Connect with us
ক্রিকেট

টি-২০ বিশ্বকাপ : বাংলাদেশের সকল ম্যাচের সূচি একনজরে

Bangladesh in T20 world cup
বাংলাদেশ দল এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি। ছবি- সংগৃহীত

আনুষ্ঠানিকভাবে প্রকাশ পেল আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়সূচি। আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) আসন্ন এই বিশ্বকাপের সম্পূর্ণ সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা–আইসিসি। যেখানে টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল।

৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের প্রথম দিনেই কলকাতার ইডেন গার্ডেনে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ৯ ফেব্রুয়ারি একই মাঠে ইতালির বিপক্ষে খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। প্রথম দুই ম্যাচের মত ১৪ ফেব্রুয়ারি তৃতীয় ম্যাচেও কলকাতায় ইংল্যান্ডের মুখোমুখি হবে লিটন দাসের দল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশ মাঠে নামবে নেপালের বিপক্ষে।

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে মোট ২০ দল। যেখানে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে সকল দলকে। প্রতিটি গ্রুপে পড়েছে পাঁচটি করে দল। আর সেখানে বাংলাদেশ আছে ‘সি’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকছে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল এবং ইতালি।



টুর্নামেন্টের গ্রুপ পর্বে প্রতিটি দল খেলবে চারটি করে ম্যাচ। প্রথম রাউন্ড শেষে প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি করে দল সুযোগ পাবে সুপার এইটে। যেখানে মোট আটটি দল খেলবে দুটি গ্রুপে ভাগ হয়ে। সুপার এইট-এর উভয় গ্রুপের খেলা শেষে শীর্ষে থাকা দুটি করে দল নিয়ে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের সেমিফাইনাল। আর সেখান থেকে নির্ধারিত হবে দুই ফাইনালিস্ট।

পরবর্তী ৮ মার্চ ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে যৌথভাবে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের।

একনজরে বাংলাদেশ ম্যাচের সময়সূচি—

তারিখ  প্রতিপক্ষ ভেন্যু সময়
৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ  কলকাতা, ইডেন গার্ডেন বিকাল ৩:৩০ মিনিট
৯ ফেব্রুয়ারি ইতালি কলকাতা, ইডেন গার্ডেন সকাল ১১:৩০ মিনিট
১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ড কলকাতা, ইডেন গার্ডেন কাল ৩:৩০ মিনিট
১৭ ফেব্রুয়ারি নেপাল ওয়াঙখেড়ে স্টেডিয়াম, মুম্বাই সন্ধ্যা ৭:৩০ মিনিট

 

ক্রিফোস্পোর্টস/২৫নভেম্বর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট