Connect with us
ক্রিকেট

বিশ্বের দ্রুততম ২৫০ উইকেটের ইতিহাস গড়লেন তাইজুল

Taijul Islam and Nazmul hossain Shanto
তাইজুল ইসলাম। ছবি- ক্রিকইনফো

গতকাল সাকিব আল হাসানকে পেছনে ফেলে বাংলাদেশের সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারি বনে গিয়েছিলেন তাইজুল ইসলাম। এবার নতুন আরেক রেকর্ডে ইতিহাসের পাতায় নাম লেখালেন এই টাইগার স্পিনার। বিশ্বের দ্রুততম বাহাতি স্পিনার হিসেবে ২৫০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

মিরপুর টেস্টের চতুর্থ দিনেই নিজের ২৪৯তম উইকেটের দেখা পেয়েছিলেন তাইজুল। আজ খেলার পঞ্চম দিনে অ্যান্ডি ম্যাকব্রাইনকে এলবিডব্লিউ করে তুলে নিলেন টেস্ট ক্যারিয়ারের আড়াইশতম উইকেট। তাও কেবল নিজের ৫৭তম টেস্ট ম্যাচেই। যা বাঁহাতি কোন স্পিনারের ক্ষেত্রে বিশ্বে দ্রুততম ২৫০ উইকেট নেওয়ার রেকর্ড।

তাইজুল ইসলামের সমান ৫৭ ম্যাচেই এর আগে ২৫০ উইকেট শিকার করে প্রথমবারের মতো এই রেকর্ড করেছিল লঙ্কান সাবেক তারকা বাহাতি স্পিনার রঙ্গনা হেরাত। যৌথভাবে এবার তার সেই বিশ্ব রেকর্ডে নিজের নামটিও লেখালেন তাইজুল।



এই তালিকায় এরপরেই ৬০ ম্যাচে আড়াইশ উইকেট শিকার করে আছেন সাবেক ভারতীয় স্পিনার বিষেন সিং বেদি। আর ভারতীয় তারকা স্পিনার রবীন্দ্র জাদেজা এই কীর্তি গড়েছেন নিজের ৬২তম টেস্ট ম্যাচে। সাবেক ইংলিশ স্পিনার ডেরেক আন্ডারউড ২৫০ উইকেট শিকার করেছিলেন ৬৯ টেস্টে।

আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টের এই ম্যাচে এখন পর্যন্ত দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট শিকার করেছেন তাইজুল ইসলাম। চলমান এই টেস্টে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন আরও দুই উইকেট। তাইজুলের সামনে সুযোগ রয়েছে নিজের উইকেট সংখ্যা আরও বাড়িয়ে নিয়ে টাইগারদের হয়ে জয় নিশ্চিত করার।

ক্রিফোস্পোর্টস/২৩নভেম্বর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট