ত্রিনবাগো নাইট রাইডার্স Archives - Crifo Sports https://www.crifosports.com/tag/ত্রিনবাগো-নাইট-রাইডার্স/ Top Sports News Site Wed, 17 Sep 2025 05:54:27 +0000 bn-BD hourly 1 https://wordpress.org/?v=6.8.2 https://www.crifosports.com/wp-content/uploads/2023/04/Crifo-sports-favicon-1-80x80.png ত্রিনবাগো নাইট রাইডার্স Archives - Crifo Sports https://www.crifosports.com/tag/ত্রিনবাগো-নাইট-রাইডার্স/ 32 32 সিপিএল থেকে ছিটকে গেল সাকিবের অ্যান্টিগা https://www.crifosports.com/shakibs-antigua-knocked-out-of-cpl/ https://www.crifosports.com/shakibs-antigua-knocked-out-of-cpl/#respond Wed, 17 Sep 2025 05:54:27 +0000 https://www.crifosports.com/?p=62166 ম্যাচের ১৮তম ওভারে মাঠে নামেন সাকিব আল হাসান। তখন ব্যাটসম্যানের যে দায়িত্ব অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে ঠিক তাই করলেন সাকিব। ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে খেললেন ৯ বলে ২৬ রানের অপরাজিত ঝড়ো ইনিংস। তবে সাকিবের দুর্দান্ত ইনিংসের পরও জয়ের দেখা পায়নি অ্যান্টিগা। টসে হেরে ব্যাট নেমে তারা তোলে ৮ উইকেটে ১৬৬ রান। জবাবে নিকোলাস পুরান […]

The post সিপিএল থেকে ছিটকে গেল সাকিবের অ্যান্টিগা appeared first on Crifo Sports.

]]>
ম্যাচের ১৮তম ওভারে মাঠে নামেন সাকিব আল হাসান। তখন ব্যাটসম্যানের যে দায়িত্ব অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে ঠিক তাই করলেন সাকিব। ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে খেললেন ৯ বলে ২৬ রানের অপরাজিত ঝড়ো ইনিংস।

তবে সাকিবের দুর্দান্ত ইনিংসের পরও জয়ের দেখা পায়নি অ্যান্টিগা। টসে হেরে ব্যাট নেমে তারা তোলে ৮ উইকেটে ১৬৬ রান। জবাবে নিকোলাস পুরান ও অ্যালেক্স হেলসের ব্যাটে ত্রিনবাগো সহজেই জয় ছিনিয়ে নেয়। ১৫ বল হাতে রেখেই ৯ উইকেটে জেতে নাইট রাইডার্স। এতে আসর থেকে সাকিবরা ছিটকে যায়।

ম্যাচে নারাইনের বিপক্ষে ঝড় তোলেন সাকিব, ৫ বলে ১৮ রান, টানা তিন চার ও এক ছক্কা। যদিও ওই ম্যাচেই সিপিএলের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারির রেকর্ড গড়েছেন সুনীল নারাইন। ইমাদ ওয়াসিমকে আউট করে তিনি ছাড়িয়ে যান ডোয়াইন ব্রাভোকে (১২৯)। নারাইনের উইকেট এখন ১৩০।

অ্যান্টিগার হয়ে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন আমির জাঙ্গু (৪৯ বলে ৫৫) ও আন্দ্রেস গাউস (৪৫ বলে ৬১)। দুজন মিলে দ্বিতীয় উইকেটে যোগ করেন ১০৮ রান। তবে রান তাড়ায় পুরান–হেলসের ১৪৩ রানের অবিচ্ছিন্ন জুটিতেই শেষ হয়ে যায় অ্যান্টিগার লড়াই। পুরান অপরাজিত থাকেন ৫৩ বলে ৯০ রানে, হেলস ৪০ বলে করেন ৫৪। বোলিংয়ে সাকিব ৩ ওভারে দেন ২৪ রান, উইকেট পাননি।

সংক্ষিপ্ত স্কোর
অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস : ১৬৬/৮
ত্রিনবাগো নাইট রাইডার্স : ১৬৮/১
ফল: ত্রিনবাগো নাইট রাইডার্স ৯ উইকেটে জয়ী।

ক্রিফোস্পোর্টস/১৭সেপ্টেম্বর২৫/এনজি

The post সিপিএল থেকে ছিটকে গেল সাকিবের অ্যান্টিগা appeared first on Crifo Sports.

]]>
https://www.crifosports.com/shakibs-antigua-knocked-out-of-cpl/feed/ 0