম ইনিংসে বাংলাদেশের ৪৭৬ রানের বিশাল সংগ্রহের বিপক্ষে ২৬৫ রান পর্যন্তই করতে পেরেছে আয়ারল্যান্ড। যাতে ফলোঅনের কবলে পড়ে সফরকারী এই দল। তবে তাদের পুনরায় ব্যাটিংয়ে পাঠানোর সুযোগ থাকলেও দ্বিতীয় ইনিংসে ফের ব্যাট করতে নামে বাংলাদেশ। এতে বড় টার্গেট দেওয়ার পেছনে ছুটে চলেছে স্বাগতিকরা।
বাংলাদেশের বোলারদের মধ্যে তাইজুল ইসলাম ছিলেন সবচেয়ে সফল। ৭৬ রান খরচায় তিনি শিকার করেন ৪ উইকেট। হাসান মুরাদ ও খালেদ আহমেদ নিয়েছেন জোড়া উইকেট। একটি করি উইকেট পেয়েছেন মেহেদী হাসান মিরাজ ও এবাদত হোসেন।
আয়ারল্যান্ডের পক্ষে সবচেয়ে বড় ইনিংস খেলেন উইকেটরক্ষক ব্যাটার লোর্কান টাকার, তিনি ১৭১ বল মোকাবেলায় ৭ চারসহ ৭৫ রানে অপরাজিত থাকেন। এছাড়া জর্ডান নিল ৪৯ ও স্টিফেন ডোয়েনি ৪৬ রান করেন। অন্যদিকে দলের অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি করেন ২১ রান।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চা পানের বিরতির আগ পর্যন্ত ৭ ওভারে ওয়ানডে মেজাজের ব্যাটিং করে কোন উইকেট না হারিয়ে ৪১ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।
রিপোর্ট লেখা পর্যন্ত সংক্ষিপ্ত স্কোরকার্ড—
বাংলাদেশ ১ম ইনিংস: ৪৭৬/১০ রান (১৪১.১ ওভার)
আয়ারল্যান্ড ১ম ইনিংস: ২৮৫/১০ রান (৮৮.৩ ওভার)
বাংলাদেশ ২য় ইনিংস: ৪১/০ রান (৭ ওভার)
ক্রিফোস্পোর্টস/২১নভেম্বর২৫/এফএএস
