Connect with us
ক্রিকেট

মাস সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে তাইজুল

Taijul
তাইজুল ইসলাম। ছবি: সংগৃহীত

ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে দুর্দান্ত বোলিংয়ের পুরষ্কার পেলেন তাইজুল ইসলাম। আইসিসির নভেম্বর মাসের মাসসেরা খেলোয়াড়ের মনোনয়ন পেয়েছেন এই বাঁহাতি স্পিনার। নভেম্বর মাসের সেরার দৌড়ে তাইজুলের সঙ্গে রয়েছেন ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের চমক দেখানো প্রোটিয়া স্পিনার সিমন হারমার এবং পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নেওয়াজ।

গত মাসে হোম সিরিজে আইরিশদের বিপক্ষে সিরিজ সেরা হয়েছিলেন তাইজুল। আইরিশদের বিপক্ষে সিরিজে ১৩ উইকেট নিয়ে বাংলাদেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারী বনে যান ৩৩ বছর বয়সী এই স্পিনার। ৫৭ টেস্টে ২৫০ উইকেট নেওয়া তাইজুল ১৪ টেস্ট কম খেলেই ছাড়িয়ে গেছেন সাকিব আল হাসানকে।

সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে তাইজুল নেন ২ উইকেট। ইনিংস ব্যবধানে জয় পাওয়া ওই টেস্টে দ্বিতীয় ইনিংসে উইকেট পান ৩ টি। এরপর মিরপুরে দ্বিতীয় টেস্টে দুই ইনিংসেই ৪টি করে উইকেট করে উইকেট নিয়ে বাংলাদেশের জয়ে বড় অবদান রাখেন তাইজুল। বাংলাদেশের সিরিজ জয়ে বাঁহাতি এই স্পিনার ২৬.৩০ গড়ে নেন মোট ১৩ উইকেট।



নভেম্বর মাসের সেরা হওয়ার দৌড়ে আছেন ভারতের বিপক্ষে সিরিজ সেরা সাইমন হারমার। ভারতের মাটিতে দক্ষিণ আফ্রিকার ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের নায়ক অভিজ্ঞ এই অফ স্পিনার। কলকাতা ও গুয়াহাটি টেস্ট মিলিয়ে ৮.৯৪ এর অবিশ্বাস্য গড়ে নিয়েছেন ১৭ উইকেট শিকার করেন প্রোটিয়া স্পিনার। ৩৬ বছর বয়সী এই স্পিনার প্রথম টেস্টে নেন ৮ উইকেট, আর দ্বিতীয় টেস্টে নেন আরও ৯ উইকেট। পুরো সিরিজে বল হাতে ছড়ি ঘুরিয়ে সিরিজ সেরার পুরষ্কারও জিতে নেন তিনি।

মাসসেরার লড়াইয়ে আছেন পাকিস্তানের অলরাউন্ডারও। টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজ জয়ের অন্যতম নায়ক বাঁহাতি স্পিনার মোহাম্মদ নেওয়াজ। ঘরের মাঠে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে বল হাতে ১০.২০ গড়ে নেওয়াজের মোট ১০টি উইকেট নেন, ইকোনোমি ৫.৬৬। তিন জাতির সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনালে মাত্র ১৭ রান দিয়ে তিনটি উইকেট নেন। দুর্দান্ত বোলিংয়ে প্লেয়ার অব দ্য সিরিজেও খেতাবও পান তিনি।

সব মিলিয়ে নভেম্বর মাসের সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে তাইজুল থাকলেও মাস সেরা হওয়াটা খুব একটা সহজ হবে না তার জন্য। ভারতকে গুড়িয়ে দিয়ে সিরিজ সেরা হওয়া হারমার ও ত্রিদেশীয় সিরিজের নায়ক নাওয়াজকে হারিয়ে মাস সেরা হতে পারেন কি না তাইজুল, তার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।

ক্রিফোস্পোর্টস/৫ডিসেম্বর২৫/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট