মেসি Archives - Crifo Sports https://www.crifosports.com/tag/মেসি/ Top Sports News Site Tue, 09 Sep 2025 16:44:04 +0000 bn-BD hourly 1 https://wordpress.org/?v=6.8.2 https://www.crifosports.com/wp-content/uploads/2023/04/Crifo-sports-favicon-1-80x80.png মেসি Archives - Crifo Sports https://www.crifosports.com/tag/মেসি/ 32 32 বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে মেসির ‘১০ নম্বর’ জার্সি পরে খেলবেন যিনি https://www.crifosports.com/player-to-wear-messis-iconic-no-10-in-final-world-cup-qualifier/ https://www.crifosports.com/player-to-wear-messis-iconic-no-10-in-final-world-cup-qualifier/#respond Tue, 09 Sep 2025 16:44:04 +0000 https://www.crifosports.com/?p=61725 ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে শেষ রাউন্ডের ম্যাচে আগামীকাল (বুধবার) মাঠে নামছে লাতিন অঞ্চলের দেশগুলো। শেষ রাউন্ডের ম্যাচে ভোরে মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ইকুয়েডরের বিপক্ষে স্বাগতিকদের মাঠে মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। তবে এই ম্যাচে খেলবেন না লিওনেল মেসি।  গত শুক্রবার (৫ সেপ্টেম্বর) বুয়েনস আয়ার্সের মনুমেন্টাল স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে জাতীয় দলের হয়ে দেশের মাটিতে শেষ ম্যাচটি খেলেন লিওনেল […]

The post বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে মেসির ‘১০ নম্বর’ জার্সি পরে খেলবেন যিনি appeared first on Crifo Sports.

]]>
২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে শেষ রাউন্ডের ম্যাচে আগামীকাল (বুধবার) মাঠে নামছে লাতিন অঞ্চলের দেশগুলো। শেষ রাউন্ডের ম্যাচে ভোরে মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ইকুয়েডরের বিপক্ষে স্বাগতিকদের মাঠে মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। তবে এই ম্যাচে খেলবেন না লিওনেল মেসি। 

গত শুক্রবার (৫ সেপ্টেম্বর) বুয়েনস আয়ার্সের মনুমেন্টাল স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে জাতীয় দলের হয়ে দেশের মাটিতে শেষ ম্যাচটি খেলেন লিওনেল মেসি। ম্যাচ শেষে মেসি নিজেই কোচকে জানিয়ে দেন, বাছাইপর্বে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচটিতে খেলবেন না তিনি।

মূলত সম্প্রতি ইনজুরি থেকে ফিরেছেন মেসি। ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটিতেও বেশ সংগ্রাম করেছিলেন তিনি। তাই শেষ ম্যাচের আগে বিশ্রাম চেয়ে নিয়েছেন এই ফরোয়ার্ড। তাছাড়া ইন্টার মায়ামির হয়ে নতুন মৌসুম শুরুর আগে নিজেকে পুরোপুরি ফিট রাখতে চান মেসি। এ কারণেই বাড়তি চাপ নেননি ৩৮ বছর বয়সী এই ফরোয়ার্ড।

আর্জেন্টিনার হয়ে এর আগেও ইনজুরির কিংবা বিশ্রামজনিত কারণে অনেক ম্যাচ মিস করেছেন মেসি। কিন্তু তার আইকনিক ১০ নম্বর জার্সি কখনোই দেওয়া হয়নি অন্য ফুটবলারদের। তবে আগামীকালের ইকুয়েডর ম্যাচে মেসির ১০ নম্বর জার্সিতে দেখা যেতে পারে অন্য এক ফুটবলারকে।

ইকুয়েডর ম্যাচে মেসির ১০ নম্বর জার্সি পরতে পারেন অ্যাথলেটিকো মাদ্রিদের তরুণ অ্যাটাকিং মিডফিল্ডার থিয়াগো আলমাদা। ক্রিস্টিয়ান কামিনোর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আর্জেন্টিনার প্রভাবশালী ফুটবল বিষয়ক সংবাদ মাধ্যম মুন্ডো আলবিসেলেস্তে।

মূলত আর্জেন্টিনার যুব পর্যায়ে ১০ নম্বর জার্সি পরে খেলতেন আলমাদা। তাই এবার মেসির অনুপস্থিতিতে জাতীয় দলে তার আইকনিক নাম্বার টেন জার্সি গায়ে চড়াতে পারেন এই ২৪ বছর বয়সী তরুণ।

আগামীকাল বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। লাতিন অঞ্চল থেকে প্রথম দল হিসেবে ২০২৬ বিশ্বকাপের টিকিট কেটেছিল আলবিসেলেস্তেরা। বাছাই পর্বের পয়েন্ট টেবিলে এখন শীর্ষ অবস্থান করছে তারা। শেষ ম্যাচে ফলাফল যেমনই হোক না কেন, শীর্ষস্থানে থেকেই বাছাইপর্ব শেষ হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের।

ক্রিফোস্পোর্টস/৯সেপ্টেম্বর২৫/বিটি

The post বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে মেসির ‘১০ নম্বর’ জার্সি পরে খেলবেন যিনি appeared first on Crifo Sports.

]]>
https://www.crifosports.com/player-to-wear-messis-iconic-no-10-in-final-world-cup-qualifier/feed/ 0
আর্জেন্টিনার মাটিতে শেষ ম্যাচটাও রাঙিয়ে দিলেন মেসি https://www.crifosports.com/messi-made-his-last-match-on-argentine-soil-even-more-colorful/ https://www.crifosports.com/messi-made-his-last-match-on-argentine-soil-even-more-colorful/#respond Fri, 05 Sep 2025 05:23:49 +0000 https://www.crifosports.com/?p=61489 লিওনেল মেসি। আর্জেন্টিনার মানুষের কাছে যিনি এক অবতার। মেসি মাঠে আছে মানেই আর্জেন্টাইনরা নির্ভার-উচ্ছ্বসিত। কিন্তু আজকের পর আর তাকে নিজ দেশের মাটিতে আকাশী-সাদা জার্সিতে দেখা যাবে না। লা আলবাসিলেস্তাদের হয়ে ঘরের মাঠে শেষ ম্যাচটা খেলে ফেললেন মেসি। বাংলাদেশ সময় শুক্রবার ভোরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে জোড়া গোল করেন লিওনেল মেসি। তাতে তার দল সহজ […]

The post আর্জেন্টিনার মাটিতে শেষ ম্যাচটাও রাঙিয়ে দিলেন মেসি appeared first on Crifo Sports.

]]>
লিওনেল মেসি। আর্জেন্টিনার মানুষের কাছে যিনি এক অবতার। মেসি মাঠে আছে মানেই আর্জেন্টাইনরা নির্ভার-উচ্ছ্বসিত। কিন্তু আজকের পর আর তাকে নিজ দেশের মাটিতে আকাশী-সাদা জার্সিতে দেখা যাবে না। লা আলবাসিলেস্তাদের হয়ে ঘরের মাঠে শেষ ম্যাচটা খেলে ফেললেন মেসি।

বাংলাদেশ সময় শুক্রবার ভোরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে জোড়া গোল করেন লিওনেল মেসি। তাতে তার দল সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে। শেষ ম্যাচটাও এভাবে জয় দিয়ে রাঙিয়ে স্মরণ করে রাখলেন এই ফুটবল জাদুকর।

ভেনেজুয়েলাকে ৩-০ গোলে হারানোর ম্যাচে মেসির জোড়া গোল ছাড়াও এস্তাদিও মাস মনুমেন্টালে একটি গোল পেয়েছেন লাউতারো মার্টিনেজ। পুরো ম্যাচে আধিপত্য দেখানো আর্জেন্টিনা প্রথম হাফে একটি এবং দ্বিতীয় হাফে দুইটি গোল করে।

ধীরে ধীরে জ্বলে উঠে ম্যাচের ৩৯তম মিনিটে মনুমেন্টালে হাজির ৮০ হাজারের মতো দর্শককে উল্লাসে মাতান এলএম টেন। আলভারেজের পাস থেকে বাম পায়ে প্রথমে বলটাকে নিজের আয়ত্বে নেন মেসি, এরপর দারুণ এক চিপে বলটা জড়ান জালে।

প্রথম হাফে আরও কিছু সুযোগ পেলেও গোল করতে পারেনি আলবিসেলেস্তারা। ৭৪তম মিনিটে আলভারেজের বদলি হিসেবে নেমে লাউতারো চার মিনিটের মাথায় গোল করেন। ৭৮তম মিনিটে নিকোলাস গঞ্জালেজের পাস থেকে গোল করেন লাউতারো মার্টিনেজ।

৮০তম মিনিটে আবারও মেসির গোল। আলমাদার পাস থেকে গোল করেন আর্জেন্টিনার অধিনায়ক। তবে ঘরের মাঠে নিজের শেষ ম্যাচে হ্যাটট্রিক পেতে পারতেন মেসি। ৮৯তম মিনিটে আরেকটি গোল করেছিলেন তিনি। তবে ভিএআরের সাহায্যে গোলটি বাতিল হয়ে যায়।

২০০৫ সালের ৯ অক্টোবর এই একই স্টেডিয়ামে আর্জেন্টিনার জাতীয় দলের জার্সি গায়ে অভিষেক হয়েছিল মেসির। ২০ বছর পর পর এই একই মাঠে আন্তর্জাতিক ক্যারিয়ারের বিদায়ের শুরুটা করলেন মেসি। তবে তার বিদায় চাইছেন না আর্জেন্টিনার একজন মানুষও।

ক্রিফোস্পোর্টস/৫সেপ্টেম্বর২৫/এনজি

The post আর্জেন্টিনার মাটিতে শেষ ম্যাচটাও রাঙিয়ে দিলেন মেসি appeared first on Crifo Sports.

]]>
https://www.crifosports.com/messi-made-his-last-match-on-argentine-soil-even-more-colorful/feed/ 0
নভেম্বরে ভারতে আসছে মেসির আর্জেন্টিনা https://www.crifosports.com/messis-argentina-to-visit-india-in-november/ https://www.crifosports.com/messis-argentina-to-visit-india-in-november/#respond Sat, 23 Aug 2025 06:24:42 +0000 https://www.crifosports.com/?p=60987 ভারতীয় ফুটবলের জন্য  সুখবর দিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। চলতি বছরের নভেম্বরে এক প্রীতি ম্যাচ খেলতে ভারতের কেরালায় আসবে আর্জেন্টাইনরা। আজ (২৩ আগস্ট) ভোরে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন তাদের আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দিয়েছে। তবে এখনও নিশ্চিত করা হয়নি, কাদের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। বিবৃতিতে বলা হয়েছে, ২০২৫ সালে আর্জেন্টিনা আরও দুটি সময়ে ফিফা প্রীতি ম্যাচ খেলবে। […]

The post নভেম্বরে ভারতে আসছে মেসির আর্জেন্টিনা appeared first on Crifo Sports.

]]>
ভারতীয় ফুটবলের জন্য  সুখবর দিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। চলতি বছরের নভেম্বরে এক প্রীতি ম্যাচ খেলতে ভারতের কেরালায় আসবে আর্জেন্টাইনরা।

আজ (২৩ আগস্ট) ভোরে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন তাদের আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দিয়েছে। তবে এখনও নিশ্চিত করা হয়নি, কাদের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।

বিবৃতিতে বলা হয়েছে, ২০২৫ সালে আর্জেন্টিনা আরও দুটি সময়ে ফিফা প্রীতি ম্যাচ খেলবে। প্রথমটি অক্টোবরের ৬ থেকে ১৪ তারিখের মধ্যে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে। তবে প্রতিপক্ষ এবং শহর এখনও নির্ধারিত হয়নি। দ্বিতীয় ম্যাচটি ১০ থেকে ১৮ নভেম্বরের মধ্যে আঙ্গোলার লুয়ান্ডা এবং ভারতের কেরালা শহরে অনুষ্ঠিত হবে। সেই ম্যাচের প্রতিপক্ষও এখনো ঘোষণা করা হয়নি।

কেরালার ক্রীড়া মন্ত্রী ভি আব্দুরাহিমানও এই খবর নিশ্চিত করে বলেন, জটিলতায় গত মে মাসে আর্জেন্টিনার ভারত সফর বাতিল হয়েছিল। তবে এখন সব সমস্যার সমাধান হয়ে তিন মাসের মধ্যে আর্জেন্টিনা দল ভারতে আসতে চলেছে।

এটি ২০১১ সালের পর আর্জেন্টিনা দলের ভারতের দ্বিতীয় সফর হবে। সেই সময় কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে আর্জেন্টিনা ভেনেজুয়েলার বিরুদ্ধে খেলেছিল।

ক্রিফোস্পোর্টস/২৩আগস্ট২৫/এমএ

The post নভেম্বরে ভারতে আসছে মেসির আর্জেন্টিনা appeared first on Crifo Sports.

]]>
https://www.crifosports.com/messis-argentina-to-visit-india-in-november/feed/ 0
অক্টোবরে যুক্তরাষ্ট্রে দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা https://www.crifosports.com/argentina-will-play-two-matches-in-the-united-states-in-october-who-are-the-opponents/ https://www.crifosports.com/argentina-will-play-two-matches-in-the-united-states-in-october-who-are-the-opponents/#respond Thu, 14 Aug 2025 16:05:14 +0000 https://www.crifosports.com/?p=60601 আর্জেন্টিনা সবশেষ মাঠে নেমেছিল দুই মাস আগে। ফিফার জুন উইন্ডোতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে খেলেছিল আলবিসেলেস্তেরা। চলতি মাসেও কোনো খেলা নেই মেসিদের। তবে সেপ্টেম্বর উইন্ডোতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ দিয়ে ফের মাঠে ফিরছে আকাশি-নীলরা। ইতোমধ্যে লাতিন অঞ্চল থেকে ২০২৬ বিশ্বকাপের জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। আগামী ৫ সেপ্টেম্বর ঘরের মাঠে ভেনেজুয়েলা এবং ১০ সেপ্টেম্বর […]

The post অক্টোবরে যুক্তরাষ্ট্রে দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা appeared first on Crifo Sports.

]]>
আর্জেন্টিনা সবশেষ মাঠে নেমেছিল দুই মাস আগে। ফিফার জুন উইন্ডোতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে খেলেছিল আলবিসেলেস্তেরা। চলতি মাসেও কোনো খেলা নেই মেসিদের। তবে সেপ্টেম্বর উইন্ডোতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ দিয়ে ফের মাঠে ফিরছে আকাশি-নীলরা।

ইতোমধ্যে লাতিন অঞ্চল থেকে ২০২৬ বিশ্বকাপের জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। আগামী ৫ সেপ্টেম্বর ঘরের মাঠে ভেনেজুয়েলা এবং ১০ সেপ্টেম্বর অ্যাওয়ে ম্যাচে ইকুয়েডরের মুখোমুখি হবে দলটি। আর ইকুয়েডরের বিপক্ষে ম্যাচটিই হতে যাচ্ছে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে তাদের শেষ ম্যাচ।

তবে বাছাইপর্ব শেষ হলেও ফিফা উইন্ডোগুলো কাজে লাগাতে চায় আর্জেন্টিনা। ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে এই ফাঁকা সময়ে প্রীতি ম্যাচ খেলবে তারা। অক্টোবর থেকেই বিশ্ব সফর শুরু করবে মেসিরা। যার শুরুটা হবে যুক্তরাষ্ট্র সফর দিয়ে।

অক্টোবরে যুক্তরাষ্ট্রের শিকাগো ও নিউ জার্সিতে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ম্যাচ দুটি হবে ৮ থেকে ১৪ অক্টোবরের মধ্যে হতে পারে। আর্জেন্টাইন সাংবাদিক গ্যাস্তন এদুলের বরাত দিয়ে এই খবর জানিয়েছে মুন্ডো আলবিসেলেস্তে। তবে প্রতিপক্ষ কারা সেটা এখনো জানা যায়নি।

এরপর নভেম্বর উইন্ডোতে আফ্রিকা ও এশিয়া সফর করবে আর্জেন্টিনা। আফ্রিক সফরে অ্যাঙ্গলোর মাটিতে অ্যাঙ্গলোর বিপক্ষে এবং এশিয়া সফরে কাতারে মাটিতে কাতারের বিপক্ষে একটি করে প্রীতি ম্যাচ খেলবে লিওনেল স্কালোনির শিষ্যরা।

এদিকে লাতিন অঞ্চল থেকে প্রথম দল হিসেবে ২০২৬ বিশ্বকাপের টিকিট কেটেছিল আর্জেন্টিনা। ১৬ ম্যাচে ১১ জয় ,২ ড্র ও ৩ হারে ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে আলবিসেলেস্তেরা। বাছাইপর্বের শেষ দুই ম্যাচ হেরে গেলেও টেবিলের শীর্ষেই থাকবে আকাশি-নীলরা।

ক্রিফোস্পোর্টস/১৪আগস্ট২৫/বিটি

The post অক্টোবরে যুক্তরাষ্ট্রে দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা appeared first on Crifo Sports.

]]>
https://www.crifosports.com/argentina-will-play-two-matches-in-the-united-states-in-october-who-are-the-opponents/feed/ 0
পুমাসকে উড়িয়ে দিল মায়ামি, মেসিকে ছাড়াই দুর্দান্ত জয় https://www.crifosports.com/miami-blew-away-pumas-great-win-without-messi/ https://www.crifosports.com/miami-blew-away-pumas-great-win-without-messi/#respond Thu, 07 Aug 2025 04:07:23 +0000 https://www.crifosports.com/?p=59963 গত ম্যাচে চোট পেয়েছেন লিওনেল মেসি। ফলে বেশ কিছু দিন মাঠের বাইরে কাটাতে হবে তাকে। দলের প্রধান তারকার অনুপস্থিতিতে দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন রদ্রিগো ডি পল, লুইস সুয়ারেজ ও তাদেও আয়েন্দে। তাদের নৈপুণ্যে মেক্সিকান ক্লাব পুমাসকে ৩-১ গোলে হারিয়ে লিগস কাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ইন্টার মায়ামি। বৃহস্পতিবার (৭ আগস্ট) ম্যাচের শুরুটা ভালো হয়নি […]

The post পুমাসকে উড়িয়ে দিল মায়ামি, মেসিকে ছাড়াই দুর্দান্ত জয় appeared first on Crifo Sports.

]]>
গত ম্যাচে চোট পেয়েছেন লিওনেল মেসি। ফলে বেশ কিছু দিন মাঠের বাইরে কাটাতে হবে তাকে। দলের প্রধান তারকার অনুপস্থিতিতে দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন রদ্রিগো ডি পল, লুইস সুয়ারেজ ও তাদেও আয়েন্দে। তাদের নৈপুণ্যে মেক্সিকান ক্লাব পুমাসকে ৩-১ গোলে হারিয়ে লিগস কাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ইন্টার মায়ামি।

বৃহস্পতিবার (৭ আগস্ট) ম্যাচের শুরুটা ভালো হয়নি মায়ামির জন্য। ৩৪তম মিনিটে এক কাউন্টার অ্যাটাককে গোল হজম করে মায়ামি। তবে বিরতির ঠিক আগে ডি পলের গোলে সমতায় ফেরে তারা। মাঝমাঠ থেকে ইয়ানিক ব্রাইটের বাড়ানো নিখুঁত পাসে সুয়ারেজের সহায়তায় গোলটি করেন আর্জেন্টাইন মিডফিল্ডার।

দ্বিতীয়ার্ধে আক্রমণে আরও ধার আনেন মায়ামির খেলোয়াড়রা। ৫৯ মিনিটে ডি বক্সে সুয়ারেজকে ফাউল করার পর পেনাল্টির বাঁশি বাজান রেফারি। নিজেই স্পট কিক নিতে এগিয়ে এসে অসাধারণ এক চিপ শটে গোলরক্ষককে পরাস্ত করেন সুয়ারেজ।

৭০ মিনিটে ফের আলো ছড়ান সুয়ারেজ। মাঝমাঠ থেকে দুর্দান্ত এক পাসে খুঁজে নেন তাদেও আয়েন্দেকে। যিনি নিখুঁত ফিনিশিংয়ে স্কোরলাইন ৩-১ করে দেন। শেষদিকে বেঞ্জামিন ক্রেমাশ্চি ও আয়েন্দে গোলের সহজ সুযোগ মিস না করলে ব্যবধান আরও বাড়তে পারত।

প্রসঙ্গত, লিগস কাপের ম্যাচে মাত্র অষ্টম মিনিটে চোট পেয়েছিলেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। হ্যামস্ট্রিং চোট নিয়ে এরপরই তাকে মাঠ ছাড়তে হয়। পরে জানা যায়, বেশ কয়েকটি ম্যাচে মেসিকে পাচ্ছে না মায়ামি, যদিও তারা সুনির্দিষ্ট সময় ও ম্যাচের সংখ্যা উল্লেখ করেনি।

ক্রিফোস্পোর্টস/৭আগস্ট২৫/এমএ

The post পুমাসকে উড়িয়ে দিল মায়ামি, মেসিকে ছাড়াই দুর্দান্ত জয় appeared first on Crifo Sports.

]]>
https://www.crifosports.com/miami-blew-away-pumas-great-win-without-messi/feed/ 0
অনিশ্চিত ঘরের মাঠে মেসির শেষ ম্যাচ https://www.crifosports.com/messis-last-match-at-an-uncertain-home-ground/ https://www.crifosports.com/messis-last-match-at-an-uncertain-home-ground/#respond Tue, 05 Aug 2025 04:51:29 +0000 https://www.crifosports.com/?p=59838 নেকাক্সার বিপক্ষে লিগস কাপের ম্যাচে ইঞ্জুরিতে পড়েছেন লিওনেল মেসি। ফলে ম্যাচের মাত্র বারো মিনিটের মাথায় মাঠ ছাড়তে বাধ্য হন। এরপরেই সবার মনে প্রশ্ন উঠেছে কবে মাঠে ফিরবেন তিনি। একই সাথে শঙ্কা তৈরি হয়েছে ঘরের মাঠে আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচটি খেলতে পারবেন কিনা তা নিয়ে। মাঠে ইঞ্জুরির পর সংবাদ মাধ্যমগুলো জানিয়েছিল, বেশ কিছুদিন মাঠের বাইরে কাটাতে […]

The post অনিশ্চিত ঘরের মাঠে মেসির শেষ ম্যাচ appeared first on Crifo Sports.

]]>
নেকাক্সার বিপক্ষে লিগস কাপের ম্যাচে ইঞ্জুরিতে পড়েছেন লিওনেল মেসি। ফলে ম্যাচের মাত্র বারো মিনিটের মাথায় মাঠ ছাড়তে বাধ্য হন। এরপরেই সবার মনে প্রশ্ন উঠেছে কবে মাঠে ফিরবেন তিনি। একই সাথে শঙ্কা তৈরি হয়েছে ঘরের মাঠে আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচটি খেলতে পারবেন কিনা তা নিয়ে।

মাঠে ইঞ্জুরির পর সংবাদ মাধ্যমগুলো জানিয়েছিল, বেশ কিছুদিন মাঠের বাইরে কাটাতে হবে মেসিকে।

অপর দিকে মায়ামি বলছে, ডান পায়ের মাংসপেশিতে ছোটখাটো চোট পেয়েছেন মেসি। যা মেসি ভক্তদের চিন্তা কিছুটা হলেও লাঘব করেছে।

আগামী সেপ্টেম্বরে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ আছে আর্জেন্টিনার। প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় আগামী ৫ সেপ্টেম্বর, প্রতিপক্ষ ভেনেজুয়েলা। অর্থাৎ, আজ থেকে ঠিক এক মাস পরই জাতীয় দলের হয়ে মাঠে নামতে হবে মেসিকে। সে ম্যাচের পর চার দিন বিরতি দিয়ে ইকুয়েডরের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

আগামী মাসে বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার দুটি ম্যাচ আছে। তার মধ্যে ভেনেজুয়েলার বিপক্ষে প্রথমটি অনুষ্ঠিত হবে বুয়েনস এইরেসে। অপরটি ইকুয়েডরের বিপক্ষে স্বাগতিকদের শহর গুয়াইয়াকিলে।

২০২৬ বিশ্বকাপে খেলেই জাতীয় দলকে বিদায় জানাবেন ৩৮ বছর বয়সী মেসি, এটা সকলেই ধারণা। আর্জেন্টিনার প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচের বর্তমান সূচি অনুযায়ী, বুয়েনস এইরেসে আগামী ৫ সেপ্টেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটি ঘরের মাঠে জাতীয় দলের হয়ে মেসির সম্ভাব্য শেষ ম্যাচ। এজন্যই প্রশ্ন উঠেছে সময়মতো সেরে উঠে ওই ম্যাচটি খেলতে পারবেন তো মেসি।

ক্রিফোস্পোর্টস/৫আগস্ট২৫/এমএ

The post অনিশ্চিত ঘরের মাঠে মেসির শেষ ম্যাচ appeared first on Crifo Sports.

]]>
https://www.crifosports.com/messis-last-match-at-an-uncertain-home-ground/feed/ 0