Connect with us
ক্রিকেট

এসএ টোয়েন্টি থেকে সরে দাঁড়ানোর কারণ জানালেন তাইজুল

Taijul Islam
তাইজুল ইসলাম। ছবি- সংগৃহীত

বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট এসএ টোয়েন্টিতে দল পেয়েছিলেন তাইজুল ইসলাম। তাকে দলে ভিড়িয়েছিল ডারবান সুপার জায়ান্টস। কিন্তু ডিসেম্বরের শেষ সপ্তাহে শুরু হতে যাওয়া এই আসর থেকে চলতি মাসের শুরুতে নাম সরিয়ে নেন তাইজুল। তার বদলি হিসেবে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসনকে দলে নিয়েছে ফ্রাঞ্চাইজিটি। 

তাইজুলের বদলে উইলিয়ামসনকে দলে নেওয়ার কারণ তখন স্পষ্ট করেনি ডারবানস সুপার জায়ান্টস। যে কারণে বিষয়টি নিয়ে তখন বেশ আলোচনা-সমালোচনা হয়। অবশেষে এ প্রসঙ্গে মুখ খুলেছেন তাইজুল। ব্যক্তিগত কারণেই এই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট থেকে নাম সরিয়ে নেন তিনি।

আজ (শুক্রবার) আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে সংবাস সম্মেলনে আসেন তাইজুল। সেখানে এই বিষয়টি প্রসঙ্গে জানতে চাওয়া হলে তাইজুল বলেন, ‘না, এখানে অবাক হওয়ার মতো কিছু নেই। কারণ ওই প্রস্তাব আমি নিজেই ব্যক্তিগত ইস্যুর কারণে ফিরিয়ে দিয়েছি।’



গত ৯ সেপ্টেম্বর এসএ টোয়েন্টির চতুর্থ আসরের নিলাম অনুষ্ঠিত হয়েছি। নিলামে নাম দিয়েছিলেন বাংলাদেশের ১৪ ক্রিকেটার। তবে তাদের একমাত্র তাইজুলই দল পেয়েছিলেন। তাকে ৫ লাখ দক্ষিণ আফ্রিকান র‍্যান্ডে বা বাংলাদেশের প্রায় ৩৫ লাখ টাকায় দলে ভিড়িয়েছিল ডারবানস সুপার জায়ান্টস।

অবশ্য এসএ টি-টোয়েন্টিতে দল পেলেও খেলা নিয়ে শঙ্কা ছিল তাইজুলের। এই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট মাঠে গড়াবে ২৬ ডিসেম্বর। একই সময়ে চলবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। তাই বিপিএল বাদ দিয়ে দক্ষিণ আফ্রিকার এই লিগে তাইজুলের অংশ নেয়াটা অনেকটাই অনিশ্চিত ছিল।

বর্তমানে জাতীয় দলের হয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলছেন তাইজুল। ঢাকা টেস্ট দিয়ে দারুণ এক মাইলফলক স্পর্শ করেন তিনি। প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়ে সাকিব আল হাসানকে ছুঁয়েছেন এই স্পিনার। দুজনের এখন টেস্ট উইকেট ২৪৬টি।

ক্রিফোস্পোর্টস/২১নভেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট