রাহুল দ্রাবিড় Archives - Crifo Sports https://www.crifosports.com/tag/রাহুল-দ্রাবিড়/ Top Sports News Site Tue, 20 May 2025 07:48:45 +0000 bn-BD hourly 1 https://wordpress.org/?v=6.8.2 https://www.crifosports.com/wp-content/uploads/2023/04/Crifo-sports-favicon-1-80x80.png রাহুল দ্রাবিড় Archives - Crifo Sports https://www.crifosports.com/tag/রাহুল-দ্রাবিড়/ 32 32 গুরু দায়িত্ব নিয়ে পুরোনো সম্পর্ক ফিরে পেলেন দ্রাবিড় https://www.crifosports.com/dravid-regained-his-old-relationship-with-serious-responsibility/ https://www.crifosports.com/dravid-regained-his-old-relationship-with-serious-responsibility/#respond Wed, 04 Sep 2024 14:56:50 +0000 https://www.crifosports.com/?p=33387 জাতীয় দলের চাকরি শেষ হতে না হতেই হেড কোচ হিসাবে নতুন চাকরিতে ফিরছেন ভারতের সাবেক ক্রিকেটার রাহুল দ্রাবিড়। ইন্ডিয়ান প্রিমিয়াম লীগের (আইপিএল) অন্যতম সেরা ফ্রাঞ্চাইজি রাজস্থান রয়্যালসের সাথে সম্পর্ক গড়তে যাচ্ছেন ভারতীয় এই কিংবন্তি খেলোয়াড়। আসন্ন আইপিএলে সঞ্জু স্যামসনদের কোচিং প্যানেল সামলাবেন তিনি। ক্রিকেট বিষয়ক ওয়েব সাইট ক্রিনই্নফো খবরে বলা হয়েছে, সম্প্রতি রাহুল চুক্তিবদ্ধ হয়েছেন […]

The post গুরু দায়িত্ব নিয়ে পুরোনো সম্পর্ক ফিরে পেলেন দ্রাবিড় appeared first on Crifo Sports.

]]>
জাতীয় দলের চাকরি শেষ হতে না হতেই হেড কোচ হিসাবে নতুন চাকরিতে ফিরছেন ভারতের সাবেক ক্রিকেটার রাহুল দ্রাবিড়। ইন্ডিয়ান প্রিমিয়াম লীগের (আইপিএল) অন্যতম সেরা ফ্রাঞ্চাইজি রাজস্থান রয়্যালসের সাথে সম্পর্ক গড়তে যাচ্ছেন ভারতীয় এই কিংবন্তি খেলোয়াড়। আসন্ন আইপিএলে সঞ্জু স্যামসনদের কোচিং প্যানেল সামলাবেন তিনি।

ক্রিকেট বিষয়ক ওয়েব সাইট ক্রিনই্নফো খবরে বলা হয়েছে, সম্প্রতি রাহুল চুক্তিবদ্ধ হয়েছেন রাজস্থানের সাথে। চুক্তিবদ্ধ হয়েই আসন্ন আইপিএলের নিলামের আগে খেলোয়াড় রেখে দেওয়ার (রিটেনশন) ব্যাপারে কথা বলেছেন এই কোচ। এছাড়াও দলের সার্বিক দিক নিয়ে কথা বলেছেন তিনি।

দ্রাবিড়ের সঙ্গে ফ্রাঞ্চাইজিটির সংমিশ্রণও বেশ রসালো। ২০১২ ও ২০১৩ মৌসুমে রাজস্থানের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়াও রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসনের সঙ্গে রসায়নও ভালো রাহুলের। কারণ অনূর্ধ্ব-১৯ দল থেকেই স্যামসনের সাথে সম্পর্ক তার।

আরও পড়ুন : 

» আইসিসি র‍্যাঙ্কিংয়ে লিটন-মিরাজদের বিশাল উন্নতি

» রাতে দেশে ফিরছে বাংলাদেশ দল

দীর্ঘ সময় ধরে জাতীয় দলের প্রধান কোচ হিসাবে কাজ করেছেন দ্রাবিড়। তার সময়ে ২০১৮ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতে ভারত। এরপর তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিআই) প্রধান কোচের দায়িত্ব পান। জুলাই মাসে জাতীয় দলের দায়িত্ব ছেড়েছেন দ্রাবিড়।

ক্রিফোস্পোর্টস/৪সেপ্টেম্বর২৪/এইচআই

The post গুরু দায়িত্ব নিয়ে পুরোনো সম্পর্ক ফিরে পেলেন দ্রাবিড় appeared first on Crifo Sports.

]]>
https://www.crifosports.com/dravid-regained-his-old-relationship-with-serious-responsibility/feed/ 0
ভারতীয় কিংবদন্তির ছেলে জায়গা পেলেন অনূর্ধ্ব-১৯ দলে https://www.crifosports.com/the-son-of-the-indian-legend-got-a-place-in-the-u-19-team/ https://www.crifosports.com/the-son-of-the-indian-legend-got-a-place-in-the-u-19-team/#respond Sun, 01 Sep 2024 04:58:39 +0000 https://www.crifosports.com/?p=33190 প্রায়ই দেখা যায় ক্রীড়াবিদদের সন্তানেরা তাদের ধারাবাহিকতায় চলে আসেন খেলাধুলার দুনিয়ায়। অসংখ্য ক্রিকেটার রয়েছেন যাদের ছেলে কিংবা মেয়ে বাবা-মায়ের পথ অনুসরণ করে হয়েছেন ক্রিকেটার। একই সঙ্গে খেলেছেন বাবা-ছেলে এমন নজিরও রয়েছে ক্রিকেট বিশ্বে। ভারতীয় কিংবদন্তি সাবেক ক্রিকেটার রাহুল দ্রাবিড়ের ছেলে বাবাকে অনুসরণ করে ক্রিকেটের সঙ্গে যুক্ত হয়েছেন, জানা গিয়েছিল আগেই। এবার প্রফেশনাল ক্রিকেটার হওয়ার পথে […]

The post ভারতীয় কিংবদন্তির ছেলে জায়গা পেলেন অনূর্ধ্ব-১৯ দলে appeared first on Crifo Sports.

]]>
প্রায়ই দেখা যায় ক্রীড়াবিদদের সন্তানেরা তাদের ধারাবাহিকতায় চলে আসেন খেলাধুলার দুনিয়ায়। অসংখ্য ক্রিকেটার রয়েছেন যাদের ছেলে কিংবা মেয়ে বাবা-মায়ের পথ অনুসরণ করে হয়েছেন ক্রিকেটার। একই সঙ্গে খেলেছেন বাবা-ছেলে এমন নজিরও রয়েছে ক্রিকেট বিশ্বে।

ভারতীয় কিংবদন্তি সাবেক ক্রিকেটার রাহুল দ্রাবিড়ের ছেলে বাবাকে অনুসরণ করে ক্রিকেটের সঙ্গে যুক্ত হয়েছেন, জানা গিয়েছিল আগেই। এবার প্রফেশনাল ক্রিকেটার হওয়ার পথে আরও একধাপ এগিয়ে গেল সে। ভারতের অনূর্ধ্ব-১৯ দলে জায়গা পেয়েছেন দ্রাবিড় পুত্র সামিত দ্রাবিড়।

রাহুল দ্রাবিড় একজন বিশ্ব বিখ্যাত স্বীকৃত ব্যাটার হলেও তার ছেলে একজন অলরাউন্ডার। মিডল অর্ডারে ব্যাটিংয়ের পাশাপাশি মিডিয়াম পেস বোলিংও করেন সামিত। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ এবং চার দিনের ম্যাচের সিরিজ, উভয় স্কোয়াডেই জায়গা হয়েছে সামিতের।

এর আগে কুচ বিহার টুর্নামেন্টে তার পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেটারদের চার দিনের ম্যাচের সেই টুর্নামেন্টে ৮ ম্যাচে ৩৬২ রান করার পাশাপাশি ১৬টি উইকেট শিকার করেছিলেন সামিত। তবে বর্তমানে বেঙ্গালুরুতে চলা মহারাজা টি-টোয়েন্টি টুর্নামেন্টে তেমন সুবিধা করতে পারছে না সে।

এদিকে রাহুল দ্রাবিড় বেশ কিছুদিন ছিলেন ভারতীয় জাতীয় দলের প্রধান কোচের দায়িত্বে নিয়োজিত ছিলেন। সম্প্রতি তার অধীনে দীর্ঘ দিনের আক্ষেপ ঘুচিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জেতে ভারত। এর আগে ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপ জয়ের দ্বারপ্রান্তে গিয়েও হোচট খেয়েছিল ফাইনালে।

চলতি মাসেই অস্ট্রেলিয়ার বিপক্ষে অনূর্ধ্ব-১৯ দলের সিরিজ শুরু হবে ঘরের মাঠে। পুদুচেরিতে ৫০ ওভারের সিরিজের তিন ম্যাচ হবে যথাক্রমে ২১, ২৩ ও ২৬ সেপ্টেম্বর। এরপর ৩০ সেপ্টেম্বর ও ৭ অক্টোবর চেন্নাইয়ের মাঠে অনুষ্ঠিত হবে চার দিনের দুটি ম্যাচ।

আরও পড়ুন: রেয়ালের জালে বার্সেলোনার গোল উৎসব

ক্রিফোস্পোর্টস/১সেপ্টেম্বর২৪/এফএএস

The post ভারতীয় কিংবদন্তির ছেলে জায়গা পেলেন অনূর্ধ্ব-১৯ দলে appeared first on Crifo Sports.

]]>
https://www.crifosports.com/the-son-of-the-indian-legend-got-a-place-in-the-u-19-team/feed/ 0
নিজের বায়োপিকে নিজেই অভিনয় করবেন রাহুল দ্রাবিড়? https://www.crifosports.com/will-rahul-dravid-act-in-his-own-biopic/ https://www.crifosports.com/will-rahul-dravid-act-in-his-own-biopic/#respond Thu, 22 Aug 2024 17:20:04 +0000 https://www.crifosports.com/?p=32441 ভারতীয় ক্রিকেটে অবসরের পর তারকাদের নিয়ে সিনেমা বানানোর রীতি বহু পুরোনো। বলিউডের সাথে ভারতীয় ক্রিকেটের সম্পর্কও নতুন নয় মাহেন্দ্র সিং ধোনি, মোহাম্মদ আজহারুদ্দিনকে নিয়ে সিনেমা নির্মিত হয়েছে। নতুনভাবে আসছে যুবরাজ সিংয়ের বায়োপিক। এবার আলোচনায় রাহুল দ্রাবিড়! সম্প্রতি ভারতের একটি অনুষ্ঠানে কথা বলেছেন দ্রাবিড়। সেই অনুষ্ঠানের প্রশ্নোত্তর নিয়ে গণমাধ্যমে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে জানানো হয়েছে, […]

The post নিজের বায়োপিকে নিজেই অভিনয় করবেন রাহুল দ্রাবিড়? appeared first on Crifo Sports.

]]>
ভারতীয় ক্রিকেটে অবসরের পর তারকাদের নিয়ে সিনেমা বানানোর রীতি বহু পুরোনো। বলিউডের সাথে ভারতীয় ক্রিকেটের সম্পর্কও নতুন নয় মাহেন্দ্র সিং ধোনি, মোহাম্মদ আজহারুদ্দিনকে নিয়ে সিনেমা নির্মিত হয়েছে। নতুনভাবে আসছে যুবরাজ সিংয়ের বায়োপিক। এবার আলোচনায় রাহুল দ্রাবিড়!

সম্প্রতি ভারতের একটি অনুষ্ঠানে কথা বলেছেন দ্রাবিড়। সেই অনুষ্ঠানের প্রশ্নোত্তর নিয়ে গণমাধ্যমে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে জানানো হয়েছে, রাহুল দ্রাবিড়ের কি বায়োপিক কি কখনও হবে?

এই প্রশ্নটাই রাহুল দ্রাবিড়কে করা হয়েছিল। আপনি কি আশা করছেন, কখনও আপনার বায়োপিক বড় পর্দায় দেখা যাবে! দ্রাবিড় এই কথা শুনে হেসে ফেললেন। তবে হবে কী হবে না সে ব্যাপারে কোনো নিশ্চয়তা দেননি।

এরপর রাহুল দ্রাবিড়কে আরও একটি প্রশ্ন করা হয়েছিল। ‘আপনার বায়োপিক হলে নাম ভূমিকায় কোন নায়ককে দেখতে চান’? এই কথার উত্তরে দ্রাবিড় যা বললেন, শুনে অবাক হয়ে যাবেন।

আরও পড়ুন:

» সাইফ-জাকেরের সেঞ্চুরিতে পাকিস্তানে বড় সংগ্রহ পেল বাংলাদেশ ‘এ’

» বন্যার্তদের জন্য মন কাঁদছে তাসকিন-মুশফিকদের

রাহুল দ্রাবিড় মজা করে বলেন, যদি টাকার অঙ্কটা ভাল হয়, তা হলে আমার বায়োপিকে আমিই না হয় অভিনয় করব! যদিও এটা হাস্যরসাত্মক উত্তর ছিল। কিন্তু বাস্তবে তিনি অভিনয় করবেন কী না তা নিয়ে এখনো সংশয় রয়েছে।

এবারের ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে এবার দ্রাবিড়ের ভূমিকা ছিল উল্লেখযোগ্য। বিশ্বকাপ জয়ের স্মৃতিচারণ করে দ্রাবিড় বলেন, এই ট্রফি জয় গোটা দেশের মানুষ উপভোগ করেছে, এটাই আমার কাছে সেরা পাওনা। এর চেয়ে আনন্দের ‍মুহূর্ত হতে পারে না।

ক্রিফোস্পোর্টস/২২আগস্ট২৪/এজে

The post নিজের বায়োপিকে নিজেই অভিনয় করবেন রাহুল দ্রাবিড়? appeared first on Crifo Sports.

]]>
https://www.crifosports.com/will-rahul-dravid-act-in-his-own-biopic/feed/ 0
সুব্যক্তিত্ব ফুটিয়ে তুললেন দ্রাবিড়, বোনাসের অতিরিক্ত অর্থ নিতে নারাজ https://www.crifosports.com/dravid-showed-good-personality-unwilling-to-take-additional-bonus-money/ https://www.crifosports.com/dravid-showed-good-personality-unwilling-to-take-additional-bonus-money/#respond Sun, 14 Jul 2024 08:53:27 +0000 https://www.crifosports.com/?p=30421 খেলোয়াড় হিসেবে তো বটেই মানুষ হিসেবে আরো বড় রাহুল দ্রাবিড়। ‘দ্যা ওয়াল’ খ্যাত সাবেক ভারতীয় এই ব্যাটার নিজের দল ও দেশের প্রতি যেন ভীষণ নিবেদিত প্রাণ৷ বিখ্যাত ভারতীয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে একবার রাহুল দ্রাবিড় সম্পর্কে বলেছিলেন,’আপনি যদি রাহুল দ্রাবিড়কে তার দলের জন্য কাঁচের উপর দিয়ে হাঁটতে বলেন, তাহলে তার একটাই প্রশ্ন হবে-‘কত মাইল’? এটাই আপনাকে […]

The post সুব্যক্তিত্ব ফুটিয়ে তুললেন দ্রাবিড়, বোনাসের অতিরিক্ত অর্থ নিতে নারাজ appeared first on Crifo Sports.

]]>
খেলোয়াড় হিসেবে তো বটেই মানুষ হিসেবে আরো বড় রাহুল দ্রাবিড়। ‘দ্যা ওয়াল’ খ্যাত সাবেক ভারতীয় এই ব্যাটার নিজের দল ও দেশের প্রতি যেন ভীষণ নিবেদিত প্রাণ৷ বিখ্যাত ভারতীয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে একবার রাহুল দ্রাবিড় সম্পর্কে বলেছিলেন,’আপনি যদি রাহুল দ্রাবিড়কে তার দলের জন্য কাঁচের উপর দিয়ে হাঁটতে বলেন, তাহলে তার একটাই প্রশ্ন হবে-‘কত মাইল’? এটাই আপনাকে বুঝিয়ে দিবে মানুষ হিসেবে রাহুল দ্রাবিড় কতটা সেরা৷ সদ্য টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ভারতীয় ক্রিকেট বোর্ড দ্রাবিড়কে ৫ কোটি রুপি বোনাস দেওয়ার ঘোষণা দেয়, কিন্তু সেখানেই নিজের সুব্যক্তিত্ব ফুটিয়ে তোলেন দ্রাবিড়৷

কোচিং প্যানেল দ্রাবিড় ছাড়াও সবাইকে আড়াই কোটি রুপির বোনাস দেওয়ার ঘোষণা করে বিসিসিআই৷ কিন্তু দ্রাবিড় জানিয়ে দিয়েছেন, কোচিং প্যানেলের সবার মতোই তিনি পাঁচ কোটি রুপির পরিবর্তে আড়াই কোটি রুপি নিতে চান৷

নিবেদন, ধৈর্য, পরিশ্রম আর প্রকৃতপক্ষে একজন ভালো মানুষ হওয়া- সবকিছুতেই খুঁজে পাওয়া যাবে রাহুল দ্রাবিড়ের নাম৷ ক্যারিয়ার জুড়ে শচীন টেন্ডুলকার ও সৌরভ গাঙ্গুলির ছায়া হয়ে ছিলেন৷ তবে দলের জন্য চুপচাপ নিজের কাজটা গোছালোভাবে করে যেতেন দ্রাবিড়৷

আরও পড়ুন:

» জেমস অ্যান্ডারসন : লর্ডস থেকে শুরু লর্ডসেই শেষ

» দক্ষিণ আফ্রিকাকে কেন ‘চোকার্স’ বলা হতো, যেভাবে মুছল বদনাম

» ডি মারিয়ার শেষ ম্যাচ স্মরণীয় করে রাখতে চান মেসি

কোচ হিসেবে ভারতীয় ক্রিকেটে দায়িত্ব নেওয়ার পরও দলকে নিজের ক্যারিয়ারের মতোই গুছিয়ে নেন৷ যদিও খুব দ্রুতই সাফল্য ধরা দেয়নি৷ সাফল্যের জন্য লেগে থাকতে হয়েছে, যা ক্যারিয়ার জুড়েই করে গেছেন রাহুল দ্রাবিড়৷ রবি শাস্ত্রীর উত্তরসূরি হিসেবে ২০২১ সালে ভারতের দায়িত্ব নিয়েছিলেন দ্রাবিড়৷ ঠিক সেই বছরে সংযুক্ত আরব-আমিরাতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবি হয়েছিল ভারতের৷

আইপিএল খেলে তারকা নির্ভর দল বিশ্বকাপে পাড়ি জমানো ভারত প্রথম রাউন্ড থেকেই বিদায় নেয়৷ দায়িত্ব হাতে পেয়ে দলকে গোছানোর দিকে মনোনিবেশ করেন দ্রাবিড়৷ টি-টোয়েন্টি বিশ্বকাপের পরের আসরেই স্বপ্নভঙ্গের সাক্ষী হলেন দ্রাবিড়সহ গোটা ভারতীয় দল৷ অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নেয়৷ অ্যাডিলেডে ইংল্যান্ডের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় রোহিতদের৷

সেখানেই থেমে থাকেননি দ্রাবিড়৷ স্বপ্ন বুনতে থাকেন ঘরের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপ ঘরেই রেখে দেবে ভারত৷ শুরুটা হয়েছিল চ্যাম্পিয়নদের মতোই।বিশ্বকাপের একমাত্র অপরাজেয় দল হিসেবে ফাইনাল খেলে রোহিত-কোহলিরা৷ কিন্তু ফাইনালের মতো মহাগুরুত্বপূর্ণ ম্যাচে ছন্দপতন হয় ভারতের। প্যাট কামিন্সের অস্ট্রেলিয়ার কাছে হেরে শিরোপার স্বপ্ন ধামাচাপা দিতে হয় ভারতকে৷

আরও পড়ুন:

» দক্ষিণ আফ্রিকার ‘আট’ ও রাজা রবার্ট দ্য ব্রুসের ‘সাত’

» ক্রিকেটে ডিএলএস পদ্ধতির আবিষ্কারক কে এই ডাকওয়ার্থ? 

বছর না ঘুরতেই আরো একটি স্বপ্নের কাছাকাছি ভারত৷ আইপিএলের মহাযজ্ঞ শেষ করে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমায় ভারত৷ টুর্নামেন্টের শুরু থেকেই অপ্রতিরোধ্য চরিত্রে ধরা দেয় ম্যান ইন ব্লুসরা। জশপ্রিত বুমরাহ, রোহিত শর্মা কিংবা সূর্যকুমার যাদবরা ব্যাটে-বলে ছিলেন দ্রাবিড়ের তুরুপের তাস৷ তবে ব্যতিক্রম ছিলেন বিরাট কোহলি৷

আইপিএলে ব্যাট হাতে রানের ফোয়ারা ঝরানো কোহলি শত চেষ্টা করেও রানের দেখা পাচ্ছিল না। ফাইনালের আগ পর্যন্ত পুরো টুর্নামেন্ট জুড়েই কোহলির ব্যাট ছিল একেবারেউ নিষ্প্রভ। কিন্তু কোহলির ছন্দহীনতা মোটেও আঁচ পড়েনি ভারতীয় দলে। বরং অপরাজেয় দল হিসেবে আবারো ফাইনালে পা রাখে রোহিতরা৷

গত আসরেই অপরাজেয় দল হয়েও ফাইনালে শিরোপা খোয়াতে হয়, এবার দ্রাবিড়ের ভারতের সামনে সুযোগ এসেছে তার শোধ নেওয়া৷ কিন্তু একই সঙ্গে উঁকি দিচ্ছিলো আরেকটি স্বপ্নভঙ্গের যন্ত্রণা। তবে ফাইনালে এবার আর স্বপ্নভঙ্গের জন্ম দেয়নি ভারত৷ দীর্ঘ ১১ বছর পর দ্রাবিড়ের অধীনে আইসিসির কোনো বৈশ্বিক শিরোপা ঘরে তোলে৷ এমন অর্জনে অবশ্য পুরো দলের পরিবেশ বদলে যায়৷ ক্রিকেটারদের চোখে-মুখে ফুটে ওঠে দলের প্রতি আবেগ আর ভালোবাসার সম্মিলন৷

Rahul Dravid with T20 WC Trophy

টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা হাতে দ্রাবিড়। ছবি- সংগৃহীত

ব্যতিক্রম ছিলেন না দ্রাবিড়ও৷ দু-ফোটা অশ্রু গড়িয়ে পড়ে তার চোখ বেয়ে৷ ভারতের বহুদিনের আক্ষেপ মেটানোর জন্য এ ছিল আনন্দের অশ্রু৷ বিশ্বকাপ জয়ের পর দ্রাবিড়কে নিয়ে ইন্সটাগ্রামে এক পোস্টে রোহিত শর্মা বলেছিলেন,’দেশের শতকোটি মানুষের মতো আমিও আপনাকে দেখেই বড় হয়েছি। আমি ভাগ্যবান যে আপনার সঙ্গে কাজ করতে পেরেছি। আপনি এত বড় মাপের একজন ক্রিকেটার হয়েও নিজের সব অর্জনকে দূরে সরিয়ে আমাদের কোচ হয়েছিলেন। আপনি নিজেকে আমাদের সঙ্গে এমনভাবে মানিয়ে নিয়েছিলেন যে, আমরা আপনাকে যেকোনো কিছু বলতে পারতাম। আপনার নম্রতা এবং এত বছর পরও ক্রিকেটের প্রতি অনুরাগ আমাদের মুগ্ধ করে।’

তবে নম্রতা আর সুব্যক্তিত্বদের আরো একটি উদাহরণ স্থাপন করেন দ্রাবিড়৷ বিশ্বজয় করে ভারতে ফেরার পর পুরো দলের জন্য ১২৫ কোটি রুপির বোনাস দেওয়ার ঘোষণা দেয় ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই। বিশ্বকাপের মূল দলে থাকা প্রত্যেকের জন্য বরাদ্দ করা হয় ৫ কোটি রুপি৷

রাহুল দ্রাবিড়ের জন্যও ৫ কোটি রুপি নির্ধারণ করা হয়। কিন্তু দ্রাবিড়ের সহকারীরা প্রত্যেকের জন্য ধার্য করা হয় আড়াই কোটি রুপি। ব্যাটিং কোচ বিক্রম রাঠোর, ফিল্ডিং কোচ টি দিলীপ, বোলিং কোচ পরশ মাম্ব্রেরা পাচ্ছেন আড়াই কোটি করে। যা নিয়ে আপত্তি দ্রাবিড়ের৷ তাই নিজেও কোচিং প্যানেলের সবার মতো আড়াই কোটি রুপি নেওয়ার কথা বিসিসিআইকে জানিয়ে দিয়েছেন৷ পরবর্তীতে অতিরিক্ত আড়াই কোটি রুপি নেননি দ্রাবিড়৷ ক্যারিয়ার জুড়েই ছিল এমনটাই ছিল দ্রাবিড়ের সহজাত বৈশিষ্ট্য।

ক্রিফোস্পোর্টস/১৪জুলাই২৪/টিএইচ/বিটি

The post সুব্যক্তিত্ব ফুটিয়ে তুললেন দ্রাবিড়, বোনাসের অতিরিক্ত অর্থ নিতে নারাজ appeared first on Crifo Sports.

]]>
https://www.crifosports.com/dravid-showed-good-personality-unwilling-to-take-additional-bonus-money/feed/ 0
কোচিং স্টাফের অন্যদের চেয়ে বাড়তি বোনাস ফিরিয়ে দিলেন দ্রাবিড় https://www.crifosports.com/dravid-returned-an-additional-bonus-than-others-in-the-coaching-staff/ https://www.crifosports.com/dravid-returned-an-additional-bonus-than-others-in-the-coaching-staff/#respond Wed, 10 Jul 2024 17:10:20 +0000 https://www.crifosports.com/?p=30139 এক দশকের বেশি সময় পর শিরোপা খরা কেটেছে ভারতের। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে মধ্য দিয়ে ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফির পর আইসিসির বৈশ্বিক শিরোপা জয়ের স্বাদ পেয়েছে ম্যান ইন ব্লুসরা। দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের অধীনে ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপ শিরোপা হাতছাড়া হলেও, তার হাত ধরেই অবশেষে সাফল্যের দেখা পেয়েছে ভারত। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে রোহিত-কোহলিদের সাফল্যের পর […]

The post কোচিং স্টাফের অন্যদের চেয়ে বাড়তি বোনাস ফিরিয়ে দিলেন দ্রাবিড় appeared first on Crifo Sports.

]]>
এক দশকের বেশি সময় পর শিরোপা খরা কেটেছে ভারতের। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে মধ্য দিয়ে ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফির পর আইসিসির বৈশ্বিক শিরোপা জয়ের স্বাদ পেয়েছে ম্যান ইন ব্লুসরা। দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের অধীনে ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপ শিরোপা হাতছাড়া হলেও, তার হাত ধরেই অবশেষে সাফল্যের দেখা পেয়েছে ভারত।

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে রোহিত-কোহলিদের সাফল্যের পর মোটা অঙ্কের বোনাস ঘোষণা করে দেশটির ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। যেখানে দলের খেলোয়াড়, কোচিং স্টাফসহ মোট ৪২ জনের জন্য মোটা অঙ্কের টাকা বোনাস দিচ্ছে  বিসিসিআই।

যেখানে স্কোয়াডে থাকা ১৫ জন খেলোয়াড়ই পাচ্ছেন ৫ কোটি রুপি করে। আর কোচিং স্টাফের সদস্যরা পাচ্ছেন আড়াই কোটি রুপি করে। তবে প্রধান কোচ রাহুল দ্রাবিড়কে খেলোয়াড়দের সমান ৫ কোটি রুপি দিতে চেয়েছিল বিসিসিআই। তবে এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন এই বিশ্বকাপজয়ী কোচ। তিনিও অন্যান্য স্টাফদের সমান বোনাস নিবেন বলে জানিয়েছেন।

আরও পড়ুন:

» তামিম-আফিফদের নিয়ে অস্ট্রেলিয়া সফরের দল ঘোষণা

» আবারও আইপিএলে ফিরছেন দ্রাবিড়! 

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, রাহুল দ্রাবিড় তার জন্য বরাদ্দ ৫ কোটি রুপির বোনাস ফিরিয়ে দিয়েছেন। তিনি ব্যাটিং কোচ বিক্রম রাঠোর, ফিল্ডিং কোচ টি দিলিপ ও বোলিং কোচ পরস মামব্রের সমান আড়াই কোটি রুপি বোনাস নেবেন।

এ প্রসঙ্গে বিসিসিআইয়ের একটি সূত্র জানায়, ‘রাহুল সাপোর্ট স্টাফদের সমান আড়াই কোটি রুপি বোনাস নেবেন । আমরা তার অনুভূতিকে সম্মান জানাই।’

এর আগেও ২০১৯ সালে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের কোচ থাকাকালীন মোটা অঙ্কের বোনাস ফিরিয়ে দারুণ নজির গড়েছিলেন দ্রাবিড়। সেইবার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের পর প্রধান কোচ দ্রাবিড়ের জন্য ৫০ লাখ, খেলোয়াড়দের জন্য ৩০ লাখ এবং সাপোর্ট স্টাফে থাকা বাকিদের জন্য ২০ লাখ রুপি বোনাস ঘোষণা করেছিল বিসিসিআই। পরবর্তীতে তার অনুরোধে সবাইকে সমান ২৫ লাখ রুপি করে বোনাস দিয়েছিল দেশটির ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

ক্রিফোস্পোর্টস/১০জুলাই২৪/বিটি

The post কোচিং স্টাফের অন্যদের চেয়ে বাড়তি বোনাস ফিরিয়ে দিলেন দ্রাবিড় appeared first on Crifo Sports.

]]>
https://www.crifosports.com/dravid-returned-an-additional-bonus-than-others-in-the-coaching-staff/feed/ 0
আবারও আইপিএলে ফিরছেন দ্রাবিড়! https://www.crifosports.com/dravid-is-returning-to-ipl-again/ https://www.crifosports.com/dravid-is-returning-to-ipl-again/#respond Wed, 10 Jul 2024 10:13:34 +0000 https://www.crifosports.com/?p=30025 ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়ে জাতীয় দলের দায়িত্ব ছেড়েছেন ভারতীয় কিংবদন্তি রাহুল দ্রাবিড়। এটা এখন পুরোনো খবর। তবে নতুন খবর হলো আবারও আইপিএলে ফিরতে পারেন ‘দ্যা ওয়াল’ খ্যাত এই কিংবদন্তি সাবেক ব্যাটার। তবে এবার দলের মেন্টর হিসেবে। ভারতের একাধিক গণমাধ্যম দাবি করেছে, আগামী আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হিসেবে দেখা যেতে পারে টিম ইন্ডিয়ার সাবেক এই […]

The post আবারও আইপিএলে ফিরছেন দ্রাবিড়! appeared first on Crifo Sports.

]]>
ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়ে জাতীয় দলের দায়িত্ব ছেড়েছেন ভারতীয় কিংবদন্তি রাহুল দ্রাবিড়। এটা এখন পুরোনো খবর। তবে নতুন খবর হলো আবারও আইপিএলে ফিরতে পারেন ‘দ্যা ওয়াল’ খ্যাত এই কিংবদন্তি সাবেক ব্যাটার। তবে এবার দলের মেন্টর হিসেবে। ভারতের একাধিক গণমাধ্যম দাবি করেছে, আগামী আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হিসেবে দেখা যেতে পারে টিম ইন্ডিয়ার সাবেক এই হেড কোচকে।

এতদিন কলকাতার মেন্টর হিসেবে দায়িত্বে ছিলেন গৌতম গম্ভীর। তার অধীনে দীর্ঘদিন পর আইপিএলের তৃতীয় শিরোপা ঘরে তুলেছে কেকেআর। অধিনায়ক হিসেবেও শাহরুখের দলের হয়ে শিরোপা জিতেছিলেন গৌতম। সম্প্রতি কলকাতার দায়িত্ব ছেড়ে ভারত জাতীয় দলের হেড কোচের দায়িত্ব গ্রহণ করেছেন তিনি। গত মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

তাই গম্ভীরের স্থলাভিষিক্ত হিসেবে দ্রাবিড়কে মেন্টরের দায়িত্ব দিতে চায় কেকেআর। এজন্য নাকি বড় অঙ্কের প্রস্তাবও পেয়েছেন তিনি। জানা গেছে, কেকেআর ছাড়াও আরও বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি দ্রাবিড়কে ডেরায় ভেড়াতে আগ্রহী। এজন্য নাকি বিসিসিআইয়ের চেয়েও মোটা অঙ্কের পারিশ্রমিক দিতে তারা প্রস্তুত। ভারতের হেড কোচ থাকাকালীন রাহুলের বেতন ছিল ১২ কোটি রুপি।

আরো পড়ুন : বিশ্বকাপ ব্যর্থতায় ওয়াহাব-রাজ্জাককে বরখাস্ত করল পিসিবি

তবে আইপিএলে এটাই রাহুলের প্রথম দায়িত্ব গ্রহণ হবে না। ২০১২ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাওয়া এই ব্যাটার ২০১৪ ও ২০১৫ সালের আইপিএলেও রাজস্থান রয়্যালসের মেন্টর পদে ছিলেন। আর ক্রিকেটার হিসেবেও তিনি রাজস্থানের হয়ে খেলেছেন। রাজস্থানের পর দিল্লি ক্যাপিটালসেরও মেন্টর হিসেবে কাজ করেছেন দ্রাবিড়। এরপরই জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেন ‘দ্যা ওয়াল’।

ভারতকে টেস্ট চ্যাম্পিয়নশীপ ও ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে তুললেও শিরোপা জেতাতে পারেননি। অবশেষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতিয়ে দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন এই কিংবদন্তি। এবার দেখার পালা, ফের আইপিএলে তিনি ফেরেন কিনা।

ক্রিফোস্পোর্টস/১০জুলাই২৪/এমএস

The post আবারও আইপিএলে ফিরছেন দ্রাবিড়! appeared first on Crifo Sports.

]]>
https://www.crifosports.com/dravid-is-returning-to-ipl-again/feed/ 0