চেন্নাই বনাম কলকাতা Archives - Crifo Sports https://www.crifosports.com/tag/চেন্নাই-বনাম-কলকাতা/ Top Sports News Site Mon, 08 Apr 2024 18:06:17 +0000 bn-BD hourly 1 https://wordpress.org/?v=6.8.2 https://www.crifosports.com/wp-content/uploads/2023/04/Crifo-sports-favicon-1-80x80.png চেন্নাই বনাম কলকাতা Archives - Crifo Sports https://www.crifosports.com/tag/চেন্নাই-বনাম-কলকাতা/ 32 32 মুস্তাফিজের ফেরার ম্যাচ জয়ে রাঙালো চেন্নাই https://www.crifosports.com/chennai-won-mustafizs-return-match/ https://www.crifosports.com/chennai-won-mustafizs-return-match/#respond Mon, 08 Apr 2024 17:56:23 +0000 https://www.crifosports.com/?p=23393 চেন্নাই সুপার কিংসের হয়ে গত ম্যাচে খেলেননি মুস্তাফিজুর রহমান। ফলে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে চেন্নাই৷ ভিসা সংক্রান্ত জটিলতা কাটিয়ে গতকালই চেন্নাইয়ের বিমান ধরেছেন মুস্তাফিজ। ফিরেই আজ চেন্নাইয়ের জয়ে বিশাল অবদান রাখলেন দ্যা ফিজ৷ সোমবার (৮ এপ্রিল) ঘরের মাঠে এম এ চিদাম্বরাম স্টেডিয়ামে টস জিতে প্রথমে কলকাতা নাইট রাইডার্সকে ব্যাটিং করার আমন্ত্রণ জানান চেন্নাই […]

The post মুস্তাফিজের ফেরার ম্যাচ জয়ে রাঙালো চেন্নাই appeared first on Crifo Sports.

]]>
চেন্নাই সুপার কিংসের হয়ে গত ম্যাচে খেলেননি মুস্তাফিজুর রহমান। ফলে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে চেন্নাই৷ ভিসা সংক্রান্ত জটিলতা কাটিয়ে গতকালই চেন্নাইয়ের বিমান ধরেছেন মুস্তাফিজ। ফিরেই আজ চেন্নাইয়ের জয়ে বিশাল অবদান রাখলেন দ্যা ফিজ৷

সোমবার (৮ এপ্রিল) ঘরের মাঠে এম এ চিদাম্বরাম স্টেডিয়ামে টস জিতে প্রথমে কলকাতা নাইট রাইডার্সকে ব্যাটিং করার আমন্ত্রণ জানান চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। টস জিতে ফিল্ডিংয়ে নেমে ইনিংসের প্রথম ওভারে তুষার দেশপান্ডে কলকাতা ওপেনার ফিল সল্টের (০) উইকেট তুলে নিয়ে দেন খরচ করেন মাত্র এক রান৷

দ্বিতীয় ওভারেই মুস্তাফিজকে আক্রমণে নিয়ে আসেন চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। ওই ওভারে মুস্তফিজ তিনটি ডট, একটি বাউন্ডারিসহ দেন মোটে ৬ রান। পাওয়ার প্লের শেষ অর্থাৎ ষষ্ঠ ওভারে আবারও বোলিং পান মুস্তাফিজ। এবার প্রথম বলেই বাউন্ডারি হজম করলেও চারটি ডটসহ মাত্র ৬ রান খরচ করেন। প্রথম দুই ওভারে কাটার মাস্টারের খরচ মাত্র ১২।

মাঝের ওভারগুলোতে রবীন্দ্র জাদেজা দারুণ বোলিং করে কলকাতাকে আটকে দেন। ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন এই বাঁহাতি স্পিনার। জাদেজা আউট করেন অংকৃষ রাঘুবানসি (১৮ বলে ২৪), সুনিল নারিন (২০ বলে ২৭) আর ভেঙ্কটেশ আয়ারকে (৩)। ৮৫ রানে ৫ উইকেট হারায় কলকাতা।

CSK

৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন রবীন্দ্র জাদেজা। ছবি- সংগৃহীত  

১৮তম ওভারে মুস্তাফিজ বল হাতে নিয়েই পড়েন আন্দ্রে রাসেলের সামনে। তবে আন্দ্রে রাসেলকে রুখে দেন মুস্তাফিজ। চারটি ডট দেন। চতুর্থ বলেই ক্যাচই দিয়েছিলেন রাসেল। কিন্তু মহেন্দ্র সিং ধোনি সেই ক্যাচ তালুবন্দী করতে পারেননি। ইনিংসের শেষ ওভারে এসে স্বরূপে ফিরলেন মুস্তাফিজ। একে একে উইকেট তুললেন পিচে আঁকড়ে থাকা কলকাতা অধিনায়ক শেয়ার্স আয়ার ও মিচেল স্টার্কের৷ ফলে মাত্র ১৩৭ রানে থেমে যায় কেকেআরের ইনিংস৷

জবাবে ১৪ বল ও ৭ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় চেন্নাই৷ শুরুতে চেন্নাইয়ের ওপেনার রাচিন রবীন্দ্র ৮ বলে ১২ রান করে আউট হলেও অপরপ্রান্ত আগলে রাখেন অধিনায়ক গায়কোয়াড়। ড্যারিল মিচেলের সাথে ৫৫ বলে ৭০ ও শেষদিকে শিবম দুবেকে নিয়ে ২৬ বলে ৩৮ রানের মহামূল্যবান দুটি জুটি গড়েন রুতুরাজ গায়কোয়াড়৷ চেন্নাইয়ের হয়ে সর্বোচ্চ ইনিংসও আসে তাঁর ব্যাট থেকে৷ ৫৮ বলে ৬৭ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি৷ মিচেলের ব্যাট থেকে আসে ১৯ বলে ২৫ রান।

শেষদিকে ইম্প্যাক্ট খেলোয়াড় হিসেবে নেমে ১৮ বলে ২৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন শিবম দুবে৷ কলকাতা নাইট রাইডার্সের হয়ে অভিনব অরোরা নেন ২ উইকেট। সুনিল নারিন নেন ১ উইকেট৷

আরও পড়ুন: ঢাকা থেকে ফিরেই পার্পল ক্যাপ দখল করলেন মুস্তাফিজ 

ক্রিফোস্পোর্টস/৮এপ্রিল২৪/টিএইচ/এমটি

The post মুস্তাফিজের ফেরার ম্যাচ জয়ে রাঙালো চেন্নাই appeared first on Crifo Sports.

]]>
https://www.crifosports.com/chennai-won-mustafizs-return-match/feed/ 0
ঢাকা থেকে ফিরেই পার্পল ক্যাপ দখল করলেন মুস্তাফিজ https://www.crifosports.com/after-returning-from-dhaka-mustafiz-grabbed-the-purple-cap/ https://www.crifosports.com/after-returning-from-dhaka-mustafiz-grabbed-the-purple-cap/#respond Mon, 08 Apr 2024 17:16:55 +0000 https://www.crifosports.com/?p=23389 গতকালই ঢাকা থেকে চেন্নাইয়ের বিমান ধরেছেন৷ আজ মাঠে নেমেই দখল করলেন পার্পল ক্যাপ নামক হারানো সিংহাসন৷ চেন্নাই সুপার কিংসের হয়ে এভাবেই বল হাতে আলো ছড়াচ্ছেন দ্যা ফিজ। সবমিলিয়ে ৪ ম্যাচে হাত ঘুরিয়ে উইকেট তুলেছেন ৯টি। যা চলতি আসরে তাকে সর্বোচ্চ উইকেট শিকারী বোলারে পরিণত করেছে। আজ (সোমবার) ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসের পঞ্চম ও নিজের […]

The post ঢাকা থেকে ফিরেই পার্পল ক্যাপ দখল করলেন মুস্তাফিজ appeared first on Crifo Sports.

]]>
গতকালই ঢাকা থেকে চেন্নাইয়ের বিমান ধরেছেন৷ আজ মাঠে নেমেই দখল করলেন পার্পল ক্যাপ নামক হারানো সিংহাসন৷ চেন্নাই সুপার কিংসের হয়ে এভাবেই বল হাতে আলো ছড়াচ্ছেন দ্যা ফিজ। সবমিলিয়ে ৪ ম্যাচে হাত ঘুরিয়ে উইকেট তুলেছেন ৯টি। যা চলতি আসরে তাকে সর্বোচ্চ উইকেট শিকারী বোলারে পরিণত করেছে।

আজ (সোমবার) ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসের পঞ্চম ও নিজের চতুর্থ ম্যাচ খেলতে নেমে দুর্দান্ত বোলিং করেছেন ফিজ। ৪ ওভার হাত ঘুরিয়ে ২২ রান খরচায় তুলে নিয়েছেন ২ উইকেট। ইকোনমি রেট মাত্র ৫.৪। এতে যুজবেন্দ্র চাহালকে টপকে আবারও পার্পল ক্যাপ ফিরে পেলেন মুস্তাফিজ৷ সমান ম্যাচ খেলে ৮ উইকেট নিয়ে তার ঠিক পরেই এখন অবস্থান চাহালের৷

প্রথম দুই ওভারে কোনো উইকেট না পেলেও মাত্র ১২ রান দিয়ে কৃপণ বোলিং করেন ফিজ৷ নিজের তৃতীয় ওভারে তাঁর চ্যালেঞ্জ ছিলেন তারই বিপিএল সতীর্থ আন্দ্রে রাসেল। সেই চ্যালেঞ্জটাও ভালোভাবেই সামাল দিয়েছেন দ্য ফিজ। ওই ওভারে ক্যাচ উঠলেও উইকেটের পেছনে দাঁড়ানো মাহেন্দ্র সিং ধোনি তা তালুবন্দী করতে পারেননি। ফলে প্রথম তিন ওভারেই উইকেটশূণ্য থেকে গেলেন ফিজ।

তবে ইনিংস ও নিজের করা শেষ ওভারে স্বরূপে ফিরলেন ফিজ৷ বল করতে এসেই লুফে নিলেন কলকাতার অধিনায়ক শ্রেয়াস আইয়ারের উইকেট। উড়িয়ে মারতে গিয়ে আইয়ার ক্যাচ দিয়েছেন জাদেজার হাতে। দুই বল পরেই মিচেল স্টার্কেরও হয় একই দশা৷ উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারি লাইনের কিনারায় ক্যাচ দিয়ে ফেরেন স্টার্ক৷ ফলে শেষ ওভারে ২ উইকেটের পাশাপাশি ফিজ দিয়েছেন মাত্র ২ রান।

আরও পড়ুন: চেন্নাইকে ১৩৮ রানের সহজ লক্ষ্য দিল কলকাতা 

ক্রিফোস্পোর্টস/৮এপ্রিল২৪/টিএইচ/এমটি

The post ঢাকা থেকে ফিরেই পার্পল ক্যাপ দখল করলেন মুস্তাফিজ appeared first on Crifo Sports.

]]>
https://www.crifosports.com/after-returning-from-dhaka-mustafiz-grabbed-the-purple-cap/feed/ 0
চেন্নাইকে ১৩৮ রানের সহজ লক্ষ্য দিল কলকাতা https://www.crifosports.com/kolkata-gave-chennai-a-target-of-138-runs/ https://www.crifosports.com/kolkata-gave-chennai-a-target-of-138-runs/#respond Mon, 08 Apr 2024 15:53:34 +0000 https://www.crifosports.com/?p=23379 টানা দুই হারের পর আজ নিজেদের পঞ্চম ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে কলকাতা নাইট রাইসার্সের মুখোমুখি হয়েছে চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের ঘরের মাঠ চিপকের এম এ চিদাম্বরাম স্টেডিয়ামে শুরুতে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে চেন্নাই। প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৭ রান তুলতে সক্ষম হয়েছে কলকাতা। এদিন ঘরের মাঠে শুরুটা দারুণ হয় চেন্নাইয়ের। […]

The post চেন্নাইকে ১৩৮ রানের সহজ লক্ষ্য দিল কলকাতা appeared first on Crifo Sports.

]]>
টানা দুই হারের পর আজ নিজেদের পঞ্চম ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে কলকাতা নাইট রাইসার্সের মুখোমুখি হয়েছে চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের ঘরের মাঠ চিপকের এম এ চিদাম্বরাম স্টেডিয়ামে শুরুতে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে চেন্নাই।

প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৭ রান তুলতে সক্ষম হয়েছে কলকাতা।

এদিন ঘরের মাঠে শুরুটা দারুণ হয় চেন্নাইয়ের। ইনিংসের প্রথম বলেই ফিল সল্টের উইকেট তুলে নেন তুষার দেশপান্ডে। এরপর সুনীল নারিন ও অংকৃষ রঘুবংশীর ব্যাটে ঘুরে দাঁড়ায় দলটি। ইনিংসের সপ্তম ওভারে দলীয় ৫৬ রানের মাথায় তাদের ৩৬ বলে ৫৬ রানের বিধ্বংসী জুটি ভাঙেন রবীন্দ্র জাদেজা। একই ওভারে ওপেনার নারিনকেও ফেরান জাদেজা।

পরের ওভারে আবারো উইকেট তুলে নেন জাদেজা। এবার জাদেজার শিকার ভেঙ্কটেশ আইয়ার। ৮৫ রানের মাথায় কলকাতার পঞ্চম উইকেটের পতন ঘটে। এরপর ম্যাচ থেকে অনেকটাই ছিটকে যায় দলটি। পরবর্তীতে শ্রেয়াস আইয়ার ও রিংকু সিংয়ের ৩০ বলে ২৭ রানের জুটি এবং অন্যান্য ব্যাটারদের ছোট ছোট ক্যামিওতে ১৩৭ রানের পুজি পায় দলটি। দলের হয়ে সর্বোচ্চ ৩৪ রান করেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার।

চেন্নাইয়ের হয়ে চার ওভারে ১৮ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেছেন রবীন্দ্র জাদেজা। এছাড়া দেশপান্ডে ৩টি উইকেট নেন।

চার ওভারে মাত্র ২২ রান খরচায়  ২টি উইকেট শিকার করেছেন মুস্তাফিজুর রহমান। এতে আসরের সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় আবারো শীর্ষে ফিরেছেন কাটার মাস্টার এবং পার্পল ক্যাপ ফিরে পেয়েছেন।

আরও পড়ুন: বিশ্বকাপের আগে ইংল্যান্ড দলে ফিরছেন জোফরা আর্চার 

ক্রিফোস্পোর্টস/৮এপ্রিল২৪/এমটি

The post চেন্নাইকে ১৩৮ রানের সহজ লক্ষ্য দিল কলকাতা appeared first on Crifo Sports.

]]>
https://www.crifosports.com/kolkata-gave-chennai-a-target-of-138-runs/feed/ 0
রাতে চেন্নাইয়ের হয়ে খেলছেন মুস্তাফিজ? যা বললেন কোচ https://www.crifosports.com/mustafiz-playing-for-chennai-at-tonight-what-the-coach-said/ https://www.crifosports.com/mustafiz-playing-for-chennai-at-tonight-what-the-coach-said/#respond Mon, 08 Apr 2024 11:59:05 +0000 https://www.crifosports.com/?p=23361 চলমাম আইপিএলের প্রথম দুই ম্যাচে টানা জয় নিয়ে শুরুটা ভালোই হয়েছিল চেন্নাই সুপার কিংসের। তবে পরবর্তী দুই ম্যাচে টানা হারে কিছুটা ব্যাকফুটে চলে গেছে গত আসরের চ্যাম্পিয়নরা। হার এড়িয়ে আজ নিজেদের পঞ্চম ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে মাঠে নামবে রুতুরাজ-ধোনিদের দল। তবে এই ম্যাচে থাকছেন দলের দুই প্রধান বোলার মুস্তাফিজুর রহমান ও মাথিশা পাথিরানা? মুস্তাফিজ ও […]

The post রাতে চেন্নাইয়ের হয়ে খেলছেন মুস্তাফিজ? যা বললেন কোচ appeared first on Crifo Sports.

]]>
চলমাম আইপিএলের প্রথম দুই ম্যাচে টানা জয় নিয়ে শুরুটা ভালোই হয়েছিল চেন্নাই সুপার কিংসের। তবে পরবর্তী দুই ম্যাচে টানা হারে কিছুটা ব্যাকফুটে চলে গেছে গত আসরের চ্যাম্পিয়নরা। হার এড়িয়ে আজ নিজেদের পঞ্চম ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে মাঠে নামবে রুতুরাজ-ধোনিদের দল। তবে এই ম্যাচে থাকছেন দলের দুই প্রধান বোলার মুস্তাফিজুর রহমান ও মাথিশা পাথিরানা?

মুস্তাফিজ ও পাথিরানার অনুপস্থিতি শেষ ম্যাচে অনেকটা ভুগিয়েছে চেন্নাইয়ের বোলিং লাইনআপকে। যে কারণে আজ কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে নিশ্চয়ই তাদের দলে চাইবে ফ্রাঞ্চাইজিটি। এ নিয়ে কথা বলেছেন চেন্নাইয়ের বোলিং কনসালটেন্ট এরিক সিমন্স।

আজ কলকাতার বিপক্ষে মুস্তাফিজ খেলবেন কিনা এ বিষয়ে তিনি বলেন, ‘ফিজের খেলা নিয়ে আমরা এখনো নিশ্চিত নই। ও বাংলাদেশে গিয়েছিল পাসপোর্টের কাজে। এবার দেখা যাক কী হয়। তবে আমরা দল হিসেবে এসব পরিস্থিতির জন্য সবসময় তৈরি থাকি।’

স্লো উইকেটে মুস্তাফিজ বরাবরই ভয়ংকর। তাই সবশেষ হায়দরাবাদ ম্যাচের স্লো উইকেটে মুস্তাফিজকে অনেক মিস করেছেন চেন্নাইয়ের বোলিং কোচ স্টিফেন ফ্লেমিং। তিনি বলেন, ‘এতে কোনো সন্দেহ নেই (তাকে মিস করেছি)। তবে এটা খেলার অংশ। সে এখানে নেই, ফলে তাকে ব্যবহারেরও সুযোগ নেই।’

এছাড়া ইনজুরির কারণে সবশেষ ম্যাচে দলে ছিলেননা আরেক পেসার মাথিশা পাথিরানা। আজও তার খেলা নিয়ে অনিশ্চিত চেন্নাই ম্যানেজমেন্ট। তিনি চেন্নাইয়ের মেডিকেল দলের পর্যবেক্ষণে রয়েছেন। সেখান থেকে সাড়া মিললেই খেলবেন আজকে।

এর আগে গত গত মঙ্গলবার (২ এপ্রিল) আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা প্রসেসিংয়ের কাজে দেশে ফেরেন মুস্তাফিজ। যার ফলে হায়দরাবাদের বিপক্ষে খেলতে পারেননি তিনি। ভিসার কাজ শেষে গতকাল (রবিবার) চেন্নাইয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন কাটার মাস্টার। সব ঠিক থাকলে আজ একাদশে দেখা যেতে পারে তাকে।

আজ রাত ৮ টায় চেন্নাইয়ের ঘরের মাঠ চিপকের এম এ চিদাম্বরাম স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।

কলকাতার বিপক্ষে চেন্নাইয়ের সম্ভাব্য একাদশ: রুতুরাজ গায়কোয়াড়, রাচিন রবীন্দ্র, আজিঙ্কা রাহানে, শিবম দুবে, ড্যারিল মিচেল, রবীন্দ্র জাদেজা, সামির রিজবি, এমএস ধোনী, দীপক চাহার, মুস্তাফিজুর রহমান, মাথিশা পাথিরানা।

ইমপ্যাক্ট সাব: মঈন আলি, তুষার দেশপান্ডে, মুকেশ চৌধুরী

আরও পড়ুন: গুজরাটকে হারিয়ে টানা তিন জয়ে উড়ছে লখনৌ 

ক্রিফোস্পোর্টস/৮এপ্রিল২৪/এমটি

The post রাতে চেন্নাইয়ের হয়ে খেলছেন মুস্তাফিজ? যা বললেন কোচ appeared first on Crifo Sports.

]]>
https://www.crifosports.com/mustafiz-playing-for-chennai-at-tonight-what-the-coach-said/feed/ 0